India vs Pakistan Rivalry: 'এতজন দেশবাসী মারা গেল...', ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে 'বিস্ফোরক' দেশের প্রাক্তন ক্রিকেটার

Manoj Tiwary on IND vs PAK: আগামী সেপ্টেম্বর মাস থেকে বসতে চলেছে এশিয়া কাপের আসর। মনোজ মনে করেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত পাকিস্তান ম্য়াচ আয়োজন করা উচিত হচ্ছে না।

Manoj Tiwary on IND vs PAK: আগামী সেপ্টেম্বর মাস থেকে বসতে চলেছে এশিয়া কাপের আসর। মনোজ মনে করেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত পাকিস্তান ম্য়াচ আয়োজন করা উচিত হচ্ছে না।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (4)

আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে মন্তব্য করলেন মনোজ তিওয়ারি

Asia Cup 2025: আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা একেবারেই উচিত নয় ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। অন্তত এমন কথাই মনে করেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। আগামী সেপ্টেম্বর মাস থেকে বসতে চলেছে এশিয়া কাপের আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। আর ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ ম্য়াচটি আগামী ১৪ সেপ্টেম্বর খেলা হবে।

Advertisment

সংবাদ সংস্থা ANI-কে মনোজ তিওয়ারি বললেন, 'আমি এই ম্যাচের বিরুদ্ধে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত পাকিস্তান ম্য়াচ আয়োজন করা উচিত হচ্ছে না। বিশেষ করে, পহেলগাঁওয়ে জঙ্গিরা যেভাবে নিরাপরাধ পর্যটকদের হত্যা করেছে, তারপর তো পাকিস্তানের বিরুদ্ধে খেলার কোনও মানেই হয় না। এই হত্যালীলার পর ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন সিন্দুরও চালানো হয়েছিল।'

Sourav Ganguly: জনরোষের মুখে ঢোঁক গিললেন সৌরভ? ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উল্টো সুর মহারাজের!

Advertisment

প্রসঙ্গত, ২০২৫ এশিয়া কাপে মোট আটটি দল অংশগ্রহণ করছে। দুটো গ্রুপে চারটে করে দল খেলবে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং।

Sourav Ganguly: অনেক রাতে হোটেলের রুমে চুপিচুপি...! জন্মদিনে সৌরভের ভয়ঙ্কর কীর্তি ফাঁস ক্রিকেট তারকার

মনোজ মনে করেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত পাকিস্তান ম্য়াচ আয়োজন করা উচিত হচ্ছে না।

তিনি বললেন. 'বর্তমানে পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে কীভাবে আমরা আশা করতে পারি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হবে? আমার মতে, এই বিষয়টা নিয়ে আরও একবার চিন্তাভাবনা করার দরকার আছে। এই পরিস্থিতিতে ভারত-পাকিস্তান ম্য়াচ আয়োজন করা একেবারে ঠিক হবে না।'

পাকিস্তানকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মোদী

গত মঙ্গলবার (২৯ জুলাই) লোকসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পাকিস্তান যদি ভারতের অনিষ্ট করার বিন্দুমাত্র চিন্তাভাবনা করে, তাহলে এর যোগ্য জবাব দেওয়া হবে। ভারতের পক্ষ থেকে এখনও অপারেশন সিন্দুর শেষ হয়নি।

IND vs PAK Match: শহিদদের পরিবারকে কী জবাব দেবেন? ভারত-পাক ম্যাচ নিয়ে সংসদে গর্জে উঠলেন মুসলিম নেতা

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মনোজ তিওয়ারি বললেন, 'একদিকে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে অপারেশন সিন্দুর নাকি এখনও জারি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা ক্রিকেট মাঠে নামতে পারি?'

IND vs PAK: ফের ভারত-পাকিস্তান মহারণ নিরপেক্ষ ভেন্যুতে, কবে ও কোথায় হবে টুর্নামেন্ট?

আগামী ১০ সেপ্টেম্বর প্রথম ম্য়াচ খেলতে নামবে ভারত

যাইহোক, আগামী ৯ সেপ্টেম্বর এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্রথম ম্য়াচে খেলতে নামছে আফগানিস্তান এবং হংকং। আগামী ১০ সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী। এরপর আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আগামী ১৯ সেপ্টেম্বর গ্রুপ পর্যায়ের শেষ ম্য়াচ খেলতে নামবে ভারত। ওমানের বিরুদ্ধে খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

গ্রুপ পর্বের পর এই টুর্নামেন্টের সুপার ৪ পর্ব শুরু হবে। প্রতিটা গ্রুপের শীর্ষ ২ দল আগামী পর্বে খেলতে নামবে। অবশেষে আগামী ২৮ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে।

Manoj Tiwary Indian Cricket Team Asia Cup 2025 India vs Pakistan