India vs Pakistan: বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ

India vs Pakistan Tickets: এশিয়া কাপ শুরু হতে মাত্র আর ১ দিন বাকি। কিন্তু, এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট পুরোপুরি বিক্রি হয়নি। আর সেকারণেই আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।

India vs Pakistan Tickets: এশিয়া কাপ শুরু হতে মাত্র আর ১ দিন বাকি। কিন্তু, এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট পুরোপুরি বিক্রি হয়নি। আর সেকারণেই আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (9)

ভারত বনাম পাকিস্তান ম্য়াচ নিয়ে ক্রমশ উত্তেজনা বাড়ছে

India vs Pakistan: হাতে বাকি আর মাত্র ১ দিন। তারপরই শুরু হচ্ছে ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারত বনাম পাকিস্তান ম্য়াচের দিকেই সকলে তাকিয়ে রয়েছেন। এই ম্য়াচটি আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজন করা হবে। এই দুই দেশের মধ্যে যখনই কোনও ম্য়াচ আয়োজন করা হয়, তখন গোটা স্টেডিয়াম একেবারে কানায় কানায় পরিপূর্ণ থাকে। চোখের নিমেষে বিক্রি হয়ে যায় টিকিট। কিন্তু, এই বছর অবশ্য সেই দৃশ্য দেখা যাচ্ছে না। এখনও পর্যন্ত স্টেডিয়ামের সম্পূর্ণ টিকিট বিক্রি হয়নি।

Advertisment

India vs Pakistan Controversy: 'যে দেশ জঙ্গি পাঠাচ্ছে, তাদের সঙ্গে খেলা কীসের?' এশিয়া কাপের আগুনে ঘৃতাহুতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

কেন বিকোচ্ছে না ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিট

ভারত এবং পাকিস্তানের মধ্যে মহারণ আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এখনও পর্যন্ত স্টেডিয়াম হাউসফুল করা সম্ভব হয়নি। অনেকেই মনে করছেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিই এর পিছনে অন্যতম বড় কারণ হতে পারে। টিম ইন্ডিয়ার এই দুই মহারথী ইতিমধ্যে টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তবে, ব্যাপারটা সেটা নয়। সমস্যা রয়েছে টিকিট সিস্টেমে। আসলে, টুর্নামেন্টের আয়োজকরা টিকিটের জন্য প্যাকেজ সিস্টেমের বন্দোবস্ত করেছে।

Advertisment

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

ইতিপূর্বে, সমর্থকরা শুধুমাত্র ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিটই কিনতে পারতেন। কিন্তু, এবার আর তেমনটা হবে না। তাঁদের গোটা বান্ডিলটাই কিনতে হবে। এরমধ্যে সাতটি ম্য়াচ রয়েছে। গ্রুপ পর্বের ম্য়াচগুলো প্রোমোট করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর সেকারণেই টিকিটের দাম আপাতত আকাশছোঁয়া হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও সমর্থকরা নিজেদের হতাশা ব্যক্ত করছেন।

India vs Pakistan: সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলবে না! 'বিশ্বকাপে' বাতিল IND vs PAK সেমিফাইনাল

এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়া এবং পাকিস্তান স্কোয়াড

২০২৫ এশিয়া কাপের জন্য ভারত এবং পাকিস্তান নিজেদের সেরা স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে। পাকিস্তান যেখানে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানকে ছেঁটে ফেলেছে, সেখানেই টিম ইন্ডিয়া শুভমান গিলকে সহ অধিনায়ক হিসেবে মাঠে নামাচ্ছে।

India vs Pakistan Rivalry: 'এতজন দেশবাসী মারা গেল...', ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে 'বিস্ফোরক' দেশের প্রাক্তন ক্রিকেটার

টিম ইন্ডিয়ার স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেট কিপার), জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হর্ষিত রানা এবং রিঙ্কু সিং। 

পাকিস্তানের স্কোয়াড: সলমান আলি (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মহম্মদ হ্যারিস (উইকেট কিপার), হাসান নওয়াজ, ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, স্যাম আইয়ুব, সলমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি এবং সুফিয়ান মোকিম।

Asia Cup 2025 India vs Pakistan