/indian-express-bangla/media/media_files/2025/09/27/abhishek-sharma-1-2025-09-27-21-40-32.jpg)
ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা
India vs Pakistan: চলতি এশিয়া কাপে (Asia Cup 2025 Final) ইতিমধ্যে বিধ্বংসী ব্য়াটিং করেছেন টিম ইন্ডিয়ার ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। গত ৬ ম্য়াচে তাঁর ব্যাট থেকে মোট ৩০৯ রান বেরিয়ে এসেছে। স্ট্রাইক রেট ২০০-র উপরে। রবিবাসরীয় (২৮ সেপ্টেম্বর) ফাইনালেও যে তিনিই পাকিস্তান ক্রিকেট দলের 'ত্রাস' হয়ে উঠবেন, তা আশা করা যেতেই পারে। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার আহমেদ শেহজাদ এই ফাইনাল ম্য়াচের আগে অভিষেকের ভরপুর প্রশংসা করলেন। তবে এও জানালেন, ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) আপাতত নিজেদের সেরা ফর্মে নেই।
IND vs PAK Asia Cup Final: ফাইনালের আগেই 'বয়কট' সূর্যকুমার যাদবের, ভেঙে ফেললেন ২ বছরের প্রথা!
অভিষেককে আউট করার পরিকল্পনা
জিও টিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে আহমেদ শেহজাদ বললেন, 'যদি পাকিস্তানের বোলাররা অভিষেক শর্মাকে দ্রুত আউট করতে পারে, তাহলে দলের বাকি ব্যাটাররা খুব একটা ভাল ফর্মে নেই। সেক্ষেত্রে পাকিস্তান চালকের আসনে বসতে পারে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'পাকিস্তান ক্রিকেট দলের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমার। সলমান আলি আগা অধিনায়কত্ব গ্রহণ করার পরই, বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করেছে পাকিস্তান। হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ত্রিদেশীয় সিরিজেও জয়লাভ করেছে। আর এবার এশিয়া কাপের ফাইনালে উঠেছে। এই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব অবশ্যই সলমান আলি আগার প্রাপ্য। যদিও ওর ব্যাটিং নিয়ে সামান্য সংশয় রয়েছে। তবে টস জিতে ও যদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সংশয়টুকুও আর থাকবে না।'
প্রসঙ্গত, অভিষেকের প্রশংসা করতে গিয়েই আহমেদ শেহজাদ এতগুলো কথা বলেন।
Abhishek Sharma Record: মহাষষ্ঠীতেই 'বিসর্জন' পাকিস্তানের? আর ১ রেকর্ডের দোরগোড়ায় অভিষেক!
অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ শেহজাদ
শেহজাদের কথায়, 'অভিষেকের ব্যাটিংয়ে সবথেকে ভাল ব্যাপার হল, ও পরিস্থিতি অনুসারে প্রত্যেকটা বল মারতে পারে। নিজে থেকে কোনও শট তৈরি করার চেষ্টা করে না। সেখানে সুযোগ পায়, সেখান থেকেই বাউন্ডারি বের করে আনে। ওর ব্যাটে যে সুইং রয়েছে, সেটা দেখতেই খুব ভাল লাগে। এই সুইংয়ের কারণেই কোনও একটা বলকে শরীরের যাবতীয় শক্তি দিয়ে আঘাত করতে পারে। পাশাপাশি ওর কবজি সবসময় লক করা থাকে। ওটাকে ও কখনই খুলতে দেয় না।'
Abhishek Sharma Makes History: ইতিহাস গড়লেন অভিষেক, চুরমার এই পাক ব্যাটারের রেকর্ড
পাকিস্তানের এই প্রাক্তন ওপেনার মনে করেন, একজনের বলই অভিষেককে বিপদে ফেলতে পারে। আর সেই ডেলিভারি আসতে পারে শাহিন শাহ আফ্রিদির হাত থেকে।
আরও যোগ করেন, 'যদি আপনি গত ম্য়াচগুলোর দিকে তাকান, তাহলেই দেখতে পাবেন যে বাঁ-হাতি পেসারের বলে ও খানিকটা অস্বচ্ছন্দে রয়েছে। কারণ শর্ট অফ লেংথ ডেলিভারি ওর থেকে ক্রমশ দুরে সরে যায়। সেক্ষেত্রে অভিষেক যথেষ্ট স্ট্রাগল করেছে। ফাইনাল ম্য়াচে অভিষেকের ইগো নিয়ে খেলতে হবে পাকিস্তানি বোলারদের। বেশ কয়েকটা ডট বল করতে হবে। খানিকটা চোখ রাঙাতে হবে। তাহলেই ওর ঈর্ষায় আঘাত লাগবে। যে ক্রিকেটাররা আপাতত রানের মধ্যে রয়েছেন, তাঁদের মধ্যে কিছুটা হলেও অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসে। অভিষেককে আউট করতে হলে এই দুর্বল জায়গাতেই আঘাত করতে হবে পাকিস্তানকে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us