Arshdeep Singh Rare Record: টি-২০ ক্রিকেটে 'ইতিহাস' আর্শদীপের, প্রথম ভারতীয় হিসেবে গড়লেন এমন কৃতিত্ব!

India vs Oman Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের দ্বাদশ ম্য়াচটি ভারত এবং ওমানের মধ্যে আবু ধাবিতে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২১ রানে জয়লাভ করেছে।

India vs Oman Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের দ্বাদশ ম্য়াচটি ভারত এবং ওমানের মধ্যে আবু ধাবিতে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২১ রানে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Arshdeep Singh

টিম ইন্ডিয়ার তারকা পেসার আর্শদীপ সিং

Arshdeep Singh: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) দ্বাদশ ম্য়াচটি ভারত এবং ওমানের (India vs Oman) মধ্যে আবু ধাবিতে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ২১ রানে জয়লাভ করেছে। চলতি এশিয়া কাপে এই নিয়ে ভারতীয় ক্রিকেট দল জয়ের হ্যাটট্রিক করল। এবার সুপার ফোর পর্বে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। ওমানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া খুব বেশি উইকেট শিকার করতে না পারলেও, আর্শদীপ সিং ১ উইকেট শিকার করে টি-২০ ক্রিকেটে এক নয়া ইতিহাস কায়েম করেছেন।

Advertisment

Suryakumar Yadav: শুধুমাত্র ম্য়াচই নয়, এভাবে হৃদয়ও জিতলেন সূর্য! দেশজুড়ে প্রশংসার বন্যা

আর্শদীপ সিং নিলেন ১০০ উইকেট

এই ম্য়াচে বল করতে নেমে আর্শদীপ সিং ৪ ওভারে ৩৭ রান দেন এবং একটি উইকেট শিকার করেন। সেইসঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ১০০ উইকেট শিকার করেছেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শততম উইকেট শিকার করলেন আর্শদীপ।

Advertisment

Axar Patel Head Injury: ফিল্ডিং করতে নেমে ভয়ঙ্কর দুর্ঘটনা, খেলা চলাকালীন মাঠ ছাড়লেন ভারতীয় ক্রিকেটার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ এশিয়া কাপে এটাই আর্শদীপ সিংয়ের প্রথম ম্য়াচ ছিল। প্রথম দুটো ম্য়াচে তিনি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাননি। এই ম্য়াচে জসপ্রীত বুমরাহের জায়গায় আর্শদীপকে খেলানো হয়। এশিয়া কাপের আগে আর্শদীপ সিং ৯৯ উইকেটে আটকে গিয়েছিলেন।

Hardik Pandya Out Controversy: চরম বিপদে পড়লেন হার্দিক, চুপচাপ দাঁড়িয়ে দেখলেন নিজের দুর্ভোগ!

দ্রুততম ১০০ উইকেট শিকার করেন আর্শদীপ

এই ম্য়াচে নিজের শেষ ওভারের প্রথম বলে আর্শদীপ সিং বিনায়ক শুক্লার উইকেট শিকার করেন। ওমানের বিরুদ্ধে এটাই তাঁর প্রথম এবং একমাত্র সাফল্য ছিল। আর সেকারণে তিনি ১০০ উইকেট শিকার করতে পারেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট শিকার করেন আর্শদীপ। মাত্র ৬৪ ম্য়াচে তিনি এই কৃতিত্ব কায়েম করেন।

Suryakumar Yadav: এ কী সাংঘাতিক কাণ্ড! রোহিতের রোগ লাগল সূর্যের, ভাইরাল ভিডিও

১৬৭ রান করতে পারে ওমান ক্রিকেট দল

এই ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথমে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ১৮৮ রান করেছিল। এরপর ওমান ক্রিকেট দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রানই করতে পারে।

India vs Oman Asia Cup 2025 Arshdeep Singh