/indian-express-bangla/media/media_files/2025/03/23/iMjNadQ86W9vLiSJw09y.jpg)
উইকেটে লাগছে সুনীল নারিনের ব্যাট
Sunil Narine Hit Wicket: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৭ উইকেটে হারিয়ে দিয়েছে আরসিবি। এই জয়ের পাশাপাশি বেঙ্গালুরু ২ পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। এই ম্যাচে গত মরশুমের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমেছিল। কেকেআর ব্রিগেডের হয়ে সুনীল নারিন যখন ব্যাট করছিলেন, সেইসময় তাঁর ব্যাট একবার স্টাম্পে লেগে যায়। কিন্তু, তা সত্ত্বেও নারিনকে আউট দেননি আম্পায়ার। এর পিছনে কী কারণ রয়েছে, আসুন তা জেনে নেওয়া যাক।
কেন আউট দেওয়া হল না সুনীল নারিনকে?
আসলে, ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলটা সুনীল নারিনের মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। নারিন এই বলটা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু, তাঁর ব্যাটটা একটু বেশিই পিছনের দিকে চলে যায়। এরপর ব্যাটটা স্টাম্পে লেগে যায়। এই ঘটনার পর আউটের আবেদনও করেছিলেন রজত পতিদার এবং বিরাট কোহলি। কিন্তু, ততক্ষণে লেগ আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিয়ে ফেলেছিলেন। অর্থাৎ, বলটা আগেই ডেড হয়ে গিয়েছিল।
এই পরিস্থিতিতে আম্পায়ারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রিকেটের নিয়ম বলছে, যদি কোনও বল ডেড হয়ে যায়, তারপর ব্যাটারের শরীরের কোনও অংশ কিংবা ব্যাট স্টাম্পে লাগলে সেটাকে আর হিট উইকেট বলে গণ্য করা হবে না। যদি এই ডেলিভারি ওয়াইড না দেওয়া হত, তাহলে নারিনকে অবশ্যই প্যাভিলিয়নে ফিরে যেতে হত।
দুর্দান্ত পারফরম্যান্স করেন নারিন
আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে সুনীল নারিন ব্যাটিং এবং বোলিং উভয় ডিপার্টমেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে নারিন ২৬ বলে ৪৪ রান করেন। এই ইনিংসে তিনি ৫ চার এবং ৩ গগনচুম্বী ছক্কা হাঁকান। এরপর বল হাতেও তিনি যথেষ্ট সঞ্চয়ী পারফরম্যান্স করেন।
RCB vs KKR: ১৭ বছর পর শাপমোচন, আইপিএল ওপেনারে বিরাট ব্যাটিংয়ে পরাস্ত কেকেআর
বল হাতে সুনীল নারিন ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। কেকেআর ব্রিগেডের বাকি বোলাররা ১০-এর বেশি ইকোনমি রেটে রান খরচ করেছেন। কিন্তু, নারিন একমাত্র বোলার, যাঁর ইকোনমি রেট ৭-এরও কম ছিল।
Virat Kohli Dance: 'ঝুমে জো পাঠান', শাহরুখের গানে নাচলেন বিরাট! দেখে নিন ভিডিও