Super Cup: সুপার কাপ আর আইএসএল নিয়ে জট মীমাংসার পথে, চূড়ান্ত রায় কবে, জানাল সুপ্রিম কোর্ট

Super Cup: এআইএফএফ ও এফএসডিএলের যৌথ প্রস্তাবে ভারতীয় ফুটবলে বড় জট ছাড়ার সম্ভাবনা । সুপ্রিম হস্তক্ষেপে যাবতীয় সমস্যা মিটে যাওয়ার ব্যাপারে আশাবাদী ফুটবল দুনিয়া।

Super Cup: এআইএফএফ ও এফএসডিএলের যৌথ প্রস্তাবে ভারতীয় ফুটবলে বড় জট ছাড়ার সম্ভাবনা । সুপ্রিম হস্তক্ষেপে যাবতীয় সমস্যা মিটে যাওয়ার ব্যাপারে আশাবাদী ফুটবল দুনিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Supreme Court-Football

Supreme Court-Football: ভারতীয় ফুটবল নিয়ে সমস্যা মেটার সম্ভাবনা।

Super Cup, ISL: ভারতে ফুটবল নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) এবং এফএসডিএল (ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড)–এর যৌথ প্রস্তাব। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে বিচারাধীন এআইএফএফ সংবিধান মামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। আদালত জানিয়েছে, ১ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। 

সুপ্রিম কোর্টের অবস্থান

Advertisment

২০১৭ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এআইএফএফ–কে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, যাতে ফেডারেশনের কাজকর্ম আরও স্বচ্ছ হয়। ২০২৩ সালে প্রাক্তন বিচারপতি এল. নাগেশ্বর রাও একটি নতুন খসড়া সংবিধান জমা দেন। কিন্তু এরপরও বিষয়টি ঝুলে থাকে। ফলে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন- 'পাকিস্তানের চর' অপবাদ থেকে স্টিফেন হাউস প্রচার, জানুন স্বাধীনতা সংগ্রামীর অন্য লড়াইয়ের কথা

Advertisment

আদালতে উভয় পক্ষ একটি যৌথ প্রস্তাব জমা দিয়েছে। এতে উল্লেখ রয়েছে— সুপার কাপ (Super Cup) ২০২৫-২৬ মরশুমের সূচনা প্রতিযোগিতা হিসেবে সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে। আইএসএল (Indian Super League)–এর জন্য এআইএফএফ অক্টোবরের মধ্যে একটি উন্মুক্ত ও স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া চালাবে, যেখানে নতুন বাণিজ্যিক অংশীদার নির্বাচন করা হবে। সব প্রক্রিয়া হবে জাতীয় ক্রীড়া উন্নয়ন কোড ২০১১, জাতীয় ক্রীড়া শাসন আইন ২০২৫, এআইএফএফ সংবিধান এবং ফিফা ও এএফসি–এর নিয়ম মেনে। নতুন মরসুম শুরু হতে পারে ২০২৫ সালের ডিসেম্বরে।

আরও পড়ুন- পোকা দানবের আতঙ্ক! বৃষ্টির সময় শস্য, খাবার বাঁচান এই ঘরোয়া কায়দায়

এফএসডিএল জানিয়েছে, তারা আর মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ)–এর অধীনে কোনও একচেটিয়া অধিকার দাবি করবে না। বরং এআইএফএফ–কে নতুন টেন্ডার প্রক্রিয়া চালাতে সাহায্য করবে। এ জন্য একটি নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিতে রাজি হয়েছে। এছাড়াও আর্থিক দিক থেকেও এফএসডিএল প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি অনুযায়ী অর্থ প্রদান করবে।

আরও পড়ুন- বর্ষাতেও চান কোরিয়ানদের মত উজ্জ্বলতা? ঘরের জিনিস দিয়েই মুখ করুন দাগমুক্ত

এই রায় গুরুত্বপূর্ণ। কারণ, ভারতীয় ফুটবলের প্রশাসনিক কাঠামো নতুনভাবে সাজানো হবে। দীর্ঘদিন ধরে এফএসডিএল এবং এআইএফএফ–এর মধ্যে যে দ্বন্দ্ব চলছিল, তার সমাধান হতে পারে। ফুটবলার, ক্লাব ও সমর্থকরা একটি পরিষ্কার ক্যালেন্ডার পাবেন। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ও এএফসি–এর নিয়মের সঙ্গে ভারতীয় ফুটবল সমন্বয় করতে পারবে। 

আরও পড়ুন- দিনের বেলায় প্রচণ্ড ঝিমুনি আসে? এই ৫ জিনিসই ভিলেন! বন্ধ করুন

আর, ফুটবল অনুরাগীরাও আগামী মরশুমের খেলা দেখতে পারবেন। সেপ্টেম্বরেই সুপার কাপ দিয়ে মরশুম শুরু হবে। ডিসেম্বর থেকে নতুনভাবে গড়া হবে আইএসএল। এতে জাতীয় ফুটবলের প্রশাসন আরও স্বচ্ছ হবে।

ISL Super Cup