Ajinkya Rahane: রাহানের ২ ভুলেই হারতে হল নাইটদের? আঙুল তুলছেন কেকেআর সমর্থকরা

Ajinkya Rahane KKR Captain: আইপিএল এমন একটি খেলা, যার উপর গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকে। আর কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ হলে তো কোনও কথাই নেই। শনিবার এই দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল।

Ajinkya Rahane KKR Captain: আইপিএল এমন একটি খেলা, যার উপর গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকে। আর কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ হলে তো কোনও কথাই নেই। শনিবার এই দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল।

author-image
Koushik Biswas
New Update
Ajinkya Rahane and Virat Kohli

অজিঙ্কা রাহানে এবং বিরাট কোহলি

Ajinkya Rahane: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে শোচনীয় হারের পর কেকেআর সমর্থকরা বেজায় হতাশ হয়ে পড়েছেন। যদিও এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে ব্যাট হাতে ধামাকাদার পারফরম্যান্স করেন। কিন্তু, তাঁর ক্যাপ্টেন্সিতে ২ মারাত্মক ভুল হয়ে গিয়েছে। আর সেকারণেই এই ম্যাচটা হাতছাড়া করতে হল নাইট ব্রিগেডকে।

Advertisment

 

কোন ২ ভুল করছে কেকেআর?

কেকেআর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৪ রান করে। সবথেকে বেশি রান করেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এই ম্যাচে তাঁর ব্যাট থেকে ৫৯ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। কিন্তু, দ্বিতীয় ইনিংসে কলকাতা নাইট রাইডার্স যখন বল করছিল, সেইসময় রাহানে দুটো মারাত্মক ভুল করে ফেলেছিলেন।

Advertisment

Sunil Narine Hit Wicket: হিট উইকেট হয়েছিলেন নারিন, তবুও আউট দিলেন না আম্পায়ার! কারণটা জানেন?

১. সুনীল নারিনের হাতে দেরি করে বল দেওয়া

প্রথম ম্যাচেই কেকেআর বোলাররা কার্যত বিধ্বস্ত হয়ে পড়লেন। এই ম্যাচে আরসিবি-র ওপেনিং জুটি পাওয়ারপ্লে চলাকালীন ৮০ রান তুলে নেয়। পাওয়ারপ্লে চলাকালীন কেন যে রাহানে কেকেআর দলের তারকা অলরাউন্ডার সুনীল নারিনের হাতে বল দিলেন না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

IPL 2025: আইপিএল সুপার ওভারের নিয়মে বিরাট বদল, বোর্ডের নির্দেশিকা খুলল ড্রয়ের রাস্তাও!

বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী এবং স্পেনসার জনসন দু'হাতে কার্যত রান বিলিয়ে এলেন। এমনকী, ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকাররাও বলছিলেন, দলের এই কঠিন পরিস্থিতিতে সুনীল নারিনকে বোলার হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারেন অজিঙ্কা রাহানে। এই ম্যাচে সুনীল নারিন ৪ ওভার বল করে মাত্র ২৯ রান দিয়েছেন। সঙ্গে একটি উইকেটও শিকার করেছেন তিনি। কেকেআর বোলারদের মধ্যে সবথেকে সঞ্চয়ী বোলিং তিনিই করেন।

Rinku Singh Viral Video: কিং কোহলিকে ইগনোর করলেন রকেট রিঙ্কু? IPL-এর শুরুতেই দানা বাঁধল বিতর্ক, ভাইরাল ভিডিও

২. আন্দ্রে রাসেলকে বল করতেই দিলেন না

এই ম্যাচে অধিনায়ক অজিঙ্কা রাহানে ৫ বোলার ব্যবহার করেছেন। এরমধ্যে বৈভব অরোরা, স্পেনসার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন রয়েছেন। যদিও কেকেআর ব্রিগেডের হাতে আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো বোলারও বিকল্প হিসেবে ছিল। কিন্তু, রাসেলকে দিয়ে এক ওভারও বল করানো হল না। রাহানে যে কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা দেখে অনেকেই অবাক হয়েছেন।

Virat Kohli Fan Breaches Eden Gardens Security: ভাঙল ইডেনের নিরাপত্তা বলয়, বিরাটের পা ছুঁয়ে প্রণাম সমর্থকের! দেখুন ভিডিও

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও রাসেল যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স করতে পারেন। আইপিএল টুর্নামেন্টে বল হাতে রাসেল এখনও পর্যন্ত ১১৫ উইকেট শিকার করেছেন। তাঁর সেরা পারফরম্যান্স হল ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার। আশা করা যায়, আগামী ম্যাচে এই দুটো ভুল শুধরে অধিনায়ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে জয়ের সরণীতে ফিরিয়ে আনতে পারবেন।

IPL Sunil Narine KKR Andre Russell RCB Ajinkya Rahane