Abhishek Sharma vs Haris Rauf: 'উচিত শিক্ষা দিয়েছি...', পাকিস্তানকে হারিয়েই 'হুঙ্কার' অভিষেকের

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। ইতিমধ্যে তারা জয়ের বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছে। চলতি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে পাকিস্তানকে দ্বিতীয়বার পরাস্ত করল।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। ইতিমধ্যে তারা জয়ের বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছে। চলতি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে পাকিস্তানকে দ্বিতীয়বার পরাস্ত করল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Abhishek Sharma vs Harris Rauf

হ্যারিস রউফ এবং অভিষেক শর্মা

Abhishek Sharma: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়া (Indian Cricket Team) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে। ইতিমধ্যে তারা জয়ের বাউন্ডারি হাঁকিয়ে ফেলেছে। চলতি টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে পাকিস্তানকে (India vs Pakistan) দ্বিতীয়বার পরাস্ত করল। রবিবার (২১ সেপ্টেম্বর) সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে ভারত ৬ উইকেটে জয়লাভ করেছে। এই জয়ের নায়ক অবশ্যই অভিষেক শর্মা। ব্যাট হাতে তিনি কার্যত পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালালেন। তবে ম্য়াচ চলাকালীন হ্যারিস রউফের (Haris Rauf) সঙ্গে তাঁর যথেষ্ট বাক-বিতর্ক দেখতে পাওয়া যায়। খেলা শেষ হতেই এই ব্যাপারে নীরবতা ভাঙলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার। কেন পাকিস্তানি বোলারদের সঙ্গে তিনি তর্কে জড়ালেন, সেই কারণটা খোলসা করেছেন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। 

Advertisment

Shoaib Akhtar Controversial Statement: দেবীপক্ষে 'বধ' পাকিস্তান, ভারত জিততেই নাকেকান্না শোয়েবের!

খেলা শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন অভিষেক শর্মা। তাঁর হাতেই ম্যাচ সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। তখনই অভিষেক বললেন, 'আজ সবকিছুই যেন খুব সহজে হয়ে যাচ্ছিল। কিন্তু, ওরা অকারণে আমার সঙ্গে ঝামেলা পাকাতে এসেছিল। সেটা আমার একেবারেই পছন্দ হয়নি। সেকারণেই পাকিস্তানি বোলারদের বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম আমি। আমার লক্ষ্য একটাই ছিল। দলের জন্য পারফরম্য়ান্স করা। সেই স্কুল থেকে আমরা (শুভমান এবং অভিষেক) একসঙ্গে খেলছি। আমরা একে অপরের খেলা খুবই পছন্দ করি। আজ মনস্থির করেই মাঠে নেমেছিলাম। আর শেষপর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন করতে পেরেছি।'

Advertisment

Shubman Gill vs Shaheen Afridi: ঝামেলা পাকাতে এসেছিলেন আফ্রিদি, 'অওকাত' দেখিয়ে দিলেন শুভমানও!

অভিষেকের গলায় শুভমান গিলের ব্যাটিং পারফরম্য়ান্সের ভরপুর প্রশংসা শুনতে পাওয়া গেল। যখন অভিষেককে প্লেয়ার অফ দ্য ম্য়াচের পুরস্কার দেওয়া হচ্ছিল, সেইসময় তিনি বললেন, 'শুভমান যেভাবে জবাব দিচ্ছিল, সেটা দেখে আমার খুব ভাল লাগছিল। যখন কাউকে এভাবে খেলতে দেখি, তখন আমারও একইভাবে খেলতে ইচ্ছে করে। এমন পারফরম্য়ান্সের জন্য আমি যথেষ্ট কঠোর অনুশীলন করি। যদি দিনটা আমার হয়, তাহলে ভারতে অবশ্যই জেতাব।'

Abhishek Sharma: রউফের অভদ্রতার যোগ্য জবাব, কড়া ভাষায় 'সবক' শেখালেন অভিষেক! দেখুন ভিডিও

কেন হ্যারিস রউফের সঙ্গে ঝামেলায় জড়ালেন অভিষেক?

এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। শুরুটা একেবারে ঝড়ের গতিতে করে টিম ইন্ডিয়া। ৬ ওভারের মধ্যেই ৬৯ রান তুলে ফেলে। অর্থাৎ ভারতের দুই ওপেনার পাকিস্তানি বোলারদের চামড়া গুটিয়ে ডুগডুগি বাজাচ্ছিলেন। আর এমন বিধ্বংসী পারফরম্য়ান্স দেখেই পাকিস্তানি বোলাররা নত্ব-স্বত্ত্বজ্ঞান হারিয়ে ফেলেন। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন হ্যারিস রউফ। দ্বিতীয় বলেই একটি বাউন্ডারি হাঁকান অভিষেক শর্মা। এরপর হ্যারিস কিছু একটা বলতে থাকেন। পাল্টা জবাব দেন অভিষেকও। দুজনের মধ্যেই ব্যাপক ঝামেলায় হয়। অবশেষে আম্পায়ার সোহেল গাজি এগিয়ে আসেন এবং হ্যারিসকে ধাক্কা দিয়ে সরে যেতে বলেন। অন্যদিকে এগিয়ে এসেছিলেন শুভমান গিলও।

India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের

ম্যাচের পর অভিষেক খোলসা করলেন, যেভাবে পাকিস্তানি বোলাররা আমাদের যা নয় তাই বলছিল, সেটা আমার একেবারেই ভাল লাগেনি। আর সেকারণেই পাকিস্তানি বোলারদের ব্যাট হাতে আমি জবাব দিয়েছি। একেবারে উচিত শিক্ষা দিয়েছি।

জয়ের নায়ক অভিষেক শর্মা

এবার ম্যাচের কথায় আসা যাক। এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্য়াচে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৭১ রান করেছিল। জবাবে ভারত অভিষেক শর্মা এবং শুভমান গিলের আগুন ব্যাটিংয়ে ভর করে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। ১৭২ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারেই হাসিল করে ভারত। এই জয়ের নেপথ্যে মুখ্য কারিগর হলেন অভিষেক শর্মা। তিনি ৩৯ বলে ৭৪ রান করেছেন। তাঁর ব্যাট থেকে ৬ চার এবং ৫ ছক্কা বেরিয়ে এসেছে।

Asia Cup 2025 Indian Cricket Team India vs Pakistan Haris Rauf Abhishek Sharma