/indian-express-bangla/media/media_files/2025/07/17/iraq-shopping-mall-fire-video-2025-07-17-14-23-15.jpg)
বিধ্বংসী আগুনে পুড়ে খাক আস্ত শপিং মল!
Iraq Shopping Mall Fire: শপিং মলে বিধ্বংসী আগুন! ঝলসে মৃত্যুমিছিল! নিহত কমপক্ষে ৬০ জন, নিখোঁজ ১১, তিন দিনের জাতীয় শোক ঘোষণা।
মাঝ আকাশেই 'বিরাট বিপদ' টের পেয়ে গিয়েছিলেন পাইলট, তারপরেই নিলেন এই সিদ্ধান্ত
ইরাকের পূর্বাঞ্চলের ওয়াসিত প্রদেশের কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ, নিখোঁজ রয়েছেন অন্তত ১১ জন। স্বাস্থ্য দফতর ও স্থানীয় পুলিশ সূত্রে এই মর্মান্তিক ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।
Kolkata Rain Forecast: ভারী বৃষ্টির পূর্বাভাস আজও, বেলা গড়াতেই আবহাওয়ায় বড় বদল কোন কোন জেলায়?
বুধবার গভীর রাতে শহরের একটি পাঁচতলা শপিং মল এবং রেস্তোরাঁয় এই ভয়াবহ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকেই বেরিয়ে আসার সুযোগটুকু পর্যন্ত পাননি। বহু মানুষ জীবন্ত দগ্ধ হন এবং অসংখ্য আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন,“আমরা এখন পর্যন্ত ৫৯ জনের মৃতদেহ শনাক্ত করেছি। তবে একটি দেহ এতটাই পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা যায়নি।এখনও কিছু মৃতদেহ ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছে। উদ্ধারকাজ চলছে।”
🚨 🇮🇶 | Dozens of casualties reported in fire at hypermarket in al-Kut, Iraq pic.twitter.com/V73Gf8BmY9
— MENA Observer (@MidEastOb) July 17, 2025
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। শপিং মলটিতে ঘটনার সন্ধ্যার সময় প্রচুর ভিড় ছিল বলেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হঠাৎ করেই শপিং মলের নিচের তলায় আগুন লাগে এবং মুহূর্তেই তা পাঁচতলা জুড়ে ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা যায়, আগুনে আটকে পড়া মানুষের আর্তনাদ, স্বজনহারাদের কান্না এবং আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত দমকল কর্মীদের দৃশ্য। ওয়াসিত প্রদেশের গভর্নর মহম্মদ আল-মায়াহি এই ঘটনাকে “জাতীয় দুর্যোগ” বলে আখ্যা দিয়েছেন এবং তিন দিনের শোক ঘোষণা করেছেন। তিনি আরও জানান, “মলের মালিক ও বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।”
গভর্নর আরও জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে কী কারণে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে তা জানা যাবে। গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইরাকজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।