Mithun Manhas BCCI President: মিঠুনকে নিয়ে 'বড় খবর', সম্পর্ক রয়েছে বাংলাদেশের সঙ্গেও!

Mithun Manhas BCCI President: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মিঠুন মানহাস। ইতিপূর্বে, দিল্লি ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। রবিবার BCCI-এর বার্ষিক সাধারণ বৈঠকের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Mithun Manhas BCCI President: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মিঠুন মানহাস। ইতিপূর্বে, দিল্লি ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। রবিবার BCCI-এর বার্ষিক সাধারণ বৈঠকের পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mithun Manhas BCCI President

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নয়া সভাপতি মিঠুন মানহাস

Mithun Manhas: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মিঠুন মানহাস। ইতিপূর্বে, দিল্লি ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। রবিবার (২৮ সেপ্টেম্বর) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত BCCI সদর দফতরে বার্ষিক সাধারণ বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকের পরই মিঠুনকে বোর্ড সভাপতির পদে বসানো হয়েছে। এর পাশাপাশি রাজীব শুক্লা এবং দেবজিৎ শইকিয়া নিজ নিজ পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এক নয়া কোষাধ্যক্ষ এসেছেন। এছাড়া আরও বেশ কয়েকটি পদে নতুন মুখ দেখতে পাওয়া গিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন 'বস' হলেন মিঠুন। এবার তাঁকে আরও বড় দায়িত্ব গ্রহণ করতে হবে। 

Advertisment

Mithun Manhas: সৌরভ কিংবা হরভজন নন, দিল্লি এই ক্রিকেটারই হচ্ছেন পরবর্তী BCCI প্রেসিডেন্ট?

বিসিসিআই প্রেসিডেন্ট হলেন মিঠুন মানহাস

রবিবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই মিঠুন মানহাসকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যে দেবজিৎ শইকিয়া নিজের সচিব পদ ধরে রাখলেন। অন্যদিকে, রাজীব শুক্লাকে দ্বিতীয়বারের জন্য সহ সভাপতি পদে নির্বাচন করা হয়েছে। ইতিপূর্বে, প্রভজিৎ সিং ভাটিয়া বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন। এবার তাঁকে বোর্ডের যুগ্ম সচিব হিসেবে নির্বাচন করা হয়েছে। অন্যদিকে, BCCI-এর নয়া কোষাধ্যক্ষ পদে এলেন রঘুরাম ভট্ট। জয়দেব শাহকে অ্যাপেক্স কাউন্সিলের সদস্য পদ দেওয়া হয়েছে। অরুণ ধুমাল এবং এম খায়রুল জামাল মজুমদারকে গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই নতুন টিম আগামীদিনে যাবতীয় দায়িত্ব সামলাবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Advertisment

Asia Cup 2025: বয়কটের পথে ভারত-পাকিস্তান ম্য়াচ? মুখ ফিরিয়েছেন BCCI কর্তারাও!

  • প্রেসিডেন্ট - মিঠুন মানহাস
  • ভাইস প্রেসিডেন্ট - রাজীব শুক্লা
  • সেক্রেটারি - দেবজিৎ শইকিয়া
  • যুগ্ম সেক্রেটারি - প্রভজিৎ ভাটিয়া
  • কোষাধ্যক্ষ - রঘুরাম ভট্ট

Sachin Tendulkar BCCI President: আরও দানা বাঁধছে রহস্য! আদৌ বিসিসিআই সভাপতি হবেন শচীন?

একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক ইনফ্রাস্ট্রাকচার কমিটিতে:

  • রোহন জেটলি (সভাপতি)
  • মিঠুন মানহাস
  • রাজীব শুক্লা
  • দেবজিৎ শইকিয়া
  • প্রভজিৎ ভাটিয়া
  • রঘুরাম ভট্ট
  • অনিরুদ্ধ চৌধুরি
  • সানা সতীশ বাবু

Roger Binny: সামনে এল 'আসল সত্যি'! জেনে নিন, কেন BCCI সভাপতির পদ ছাড়লেন রজার বিনি?

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রয়েছে মিঠুনের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মিঠুন মানহাস। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে বেশ কিছুদিন তিনি কাজ করেছিলেন। তবে খুব শীঘ্রই তিনি বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী ৩ বছরের জন্য মিঠুনকে এই পদে নির্বাচন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করার সুযোগ না পেলেও, ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট নজর কেড়েছেন তিনি। এমনকী, আইপিএল টুর্নামেন্টে চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্স এবং পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়েও খেলেন তিনি। পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স দলের কোচ হিসেবে কাজও করেছেন। এর পাশাপাশি জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনেও তিনি বড় দায়িত্বে ছিলেন।

Mithun Manhas BCCI