Asia Cup 2025 Super 4: সুপার ফোরে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান! নতুন কোনও ঝামেলা অপেক্ষা করছে না তো?

Asia Cup 2025 Super 4: আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে চলতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড। একদিন পর অর্থাৎ ২১ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্য়েই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

Asia Cup 2025 Super 4: আগামী ২০ তারিখ থেকে শুরু হচ্ছে চলতি এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড। একদিন পর অর্থাৎ ২১ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচকে কেন্দ্র করে ইতিমধ্য়েই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan

ফের সম্মুখ সমরে এবার ভারত-পাকিস্তান

Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের দশম ম্য়াচে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহী খেলতে নেমেছিল। দুটো দলের কাছেই ম্য়াচটা জেতা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না। তবে আমিরশাহী ক্রিকেট দল এই ম্য়াচে সহজেই নতিস্বীকার করে নেয়। শেষপর্যন্ত ৪১ রানে জয়লাভ করে পাকিস্তান। গ্রুপ পর্বে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল পাকিস্তান। আর সেইসঙ্গে সুপার ফোরেও নিজেদের আসন পাকা করে ফেলেছে। অন্যদিকে, এই বছরের মতো এশিয়া কাপে আমিরশাহীর যাত্রা শেষ হয়ে গেল। ইতিপূর্বে ওমান এবং হংকংও নিজেদের বাক্স-প্যাঁটরা গুছিয়ে ফেলেছে।

Advertisment

India vs Pakistan Controversy: পাকিস্তানের সঙ্গে হাত মেলাবেন ভারতের মহিলা ক্রিকেটাররা? প্রকাশ্যে চাঞ্চল্যকর আপডেট

এই টুর্নামেন্টে গ্রুপ এ'তে ছিল পাকিস্তান। প্রথম ম্য়াচে ওমানকে হারিয়ে তারা ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করে। তবে দ্বিতীয় ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে সলমান আলি আগার দল। টিম ইন্ডিয়া ৭ উইকেটে পাকিস্তানকে দুরমুশ করে দেয়। এই পরাজয়ের পর পাকিস্তানের কাছে গ্রুপ পর্বের তৃতীয় তথা অন্তিম ম্য়াাচটা 'ডু-অর-ডাই' হয়ে যায়। তবে শেষপর্যন্ত UAE-কে পরাস্ত করে পাকিস্তান সুপার ৪-এর টিকিট কনফার্ম করে। পাকিস্তান এই ম্য়াচে UAE-কে ৪১ রানে পরাস্ত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৪৬ রান করেছিল। হাফসেঞ্চুরি করেছিলেন ফখর জামান। জবাবে গোটা UAE দল ১০৫ রানে অলআউট হয়ে যায়।

Advertisment

India vs Pakistan Asia Cup 2025: মুখ যেন নর্দমার পোকা, লাইভ শো'য়ে সূর্যকে গালাগালি পাক ক্রিকেটারের!

ভারত বনাম পাকিস্তান

২০২৫ এশিয়া কাপে দ্বিতীয় দল হিসেবে সুপার ৪-য়ে জায়গা করে নিল পাকিস্তান ক্রিকেট দল। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া শেষ চারের আসন পাকা করেছিল। ভারতীয় ক্রিকেট দল সবার আগে সুপার ফোর পর্বে নিজেদের নাম লিখিয়েছিল। এবার সুপার ফোরে আরও একবার ভারত-পাকিস্তান (India vs Pakistan) মুখোমুখি খেলতে নামবে।

India vs Pakistan Asia Cup 2025: হারল পাকিস্তান, কেঁদে ভাসালেন সমর্থক! ভাইরাল ভিডিও

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ এশিয়া কাপে দুটো গ্রুপ থেকে দুটো করে দল সুপার ৪-য়ে উঠতে পারবে। গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান আগামী রাউন্ডের যোগ্যতা অর্জন করে ফেলেছে। অন্যদিকে, গ্রুপ বি থেকে এখনও কিছু নিশ্চিত হয়নি। সুপার ফোর রাউন্ডে মোট ৬ ম্য়াচ খেলা হবে। প্রত্যেকটা দলই একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান আগামী ২১ সেপ্টেম্বর আরও একবার একে-অপরের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। ভারতীয় সময় অনুসারে রাত ৮টা থেকে শুরু হবে।

India vs Pakistan Handshake Row: 'আমরা তো অপেক্ষাই করছিলাম...', হ্যান্ডশেক করতে না পেরে নাকেকান্না পাকিস্তানের

এশিয়া কাপ ২০২৫: সুপার-৪ রাউন্ডের পূর্ণাঙ্গ সূচি

  • ২০ সেপ্টেম্বর : B1 vs B2, দুবাই
  • ২১ সেপ্টেম্বর : ভারত (A1) vs পাকিস্তান ( A2), দুবাই
  • ২৩ সেপ্টেম্বর : পাকিস্তান (A2) vs B1, আবু ধাবি
  • ২৪ সেপ্টেম্বর : ভারত  (A1) vs B2, দুবাই
  • ২৫ সেপ্টেম্বর : পাকিস্তান (A2) vs B2, দুবাই
  • ২৬ সেপ্টেম্বর : ভারত (A1) vs B1, দুবাই

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০২৫ এশিয়া কাপের ফাইনাল আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এশিয়া কাপের ফাইনালে ওঠার জন্য চারটে দলকেই দুর্দান্ত পারফরম্য়ান্স করতে হবে।

India vs Pakistan Asia Cup 2025