India Footballer Retirement: আচমকা অবসর তারকা ভারতীয় ফুটবলারের, সিদ্ধান্তে হতবাক সকলেই

Indian Football Goalkeeper: প্রায় ১৭ বছর ধরে ভারতীয় ফুটবল দলের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। অবশেষে বুধবার (১৬ জুলাই) পেশাদার কেরিয়ারে যবনিকা টানার সিদ্ধান্ত গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার গোলকিপার অদিতি চৌহান।

Indian Football Goalkeeper: প্রায় ১৭ বছর ধরে ভারতীয় ফুটবল দলের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। অবশেষে বুধবার (১৬ জুলাই) পেশাদার কেরিয়ারে যবনিকা টানার সিদ্ধান্ত গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার গোলকিপার অদিতি চৌহান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Footballer Death

ছবিটি প্রতীকী

Aditi Chauhan: প্রায় ১৭ বছর ধরে ফুটবল দলের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। অবশেষে বুধবার (১৬ জুলাই) পেশাদার কেরিয়ারে যবনিকা টানার সিদ্ধান্ত গ্রহণ করলেন টিম ইন্ডিয়ার (Indian Women Football Team) গোলকিপার অদিতি চৌহান।

Advertisment

এই মর্মে অদিতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'টানা ১৭ বছর একটা অবিস্মরণীয় কেরিয়ার শেষ করলাম। ভারতীয় ফুটবলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা এবং গর্ব নিয়ে আমি পেশাদার কেরিয়ার থেকে অবসর ঘোষণা করলাম।'

Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

Advertisment

সালটা ছিল ২০১৫। অদিতি আচমকাই সংবাদ শিরোনামে উঠে আসেন। প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে তিনি ইংল্যান্ডে উইমেন্স সুপার লিগ খেলতে গিয়েছিলেন। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দলে সই করেছিলেন তিনি।

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় পোস্ট অদিতির

এই প্রসঙ্গে অদিতি লিখেছেন, 'এই অধ্যায়টা আমার কাছে কেরিয়ারের থেকেও অনেক বড় ছিল। এটা আমাকে একটা আলাদা পরিচয় দিয়েছিল। দিল্লিতে যে স্বপ্নটা আমি দেখতে শুরু করেছিলাম, সেটা নিজস্ব ছন্দে এগিয়ে ব্রিটেনে এসে শেষপর্যন্ত পরিপূর্ণ হয়েছিল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দলের হয়ে খেলার পাশাপাশি স্পোর্টস ম্য়ানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। আমি এমন একটা রাস্তা ধরে এগিয়ে গিয়েছি, যেখানে আমার কাছে কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল না। শিক্ষা এবং প্যাশনের মধ্যে কোনও একটাকে বেছে নিতে আমি কখনই চাইনি। দুটোই একসঙ্গে করার জন্য আমি যথেষ্ট লড়াই করেছি। এই ভারসাম্যটাই আমাকে গড়ে তুলেছে।'

Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের

অবসর গ্রহণ করলেও অদিতি মনে করেন যে ভারতীয় ফুটবলকে ফিরিয়ে দেওয়ার জন্য এখনও তাঁর মধ্যে অনেকটা রসদ বাকি রয়েছে। 

Indian Football Team News: রাজত্ব ভারতীয় ফুটবলের, বাঘিনীদের দাপটে তটস্থ মঙ্গোলিয়া

তিনি লিখেছেন, 'বর্তমানে আমি মাঠের বাইরের জীবনে পা রেখেছি। তবে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে। খেলোয়াড় হিসেবে হয়ত আর পারব না। তবে ভবিষ্যত প্রজন্মকে শক্তিশালী করার আপ্রাণ চেষ্টা আমি করে যাব। এই ফুটবল খেলাই আমাকে সবকিছু দিয়েছে। সেকারণে জীবনের দ্বিতীয় ভাগে এই খেলাকেই আমি কিছু ফিরিয়ে দিতে চাই।'

সবশেষে তিনি লিখেছেন, 'আমার জীবনের ফর্মুলা চিরকাল একই থাকবে। স্বপ্নটা বড় দেখো। নিজের ওপর বিশ্বাস রাখো। আর সেই বিশ্বাসে ভর করেই নিজের কাজটা করে যাও।'

Indian Women Football Team Aditi Chauhan