chandrashekhar azad protests against bjp: প্রিমিয়াম সুপারফাস্ট ট্রেনের ডাস্টবিনে স্বাধীনতা সংগ্রামীর ছবি! গর্জে উঠলেন দলিত আইকন

chandrashekhar azad protests against bjp: এক্সপ্রেস ট্রেনের ডাস্টবিনে স্বাধীনতা সংগ্রামীর ছবি! দেখেই গর্জে উঠলেন উত্তরপ্রদেশের নাগিনা কেন্দ্রের দলিত আইকন চন্দ্রশেখর আজাদ।

chandrashekhar azad protests against bjp: এক্সপ্রেস ট্রেনের ডাস্টবিনে স্বাধীনতা সংগ্রামীর ছবি! দেখেই গর্জে উঠলেন উত্তরপ্রদেশের নাগিনা কেন্দ্রের দলিত আইকন চন্দ্রশেখর আজাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrashekhar Azad News,UP  News, Nagina MP, Azad samaj party news, up news  Chandrashekhar Azad news, up latest news, up politics, humsafar Express train

প্রিমিয়াম সুপারফাস্ট ট্রেনের ডাস্টবিনে স্বাধীনতা সংগ্রামীর ছবি!

chandrashekhar azad protests against bjp: প্রিমিয়াম সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ডাস্টবিনে স্বাধীনতা সংগ্রামীর ছবি! দেখেই গর্জে উঠলেন উত্তরপ্রদেশের নাগিনা কেন্দ্রের দলিত আইকন চন্দ্রশেখর আজাদ। সরাসরি রেলমন্ত্রীকে নিশানাকে করে তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, 'আমাদের বিপ্লবী বীরদের ছবি কি এখন ডাস্টবিনে রাখা হবে? সরকার এবং ব্যবস্থা কি এতটাই অসংবেদনশীল হয়ে উঠেছে? আমরা কোনও মূল্যে আমাদের মহান বিপ্লবী মহাপুরুষদের অপমান সহ্য করব না।' 

Advertisment

চ্যাটজিপিটি হোক বা মেটা এআই… এই ১০টি প্রশ্ন ভুল করেও করবেন না, বড় বিপদে পড়তে পারেন!

এই ঘটনায় নাগিনা আসনের সাংসদ তথা আজাদ সমাজ পার্টির  সভাপতি চন্দ্রশেখর আজাদ বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে জানিয়েছেন, এই অপমানের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। সেইসঙ্গে তিনি জানান, এটি শুধুই দুঃখজনক নয়, বরং একটি “জাতীয় লজ্জা”।  তিনি এই ছবিটিকে 'স্বাধীনতার নায়কের' অপমান বলে অভিহিত করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে সরকারি ব্যবস্থা কি এখন এতটাই অসংবেদনশীল হয়ে উঠেছে?

Advertisment

মাঝ আকাশেই 'বিরাট বিপদ' টের পেয়ে গিয়েছিলেন পাইলট, তারপরেই নিলেন এই সিদ্ধান্ত

Kolkata Rain Forecast: ভারী বৃষ্টির পূর্বাভাস আজও, বেলা গড়াতেই আবহাওয়ায় বড় বদল কোন কোন জেলায়?

উল্লেখ্য হামসফর এক্সপ্রেস প্রয়াগরাজ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাতায়াতকারী প্রিমিয়াম ট্রেনগুলির একটি। এই ঘটনায় রেলমন্ত্রক এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনরা দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।

বিধ্বংসী আগুনে পুড়ে খাক আস্ত শপিং মল! ঝলসে মৃত্যুমিছিল!

Indian Rail