India vs Pakistan Controversy: 'যে দেশ জঙ্গি পাঠাচ্ছে, তাদের সঙ্গে খেলা কীসের?' এশিয়া কাপের আগুনে ঘৃতাহুতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

Pahalgam terror Attack: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে একটি জঙ্গি হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় ২৬ জন নিরাপরাধ পর্যটক মারা গিয়েছিলেন। দাবি করা হয়েছে, এই ঘটনার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে।

Pahalgam terror Attack: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে একটি জঙ্গি হামলা চালানো হয়েছিল। এই ঘটনায় ২৬ জন নিরাপরাধ পর্যটক মারা গিয়েছিলেন। দাবি করা হয়েছে, এই ঘটনার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan (8)

ভারত-পাকিস্তান ম্য়াচ বয়কট করার দাবি তোলা হচ্ছে

India vs Pakistan: বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) উচিত পাকিস্তান ম্য়াচ বয়কট করা। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কের আবহ তৈরি হয়েছে। সেই আগুনেই এবার ঘি ঢাললেন মনোজ।

Advertisment

India vs Pakistan in Asia Cup: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে বড় আপডেট! শুনলে চমকে উঠবেন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে একটি জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) চালানো হয়েছিল। এই ঘটনায় ২৬ জন নিরাপরাধ পর্যটক মারা গিয়েছিলেন। দাবি করা হয়েছে, এই ঘটনার পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদত রয়েছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ইতিমধ্য়েই ভারত-পাকিস্তান ম্য়াচের প্রতিবাদে সরব হয়েছে। তাঁদের বক্তব্য, যে দেশ ভারতের উপর জঙ্গি হামলা চালায়, তাদের সঙ্গে কোনও ক্রিকেট ম্য়াচ আয়োজন করা উচিত নয়। সমর্থকদের সেই তালিকায় এবার নাম লেখালেন মনোজ তিওয়ারিও।

Advertisment

India vs Pakistan: সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলবে না! 'বিশ্বকাপে' বাতিল IND vs PAK সেমিফাইনাল

এরপর পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারতও। গত ৭ মে চালানো হয় অপারেন সিন্দুর অভিযান। লাইন অফ কন্ট্রোলের ওপারে, বলা ভাল পাকিস্তানে ঢুকে, বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি নষ্ট করে আসে ভারতের বায়ুসেনা। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কও একেবারে তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে ইতিমধ্য়েই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এই হাইভোল্টেজ ম্য়াচের আয়োজন করা হয়েছে। 

আগেও মনোজ এই ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে যথেষ্ট প্রতিবাদ জানিয়েছিলেন। আবারও সেই একই কথা তাঁর মুখে শোনা গেল।

সংবাদসংস্থা ANI-কে তিনি জানিয়েছেন, 'এশিয়া কাপ টুর্নামেন্টকে আমি ব্যক্তিগতভাবে অনেক আগেই বয়কট করেছিলাম। এই টুর্নামেন্ট দেখতে আমার একেবারেই ভাল লাগে না। এমনকী, এবারের স্কোয়াডে কারা আছে, সেটা পর্যন্ত আমি খবর রাখিনি। এর থেকে বেশি গভীরে আমি ঢুকতে চাই না। আমি আগেই বললাম যে ব্যক্তিগতভাবে আমি এই টুর্নামেন্টটা বয়কট করেছি। পহেলগাঁও জঙ্গি হানায় যেখানে মানুষরা প্রাণ হারাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ম্যাচ উপভোগ করতে পারব না।'

India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্য়াচ রুখতে এবার আসরে মোদী? কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের!

পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গও টেনে আনেন মনোজ

পাশাপাশি মনোজ ২০০৯ সালে পুলওয়ামা জঙ্গি হানার কথাও উল্লেখ করেন। ওই ঘটনায় ভারতের ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর নিরাপত্তা কনভয়ে একজন আত্মঘাতী বোমারু গাড়ি নিয়ে হামলা চালায় এবং তখনই বিস্ফোরণ ঘটে।

মনোজের কথায়, 'পুলওয়ামাতেও তো আমরা এই একই ঘটনার সাক্ষী হয়েছিলাম। ফলে যে দেশটা আমাদের উপর বারংবার জঙ্গি হামলা চালাচ্ছে, তাদের খেলা কীভাবে আমি উপভোগ করব? সেটাই আমি বুঝতে পারছি না। সেকারণে আমি ব্যক্তিগতভাবে এই টুর্নামেন্টকে বয়কট করেছি।'

Asia Cup 2025 India vs Pakistan: এশিয়া কাপে পাকিস্তান ম্য়াচ কেন বয়কট করতে পারবে না ভারত? জেনে নিন আসল কারণ

তিনি আরও যোগ করেন, 'আমরা খুব ভাল করেই জানি যে এই জঙ্গিরা প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে আসছে। এমনকী, পাকিস্তান সরকারও এই জঙ্গিদের নিকেশ করার ব্যাপারে যথেষ্ট গা-ছাড়া মনোভাব দেখিয়েছে। সেকারণে ওদের দেশে এত বেশি পরিমাণে জঙ্গি ঘাঁটি মাথাচাড়া দিয়ে উঠছে। যখন আমরা গোটা বিষয়টাই বুঝতে পারছি, যখন জানি যে এই জঙ্গিরা তো পাকিস্তান থেকেই আসছে, তখন ওদের সঙ্গে খেলে লাভটা কী? আমার মতে, টিম ইন্ডিয়ার একেবারেই খেলা উচিত নয়। কেন? কারণ, কয়েকমাস আগেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালানো হয়েছে।'

শেষবেলায় তিনি বললেন, 'পহেলগাঁও জঙ্গি হামলার আগে পুলওয়ামার কথা আশা করি যে আপনাদের মনে আছে। কত পরিবার তাদের আপনজনকে হারিয়েছিল। ওদের মনে আজ কী চলছে? আজ ওরা কী অবস্থায় রয়েছে? যখন একজন সেনা দেশের জন্য জীবন উৎসর্গ করেন, তখন তিনি আর অন্য কোনও কথা ভাবেন না। আর আমরা এমন একটা দেশের সঙ্গে খেলোয়াড়সুলভ আচরণ করছে, যেখান থেকে জঙ্গিরা আসছে। এটা একেবারেই উচিত নয়।'

India vs Pakistan Indian Cricket Team pahalgam terror attack Asia Cup 2025