Animesh Kujur Record: অবিশ্বাস্য! অনন্য রেকর্ড গড়লেন ভারতের এই অ্যাথলিট, এবার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ

World Athletics Championship 2025: আগামী ১৩ সেপ্টেম্বর থেকে টোকিওয় দ্বি-বার্ষিক বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। ভারতের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে অনিমেষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

World Athletics Championship 2025: আগামী ১৩ সেপ্টেম্বর থেকে টোকিওয় দ্বি-বার্ষিক বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। ভারতের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে অনিমেষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Animesh Kujur

ভারতীয় স্প্রিন্টার অনিমেষ কুজুর

Animesh Kujur: প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার হিসেবে এক অনন্য নজির কায়েম করলেন অনিমেষ কুজুর। শনিবার চেন্নাইয়ে আয়োজিত জাতীয় আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি পুরুষদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনার পদক জয় করেন। সেইসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিটও ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছেন। ছত্তিশগড়ের ২২ বছর বয়সি এই অ্যাথলিট ২০.৬৩ সেকেন্ড সময় নিয়েছে। টোকিওর ছাড়পত্র পাওয়ার জন্য তিনি নিজের পারফরম্য়ান্স আরও উন্নত করেছেন। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে টোকিওয় দ্বি-বার্ষিক বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। ভারতের প্রথম পুরুষ স্প্রিন্টার হিসেবে অনিমেষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

Advertisment

Para Athletics: জিতেও বাদ প্রতিযোগী! কেন এমন ভয়ংকর পরিস্থিতি প্যারা অ্যাথলেটিক্সে?

চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছেন অনিমেষ কুজুর। ইতিমধ্যে তিনি ১০০ মিটার এবং ২০০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এর পাশাপাশি মোনাকো ডায়মন্ড লিগে তিনি অনূর্ধ্ব-২৩ বিভাগে ২০০ মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

Advertisment

D Gukesh Chess: দুরন্ত কামব্যাক এই ভারতীয় দাবাড়ুর, গর্বিত করলেন গোটা দেশকে

অনিমেষের এই আগুন ফর্মের কথা বলতে গিয়ে তাঁর কোচ মার্টিন আওয়েনস বললেন, 'এই দীর্ঘ মরশুমের জন্য আমি অত্যন্ত খুশি। মরশুমের একেবারে শুরুতেই যে জাতীয় রেকর্ড ভাঙতে পারব, সেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি। এই জয়ের পাশাপাশি ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতাও অর্জন করে নিয়েছে। এটা অবশ্যই একটা বড় সাফল্য।'

Indian Table Tennis: শরথ কামালের বিদায়ের দিনেই ইতিহাস, রেকর্ডবুকে নাম লেখালেন মনভ ঠাক্কর

চলতি বছর ফেব্রুয়ারি মাসে অনিমেষের মরশুম শুরু হয়। উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় গেমসে তিনি অংশগ্রহণ করেছিলেন। জাতীয় গেমসের পর কোচিতে আয়োজিত ফেডারেশন কাপে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই ২০০ মিটারের জাতীয় রেকর্ড ভেঙে দেন। কোরিয়ায় আয়োজিত এশিয়ান অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনি ২০.৩২ সেকেন্ডে ২০০ মিটারের দৌড় শেষ করেন। ইতিমধ্যে কোয়ার্টেটেও (গুরিন্দরবীর সিং, মণিকান্ত এবং অম্লান বরগোহাঁই) নাম লেখান তিনি। ৪x১০০ মিটার রিলে প্রতিযোগিতায় ৩৮.৬৯ সেকেন্ডে জাতীয় রেকর্ড ভাঙেন।

Imane Khelif, Algerian Olympic Gold Medallist Boxer: পুরুষাঙ্গ, অন্ডকোষ নিয়েই প্যারিস অলিম্পিকে সোনা 'মহিলা' বক্সারের! বিস্ফোরক মেডিক্যাল রিপোর্ট ফাঁস

আপাতত চাপ অনুভব করছেন না অনিমেষ

এবার টোকিওর বিমানে চাপার প্রস্তুতি গ্রহণ করছেন অনিমেষ। ভারতীয় স্প্রিন্টিং ইতিহাসে এই দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার হিসেবে অনিমেষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। তবে কোচ আওয়েনের আপাতত কোনও প্রত্যাশা নেই।

চেন্নাই সোনার পদক জয়ের পর সাংবাদিক বৈঠকে আওয়েন বললেন, 'এই মরশুমে ও যথেষ্ট সাফল্য অর্জন করেছে। ব্যক্তিগত জাতীয় রেকর্ড ভাঙার পাশাপাশি রিলে দলের হয়েও লড়াই করেছে। ফলে এই টোকিও যাত্রাকে আমি আপাতত উপরি পাওনা হিসেবেই দেখছি।' তিনি আরও যোগ করেন, 'টোকিওয় ওর উপরে আমার কোনও প্রত্যাশা নেই। শুধুমাত্র অভিজ্ঞতা অর্জন করতেই ও যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে কীভাবে লড়াই করতে হয়, সেটা এবার বুঝতে পারবে। বিশ্বের সেরা স্প্রিন্টাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পরেরবার যখন যাবে, তখন অবশ্য ওর উপর একটা প্রত্যাশার চাপ থাকবে।'

Animesh Kujur