/indian-express-bangla/media/media_files/2025/08/22/abhishek-banerjee-2025-08-22-23-47-04.jpg)
ফাইনাল ম্যাচ দেখতে আদৌ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চলছে জল্পনা
Durand Cup 2025: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। শনিবার (২৩ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফাইনাল আয়োজন করা হবে। এই ফাইনাল ম্য়াচে খেলতে নামছে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (Northeast United FC) এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। ফাইনাল ম্যাচ ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।
আপনারা সকলেই একথা জানেন যে ডায়মন্ড হারবার এফসি ক্লাবের প্রেসিডেন্ট পদে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গোটা টুর্নামেন্টে তাঁকে একবারও মাঠে দেখতে পাওয়া যায়নি। এবার ফাইনাল ম্য়াচ দেখতে তিনি মাঠে আসবেন কি না, তা নিয়ে একাধিক কানাঘুষো তৈরি হয়েছে।
ফাইনাল ম্য়াচ দেখতে আসবেন অভিষেক?
এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার এফসি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। তিনি বললেন, 'উনি তো রাজনৈতিক কাজের জন্য ব্যস্ত থাকেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওঁকে অনুরোধ করা হয়েছে। এরপর উনি যদি সময় পান, তাহলে অবশ্যই আসবেন। তবে গোটা বিষয়টাই ওঁর সূচির উপর নির্ভর করছে। তবে এটুকু বলতে পারি যে ওঁকে মাঠে আসার জন্য অনুরোধ করা হয়েছে।'
Durand Cup 2025 Ticket Price: ডুরান্ডে এবার 'খেলা হবে', টিকিটের দাম পকেট পরোটার থেকেও কম?
২০২৫ ডুরান্ড কাপে ডেবিউ করেছে ডায়মন্ড হারবার এফসি। একথা অস্বীকার করার কোনও জায়গা নেই, শুরু থেকে তারা যথেষ্ট আন্ডারডগ ছিল। এমনকী, গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ৫-১ গোলে হেরে যাওয়ার পরও অনেকে মনে করেছিলেন, নকআউট পর্বে বাংলার এই ফুটবল ক্লাবটা হয়ত উঠতে পারবে না।
Durand Cup 2025 Tickets: ফ্রি'তে কীভাবে মাঠে বসে দেখবেন ডুরান্ড কাপ? জেনে নিন সহজ উপায়
কিন্তু, পয়েন্ট তালিকার সামান্য হেরফেরে তারা নকআউট পর্বে ওঠে। এরপর যেন গোটা দলের শরীরী ভাষা একেবারে বদলে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি-কে হারানোর পর সেমির লড়াইয়ে তারা ইস্টবেঙ্গলকে পরাস্ত করে। এবার যদি ফাইনাল ম্য়াচে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-কে তারা হারিয়ে ট্রফি জিততে পারে, তাহলে বাংলার ফুটবল ইতিহাসে একটা নতুন অধ্যায় তারা লিখতে পারবে।