Ashwani Kumar: 'শুধু একটা কলা খেয়েছিলাম, কারণ...', KKR-কে কাঁদিয়ে গোপন কথা ফাঁস অশ্বিনীর

Ashwani Kumar IPL Debut: চলতি মরশুমে (IPL 2025) মুম্বইয়ের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। প্রথম ২ খেলায় হেরে তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে ডেবিউ করেন অশ্বিনী।

Ashwani Kumar IPL Debut: চলতি মরশুমে (IPL 2025) মুম্বইয়ের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। প্রথম ২ খেলায় হেরে তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে ডেবিউ করেন অশ্বিনী।

author-image
Koushik Biswas
New Update
Ashwani Kumar 1

চার উইকেট শিকার করলেন অশ্বিনী কুমার

গত সোমবার (৩১ মার্চ) কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে পরাস্ত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে মুম্বইয়ের হয়ে ডেবিউ করেন তরুণ মিডিয়াম পেসার অশ্বিনী কুমার (Ashwani Kumar)। অভিষেক ম্য়াচে ৪ উইকেট শিকার করে তিনি সকলের নজর কেড়ে নিয়েছেন। তবে ম্য়াচের শেষে তিনি এমন একটি ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন, যা হয়ত কেউ কল্পনা করেননি।

Advertisment

তিনি বললেন, কলকাতা নাইট রাইডার্সের (KKR vs MI) বিরুদ্ধে ডেবিউ ম্য়াচে তিনি শুধুমাত্র কলা খেয়ে খেলতে নেমেছিলেন। ২৩ বছর বয়সি এই বোলার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম কেকেআর ব্যাটারদের কার্যত নাকানিচোবানি খাইয়ে দেন। মাত্র তিন ওভারে তিনি ২৪ রান দিয়ে চারটে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আর সেকারণে তাঁর হাতেই ম্য়ান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়েছিল।

Ashwani Kumar: চালালেন ধ্বংসলীলা, একাই দুরমুশ করলেন কলকাতাকে! তবুও নির্বিকার অশ্বিনী

অশ্বিনী কুমার জানিয়েছেন, অভিষেকের আগে যারপরনাই নার্ভাস ছিলেন তিনি। কিন্তু, ধীরে ধীরে গোটা পরিস্থিতি সহজ হয়ে যায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বললেন, 'এখন খুব ভাল লাগছে। তবে শুরুর দিকে যথেষ্ট চাপ অনুভব করছিলাম। কিন্তু, গোটা দলের পরিবেশ এতটাই ভাল যে সেই চাপ কিছুতেই আমাকে গ্রাস করতে পারেনি। এই ম্য়াচের আগে আমি শুধুমাত্র একটা কলা খেয়েছিলাম। কারণ আমি খুব নার্ভাস ছিলাম। আর সেকারণে খুব বেশি খিদেও পায়নি আমার। ম্য়াচ শুরুর আগে আমি সামান্য পরিকল্পনা করেছিলাম। কিন্তু, অধিনায়ক এসে স্পষ্ট জানিয়ে দেন যে আমি যেন কোনও চাপ না নিই। আমাকে এই ম্য়াচটা শুধুমাত্র উপভোগ করতে বলেন।'

Advertisment

IPL 2025, KKR vs MI: আইপিএলে অভিষেকে প্রথম বলেই নাইট শিকার, কে এই অশ্বিনী কুমার?

প্রথম বলেই উইকেট শিকার করেন অশ্বিনী

চলতি মরশুমে (IPL 2025) মুম্বইয়ের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। প্রথম ২ ম্য়াচ হেরে তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে এসেছিল। এমন একটি গুরুত্বপূর্ণ ম্য়াচে ডেবিউ করেন অশ্বিনী। অধিনায়কের ভরসার যোগ্য মর্যাদা দেন তিনি।

Rinku Singh KKR: ব্যাটে রানের খরা অব্যাহত, রিঙ্কুকে নিয়ে অযথা মাতামাতি করছে কেকেআর?

অভিষেক ম্য়াচের প্রথম বলেই তিনি উইকেট শিকার করলেন। আউট হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে। এরপর তিন ওভারে তিনি মোট চারটে উইকেট শিকার করেন। আর সেকারণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়।

Ajinkya Rahane On KKR Loss: কার জন্য হারল নাইট রাইডার্স? দল হারতেই রাগের মাথায় বলে ফেললেন রাহানে

চার উইকেট শিকার করলেন অশ্বিনী

বাঁ হাতি এই পেস বোলার সবার আগে কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। দ্বিতীয় স্পেলে বল করতে এসেও তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং মণীশ পাণ্ডের উইকেট শিকার করে তিনি কলকাতার কোমর ভেঙে দেন। ২৩ বছর বয়সি এই বোলার গত বছর পঞ্জাব কিংসের স্কোয়াডে ছিলেন। কিন্তু, একটাও ম্য়াচ খেলার সুযোগ পাননি তিনি।

IPL 2025 KKR vs MI Ashwani Kumar