Bengal vs Railways Football Highlights: বেলাইন রেল, রিম্পার আগুন হ্যাটট্রিকে দাপুটে জয় বাংলার

Bengal vs Railways Football Highlights: বাংলার সিনিয়র মহিলা ফুটবল দলের জয়যাত্রা অব্যাহত। ২০২৫-২৬ রাজমাতা জিজাবাই ট্রফির প্রথম ম্য়াচেই তারা মেঘালয়ে ৭-০ গোলে পরাস্ত করেছিল। আর এবার রেলওয়েজের বিরুদ্ধে সেই সাফল্যই ধরে রাখল বাংলার মেয়েরা।

Bengal vs Railways Football Highlights: বাংলার সিনিয়র মহিলা ফুটবল দলের জয়যাত্রা অব্যাহত। ২০২৫-২৬ রাজমাতা জিজাবাই ট্রফির প্রথম ম্য়াচেই তারা মেঘালয়ে ৭-০ গোলে পরাস্ত করেছিল। আর এবার রেলওয়েজের বিরুদ্ধে সেই সাফল্যই ধরে রাখল বাংলার মেয়েরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bengal Women Football Team

রেলওয়েজের বিরুদ্ধে দুর্দান্ত জয় বাংলার মহিলা ফুটবলারদের

Bengal Women’s Football Team: বাংলার সিনিয়র মহিলা ফুটবল দলের জয়যাত্রা অব্যাহত। ২০২৫-২৬ রাজমাতা জিজাবাই ট্রফির প্রথম ম্য়াচেই তারা মেঘালয়ে ৭-০ গোলে পরাস্ত করেছিল। আর এবার রেলওয়েজের বিরুদ্ধে সেই সাফল্যই ধরে রাখল বাংলার মেয়েরা। স্কোরলাইন সেই এক। সোমবার (৮ সেপ্টেম্বর) কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন রিম্পা হালদার।

Advertisment

Bengal vs Meghalaya Football Highlights: একাই '১০০' সুলঞ্জনা! দুরন্ত হ্যাটট্রিকে গর্বে ভরালেন বাংলাকে

দুরন্ত হ্যাটট্রিক রিম্পার

এই ম্য়াচের শুরু থেকেই রেলওয়েজের উপর চাপ তৈরি করতে শুরু করেন বাংলার ফুটবলাররা। তবে রিম্পা হালদারের কথা আলাদা করে বলতেই হবে। রিম্পার হ্যাটট্রিকের দৌলতেই বাংলার সামনে জয়ের রাস্তাটা মসৃণ হয়ে যায়। রিম্পা ছাড়াও এই ম্য়াচে জোড়া গোল করলেন সুলঞ্জনা রাউল। এছাড়া একটি করে গোল করলেন মৌসুমী মূর্মূ এবং অধিনায়ক সঙ্গীতা বাসফোরে।

Advertisment

Sangita Basfore: সঙ্গীতার জোড়া গোলেই অসাধ্যসাধন, বঙ্গতনয়ার মাঠে ফেরার লড়াই চোখে জল আনবে

ম্যাচের শেষে রিম্পা হালদার বললেন, 'আমাদের লক্ষ্য একটাই। যোগ্য়তা অর্জন করতেই হবে। প্রত্যেকবার আমরা সেমিফাইনালে গিয়ে হেরে যাচ্ছি। সেকারণে এই যোগ্যতা অর্জন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামছি। সেটা মাথায় রেখেই আপাতত খেলছি।'

East Bengal vs Mohun Bagan: তার নামেই কাঁপত কলকাতার ময়দান! মোহন-ইস্টে খেলা সেই তারকা ফুটবলারই আজ জুতো সেলাই করছেন?

নজরকাড়া ফুটবল বাংলার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়েরা ইতিমধ্যেই নিজেদের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছে। ৯০ মিনিট গোটা মাঠ জুড়েই তাঁদের দাপট ছিল চোখে পড়ার মতো। রেফারির প্রথম বাঁশি বাজতে না বাজতেই, বাংলার মহিলা ফুটবলাররা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে শুরু করে। বল দখলের লড়াইয়ে যেমন নিয়ন্ত্রণ দেখতে পাওয়া গিয়েছে, তেমনই আক্রমণভাগের ধারও ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটা সুযোগকেই তারা কাজে লাগানোর চেষ্টা করেছে। এই দুর্দান্ত জয় শুধুমাত্র একটা ম্য়াচের ফলাফলই নয়। জাতীয় স্তরে বাংলার মহিলা ফুটবল যে ক্রমশ মাথা তুলতে শুরু করেছে, সেটাও কার্যত বুঝিয়ে দেওয়া হল।

East Bengal FC: অমলের 'ডায়মন্ড ছক' একাই ভেঙে চুরমার করেছিলেন! ডার্বি কাঁপানো ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার আজ কী করেন জানেন?

রেলওয়েজের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর রিম্পা যারপরনাই উচ্ছ্বসিত। ম্য়াচের শেষে তিনি বললেন, 'আমি যে গ্রামে থাকি, সেখানে কেউ ফুটবল খেলে না। কিন্তু, আজ আমি যতটুকু সাফল্য় অর্জন করেছি, সেটা গ্রামবাসীদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না।' আগামী ম্য়াচে সিকিমের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। রিম্পার আশা, পরের ম্যাচেও বাংলা এই সাফল্য ধরে রাখতে পারবে এবং বড় ব্যবধানেই জয়লাভ করবে।

Bengal Women’s Football Team