Pakistan vs UAE Controversy: এক ঘণ্টার হাইভোল্টেজ ড্রামা, ২২ গজে ফের 'বেইজ্জত' পাকিস্তান! দাবি মানল না আইসিসি

ICC rejects PCB demand: আসলে পাকিস্তান চেয়েছিল যে ভারতের বিরুদ্ধে হ্যান্ডশেক বিতর্কে কোনও অ্যাকশন না নেওয়ার জন্য ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে ২০২৫ এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হোক।

ICC rejects PCB demand: আসলে পাকিস্তান চেয়েছিল যে ভারতের বিরুদ্ধে হ্যান্ডশেক বিতর্কে কোনও অ্যাকশন না নেওয়ার জন্য ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে ২০২৫ এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হোক।

author-image
IE Bangla Sports Desk
New Update
Pakistan Cricket Team (1)

ফের বেইজ্জত হল পাকিস্তান ক্রিকেট দল

Pakistan Cricket Team: ২০২৫ এশিয়া কাপে ফের একবার বেইজ্জত হল পাকিস্তান ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ শুরুর আহে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রায় এক ঘণ্টার হাইভোল্টেজ ড্রামা করল। কিন্তু, শেষপর্যন্ত ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র কাজের কাজ কিছু করতে পারেনি। 

Advertisment

India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

আসলে পাকিস্তান চেয়েছিল যে ভারতের বিরুদ্ধে হ্যান্ডশেক বিতর্কে কোনও অ্যাকশন না নেওয়ার জন্য ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে ২০২৫ এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়া হোক। আর এই দাবি নিয়েই তারা আমিরশাহীর বিরুদ্ধে ম্য়াচ খেলতে নামার আগে বেঁকে বসে। 

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!

যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও দাবিতেই কর্ণপাত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। কার্যত বাধ্য হয়েই এবার পাকিস্তান খেলতে নেমেছে। মোটের উপর, মারকাটারি একটা নাটকের পরও বিশ্ব ক্রিকেটে ফের বেইজ্জত হল পাকিস্তান। বাকি আর কিছুই তারা হাসিল করতে পারেনি।

India vs Pakistan Asia Cup 2025: হারল পাকিস্তান, কেঁদে ভাসালেন সমর্থক! ভাইরাল ভিডিও

নাটকের নাম পাকিস্তান, ফের বেইজ্জতির শিকার

এই ম্য়াচ শুরু হওয়ার ঠিক ঘণ্টা দুয়েক আগে শোনা যায়, পাকিস্তান ক্রিকেট দল নাকি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলতে নামবে না। এই খবর শোনামাত্রই সকলে হতবাক হয়ে যান। এমনকী, এও শোনা গিয়েছিল যে পাকিস্তান ক্রিকেট দল নাকি ২০২৫ এশিয়া কাপও বয়কট করতে পারে। এরপর এক ঘণ্টা ধরে নাটক চলে। ততক্ষণে আমিরশাহী ক্রিকেট দল স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে। কিন্তু, পাকিস্তান ক্রিকেট দল হোটেলের বাইরে পা রাখেনি।

India vs Pakistan Handshake Row: 'আমরা তো অপেক্ষাই করছিলাম...', হ্যান্ডশেক করতে না পেরে নাকেকান্না পাকিস্তানের

আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে কী চায়, সেটাই তারা স্পষ্ট করে বলতে পারছিল না। এরপর পিসিবি-র পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি প্রকাস করা হয়। সেখানেই বলা হয় যে ম্য়াচ এক ঘণ্টা পরে শুরু হবে। সঙ্গে এও যোগ করা হয়, আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা জারি রয়েছে।

India vs Pakistan Asia Cup 2025 Controversy: 'একেবারে সঠিক জবাব', হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানকে খোলাখুলি অপমান সূর্যের!

পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কার্যত পাত্তাই দিল না আইসিসি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি ছিল, ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে ২০২৫ এশিয়া কাপ থেকে সরিয়ে দিতে হবে। আসলে, ভারতের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচের পর ইন্ডিয়ান প্লেয়াররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি। আর এটাই পাকিস্তানের গলায় কার্যত কাঁটার মতো বিঁধে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দলের এই আচরণের বিরুদ্ধে তারা আইসিসি এবং এসিসি-র কাছে নালিশও করেছিল। সঙ্গে টেনে এনেছিল ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের ভূমিকাও।

পিসিবি-র বক্তব্য ছিল, হ্যান্ডশেক বিতর্কে পাইক্রফটকে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে হত। কিন্তু, পিসিবি-র কোনও কথাতেই কর্ণপাত করেনি আইসিসি। পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্য়াচে রেফারির ভূমিকায় পাইক্রফ্টকেই বহাল রাখা হয়। অনেক কান্নাকাটির পর পাকিস্তান যখন বুঝতে পারে যে ডাল কিছুতেই গলবে না, তখন সুড়সুড়িয়ে ফের খেলার সিদ্ধান্ত গ্রহণ করে। আপাতত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী।

Pakistan Cricket Team