National Sports Governance Bill 2025: সোমবার (১১ অগাস্ট) লোকসভায় ক্রীড়া জগৎ সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। অনেকদিন ধরেই এই ব্যাপারে যথেষ্ট আলোচনা চলছিল। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য গত ২৩ জুলাই বাদল অধিবেশনে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫ এবং অ্যান্টি ডোপিং বিল পেশ করেছিলেন। ১১ অগাস্ট অধিবেশন শুরু হতে না হতেই সংখ্যাগরিষ্ঠতায় এই দুটো বিল পাশ করে দেওয়া হয়েছে।
Virat and Rohit ODI Retirement: বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল BCCI, শুনলে চমকে উঠবেন
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, এই দুটো বিল ভারতের খেলাধুলোকে এক নয়া দিশা দেখাবে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রীড়া সমর্থকদের মনে একটাই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫ আসলে কী? এবার কি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI) কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবে? আসুন, সহজ ভাষায় এই বিল সম্পর্কে জেনে নেওয়া যাক।
BCCI Job Qualification: চাকরির সুবর্ণ সুযোগ দিচ্ছে বিসিসিআই, কীভাবে করবেন আবেদন?
ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫ আসলে কী?
ভারতীয় ক্রীড়া সংগঠনগুলো যাতে আরও ভালভাবে কাজ করতে পারে, সেকথা মাথায় রেখেই এই ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫ নিয়ে আসা হয়েছে। এর আওতায় স্পোর্টস ফেডারেশন, জাতীয় স্পোর্টস ফেডারেশন (NSFs) এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কার্যপদ্ধতি আরও উন্নত করা হবে। এই বিলের প্রধান উদ্দেশ্য হল মহিলা এবং নাবালিক খেলোয়াড়দের নিরাপত্তা, নিরপেক্ষ নির্বাচন, কাজে পারদর্শিতা এবং খেলাধুলো সম্পর্কিত বিভিন্ন ঝামেলা যত দ্রুত সম্ভব মিটিয়ে ফেলা।
Jasprit Bumrah Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বুমরাহ? BCCI-এর এক সিদ্ধান্তেই হতে পারে ভোলবদল!
ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ভারতে খেলাধুলোর পরিকাঠামো আরও উন্নত করতে এই বিল প্রস্তুত করা হয়েছে। তাঁর কথায়, এবার ভারত অলিম্পিক টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তাব পেশ করবে। সেইসময় দেশে ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করতেই হবে। সঙ্গেও তিনি এও আশ্বাস দিলেন, ভারতের খেলাধুলো যাতে তৃণমূল স্তর থেকে সাফল্যের শৃঙ্গ পর্যন্ত নিয়ে যাওয়া হবে।
BCCI-কেও এবার নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, হতে পারে BCCI একটি স্বয়ংশাসিত সংস্থা, কিন্তু এবার থেকে এই বিলের আওতায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন হিসেবে গণ্য করা হবে। ২০১৯ সাল পর্যন্ত BCCI-কে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন বলে মান্যতা দেওয়া হয়নি। তবে ২০২০ সাল থেকে এটা RTI Act-এর আওতায় আসে।
IND vs ENG: টানা ৩ সিরিজ হারের মুখে ভারত! ওভালে হারলেই ছাঁটাই গম্ভীর? বড়সড় সিদ্ধান্ত নিতে পারে BCCI
এবার এই নয়া বিল চালু হওয়ার পর ক্রীড়া মন্ত্রকের যাবতীয় নিয়ম এবং আদেশের আওতায় চলে আসবে BCCI। কিন্তু, তার মানে এটা নয় যে কেন্দ্রীয় সরকার বিসিসিআইকে নিয়ন্ত্রণ করবে। বোর্ড নিজের হিসেবেই কাজ করবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ক্রিকেটকে সাফল্যের এক নয়া শৃঙ্গে তুলে নিয়ে যাবে।