Advertisment

Haryana Assembly polls: কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়বেন দুই কুস্তিগীর? ছবি ঘিরে তুঙ্গে চর্চা

Haryana Assembly polls: একদিকে বজরং, অন্যদিকে ভিনেশ, মাঝে রাহুল গান্ধী! হরিয়ানা বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাহুল গান্ধীর সঙ্গে বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাটের এই ছবি নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
rahul vinesh

একদিকে বজরং, অন্যদিকে ভিনেশ, মাঝে রাহুল গান্ধী!

Haryana Assembly polls: একদিকে বজরং, অন্যদিকে ভিনেশ, মাঝে রাহুল গান্ধী!  হরিয়ানা বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাহুল গান্ধীর সঙ্গে বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাটের এই ছবি নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছে দুই কুস্তিগীরই নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিতে পারেন?

Advertisment

Shivaji Maharaj Narayan Rane: শিবাজি কি লুঠেরা না দেশপ্রেমী? মহারাষ্ট্র বিজেপিতে তুমুল আদি-নব্য দ্বন্দ্ব!

সামনেই হরিয়ানায় হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন! এই আবহে কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া বুধবার কংগ্রেস নেতা  রাহুল গান্ধীর সঙ্গে  দেখা করেন। এরপর থেকেই দুই কুস্তিগীরের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা নিয়ে বাড়ছে জল্পনা। ওজনের কারণে প্যারিস অলিম্পিকে একটি পদক বঞ্চিত হন ভিনেশ ফোগাট। তিনি ভারতে ফিরে আসার পর হরিয়ানার কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডাও তার সঙ্গে দেখা করতে আসেন। এরপর থেকেই তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে আলোচনা জোরদার হয়। তবে, এই প্রশ্নে ভিনেশ ফোগাট বলেছেন, "পরিবারের লোকেদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন"।  

হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে, কুস্তিগীর ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। প্যারিস অলিম্পিক থেকে ফিরে আসার পরে, ভিনেশ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডারর সাথেো দেখা করেছিলেন। সেসময় তিনি বলেন,  'যারা দলে যোগ দিতে চায় তাদের সবাইকে স্বাগত'। এরপর থেকেই ভিনেশের কংগ্রেসের যোগদানের জল্পনা বাড়তে শুরু করে। আজ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর হরিয়ানার দুই কুস্তিগীর, ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জল্পনা জোরদার হচ্ছে।

Ashok Gehlot: প্রশ্ন ফাঁস মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবি, IPS-র ধুঁয়াধার অভিযোগে বিপাকে কংগ্রেস

২০২৩ সাল থেকে কুস্তিগীরদের চলমান প্রতিবাদের অন্যতম মুখ ছিলেন এই দুই কুস্তিগীর। ভারতের রেসলিং ফেডারেশন (WFI) এর তৎকালীন সভাপতি এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগে প্রতিবাদে সামিল হন তারা। সেই সময় থেকেই বিজেপির প্রতি কুস্তিগীরদের অসন্তোষ স্পষ্ট হয়।  দু-একদিনের মধ্যে হরিয়ানায়  প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে কুস্তিগীরদের সঙ্গে রাহুলের আজকের বৈঠক জল্পনাকে আরও শক্তিশালী করছে।  

RG Kar Case: 'মেয়েদের ছোট করা হচ্ছে, এই বিল সমর্থন নয়', মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গে মমতার মন্তব্যে রুষ্ট নির্যাতিতার মা-বাবা

উল্লেখ্য ভিনেশ ফোগাট গত শনিবার কৃষকদের আন্দোলনের ২০০ দিন পূর্ণ হওয়ায়  শম্ভু ও খানৌরি সীমান্তে পৌঁছে কৃষকদের পাশে দাঁড়িয়ে  সমর্থনের বার্তা দেন। সূত্রের খবর ভিনেশকে ৩টি আসনের অপশন দেওয়া হয়েছে, বজরংকে ২টি আসনের মধ্যে থেকে একটিকে বেছে নিতে বলা হয়েছে কংগ্রেসের তরফে। তবে এবিষয়ে কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।  আগামী  ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচন।

Sandip Ghosh: আদালতে ঢুকতেই 'চোর' স্লোগান, ৮ দিনের CBI হেফাজতে সন্দীপ ঘোষ

  

rahul gandhi Vinesh Phogat
Advertisment