Asia Cup 2025 Final, IND vs PAK: ফাইনালের আগে চরম টেনশন, এই বিশেষ কারণেই টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন পাঠান!

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাকিস্তানকে ২ বার হারিয়ে দিয়েছে।

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাকিস্তানকে ২ বার হারিয়ে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Irfan PAthan on India vs Pakistan

সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে চিন্তিত ইরফান পাঠান

Asia Cup 2025 Final: ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাকিস্তানকে ২ বার হারিয়ে দিয়েছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল চলতি এশিয়া কাপে ধরে রেখেছে অপরাজেয় তকমা। এবার তারা খেতাব জয়ের লড়াইয়ে নামবে। তবে ফাইনাল লড়াই শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার একজন ম্য়াচ উইনার গোটা দলের টেনশন বাড়িয়ে দিয়েছে। এমনকী, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও (Irfan Pathan) তাঁকে নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন। কে সেই ক্রিকেটার? আসুন, এই ব্য়াপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

Asia Cup final IND vs PAK: খেলা শুরুর আগেই হার স্বীকার পাকিস্তানের! আক্রম বললেন, 'ভারতই ফেভারিট...'

অধিনায়কের ফর্ম নিয়ে টেনশনে টিম ইন্ডিয়া

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সার্জারির পর এই টুর্নামেন্টে কামব্যাক করেছেন। কিন্তু, গোটা টুর্নামেন্টে তাঁর ব্যাটে একবার রানের গর্জন শোনা যায়নি। গত ৫ ইনিংসে তিনি মাত্র ৭১ রান করেছেন। এরমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্য়াচে তিনি অপরাজিত ৪৭ রান করেছিলেন।

Advertisment

IND vs PAK Asia Cup 2025 Final: একেবারে বাঘের বাচ্চা, অভিষেকের নামেই ভয়ে কাঁপছে গোটা পাকিস্তান!

পাকিস্তানের বিরুদ্ধে গত ম্য়াচে তো তিনি রানের খাতাও খুলতে পারেননি। এই পরিস্থিতিতে ফাইনাল ম্য়াচেও যদি তাঁর ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যায়, তাহলে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের চিন্তা অবশ্যই বাড়বে। টিম ইন্ডিয়ার হয়ে সূর্যকুমার যাদব তিন নম্বরে ব্যাট করতে আসেন। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি পজিশন। আর এখানেই যদি তিনি রান না করতে পারেন, তাহলে সেটা অবশ্যই একটা মাথাব্যথার কারণ।

IND vs PAK Asia Cup Final: ফাইনালের আগেই 'বয়কট' সূর্যকুমার যাদবের, ভেঙে ফেললেন ২ বছরের প্রথা!

সূর্যের ফর্ম নিয়ে চিন্তিত ইরফান পাঠানও

টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও যথেষ্ট চিন্তিত। সোনি স্পোর্টসে আয়োজিত একটি আলোচনাসভায় তিনি বললেন, 'যদি ওর ব্যাটে রান আসে, তাহলে সেই প্রভাবটা অধিনায়কত্বেও দেখা যাবে। সুইপ শট খেলতে গিয়ে আউট হওয়া, অবশ্যই একটা বড়সড় চিন্তার কারণ। এই বছর এটা যেন একটা প্যাটার্নে দাঁড়িয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ও মাত্র দু'একটা ইনিংসই খেলেছে। চলতি বছর বাকি ইনিংসগুলোয় ওর ব্যাট নীরবই ছিল। আইপিএল টুর্নামেন্টে সূর্য দুর্দান্ত ব্যাটিং করেছিল। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে সেই ফর্ম একেবারে দেখতে পাওয়া যাচ্ছে না।'

IND vs PAK Asia Cup 2025 Final Live Streaming: ছাড়ুন তো SonyLIV, একেবারে ফ্রি'তে দেখুন এশিয়া কাপ ফাইনাল!

অধিনায়কত্বই প্রভাব ফেলছে ব্যাটিং ফর্মে?

টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব যে কত বড়মাপের একজন ব্যাটার, সেটা আর নতুন করে প্রমাণ করার দরকার নেই। ইতিপূর্বে, একাধিকবার তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। যদিও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর থেকে তাঁর ব্যাটিং গ্রাফ অনেকটাই নিম্নমুখী হয়েছে। প্রসঙ্গত, সূর্যকুমার যাদব ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর থেকে ১৯ ইনিংসে মাত্র ৩২৯ রান করেছেন। ব্য়াটিং গড় ১৯.৩৫। ইতিমধ্যে তিনি মাত্র ২ বারই ৫০+ রান করেছেন।

Irfan Pathan Suryakumar Yadav India vs Pakistan Asia Cup 2025 Final