Roger Binny: সামনে এল 'আসল সত্যি'! জেনে নিন, কেন BCCI সভাপতির পদ ছাড়লেন রজার বিনি?

Roger Binny BCCI president: সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন রজার বিনি। কিন্তু, কেন তিনি আচমকা ইস্তফা দিলেন? এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ।

Roger Binny BCCI president: সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন রজার বিনি। কিন্তু, কেন তিনি আচমকা ইস্তফা দিলেন? এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Roger Binny BCCI President

বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি

Roger Binny: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে আচমকা একটি বড়সড় পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। বিসিসিআই সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন রজার বিনি। তাঁর জায়গায় রাজীব শুক্লা আপাতত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন। এতদিন ধরে রাজীব শুক্লা BCCI-এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন।

Advertisment

National Sports Governance Bill 2025: এবার BCCI-কে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার! জেনে নিন, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ২০২৫ আসলে কী?

কেন ইস্তফা দিলেন রজার বিনি?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সংবিধানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি কোনও ব্যক্তি ৭০ বছর বয়স অতিক্রম করে ফেলেন, তাহলে তিনি বোর্ডের আর কোনও পদে থাকবেন না। আর সেকারণে রজার বিনি কার্যত বাধ্য হয়ে এই পদ ছেড়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়ম লাগু করা হয়েছে। আর এই কারণেই রজার বিনিকে নিজের পদক ছাড়তে হয়েছে।

Advertisment

BCCI Job Qualification: চাকরির সুবর্ণ সুযোগ দিচ্ছে বিসিসিআই, কীভাবে করবেন আবেদন?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বিসিসিআই সভাপতির পদে আসীন হয়েছিলেন রজার বিনি। প্রাক্তন বিশ্ব চ্য়াম্পিয়ন বিনি বিসিসিআই সভাপতি থাকাকালীন টিম ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্টে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত। এখানেই শেষ নয়। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করে টিম ইন্ডিয়া।

Virat and Rohit ODI Retirement: বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল BCCI, শুনলে চমকে উঠবেন

রাজীব শুক্লার সামনে যে আপাতত কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। আর সেই চ্যালেঞ্জটা হল টিম ইন্ডিয়ার জন্য নয়া স্পনসরশিপ জোগাড় করা। সম্প্রতি ড্রিম ইলেভেনের সঙ্গে যাবতীয় চুক্তি বাতিল করে দিয়েছে বিসিসিআই। এই পরিস্থিতিতে আগামী ২ সপ্তাহের মধ্যে নতুন স্পনসর জোগাড় করতে হবে। কারণ, আগামী ১০ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

Jasprit Bumrah Retirement: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন বুমরাহ? BCCI-এর এক সিদ্ধান্তেই হতে পারে ভোলবদল!

অনেক বছর ধরেই ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন রাজীব শুক্লা

বিগত অনেক বছর ধরেই রাজীব শুক্লা ক্রিকেটের কোনও না কোনও পদের সঙ্গে যুক্ত রয়েছেন। একজন সাংবাদিক হিসেবে রাজীব শুক্লা নিজের কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি রাজনীতিতে পা রাখেন। তারপর ক্রিকেট প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হন। সবার আগে তিনি উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলান। ২০১১ সালে তাঁকে IPL টুর্নামেন্টের চেয়ারম্য়ান নির্বাচন করা হয়। সাত বছর ধরে এই পদে ছিলেন তিনি। অবশেষে ২০১৮ সালে রিজাইন করেন। ২০২০ সালে তাঁকে প্রথমবার বিসিসিআই সহ সভাপতির পদে নির্বাচন করা হয়। এখনও পর্যন্ত তিনি এই পদেই রয়েছেন।

Roger Binny BCCI