Bengaluru FC: ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব বেঙ্গালুরু এফসি আগামী মরশুম শুরু হওয়ার আগে একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল। সোমবার (৪ অগাস্ট) রাতেই তারা জানিয়ে দিয়েছে, দলের সিনিয়র ফুটবলারদের স্যালারি তারা দিতে পারবে না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে ক্লাবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, অনির্দিষ্টকালের জন্য খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের বেতন বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতীয় ফুটবল ইতিহাসের স্বনামধন্য খেলোয়াড় সুনীল ছেত্রী এই ক্লাবের হয়ে খেলেন।
East Bengal New Footballer: একই দিনে জোড়া সুখবর দিল ইস্টবেঙ্গল, ISL কাঁপানো ফুটবলার এবার লাল-হলুদে
ভারতীয় ফুটবল আপাতত চূড়ান্ত ডামাডোলের মধ্যে দিয়ে এগোচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগের আগামী মরশুম কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। এআইএফএফ এবং রিলায়েন্স কর্পোরেশন নিয়ন্ত্রিত ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে মত পার্থক্যেক কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
Mohun Bagan Super Giant: ফেডারেশনের অপদার্থতার জন্য অনিশ্চিত ISL? মুখ খুললেন মোহনবাগান সচিব
সোমবার বিএফসি-র পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ এখনও পর্যন্ত অনিশ্চিত। আর সেই কথাটা মাথায় রেখেই বেঙ্গালুরু ফুটবল ক্লাব আপাতত প্রথম দলের ফুটবলার এবং কর্মচারীদের বেতন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এটা অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত। ভারতে একটা ফুটবল ক্লাব চালানো এবং সেটা চিরকাল রেখে দেওয়া সত্যিই একটা কঠিন কাজ। গোটা মরশুম জুড়ে আমরা এই কাজটাই করে এসেছি।'
ISL 2025-26 on hold: স্থগিত হয়ে গেল ISL, এক চিঠিতেই ছিন্নভিন্ন ভারতীয় ফুটবল
ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, 'লিগের ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার কারণে আমরা কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমাদের কাছে আর কোনও বিকল্প রাস্তা খোলা ছিল না। আমাদের খেলোয়াড়, কর্মচারী এবং তাঁদের পরিবারের ভবিষ্যত আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি, শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। আমরা সবসময় ওদের সঙ্গে টাচে রয়েছি।'
Mohun Bagan Super Giant: ISL শুরুর আগে বিরাট ধাক্কা মোহনবাগানের, কেরালার পথে সবুজ-মেরুনের 'ঘরের ছেলে'
যুব দলের উপর কোনও প্রভাব পড়বে না
ক্লাবের পক্ষ থেকে আরও একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের কোনও প্রভাব ক্লাবের মহিলা এবং যুব দলের উপর পড়বে না। পাশাপাশি বিএফসি সকার স্কুলের সঙ্গে জড়িত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের স্যালারির উপরও কোনও প্রভাব পড়বে না। ওই বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে আরও যোগ করা হয়েছে, 'আমাদের আশা এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে এই ঝামেলা খুব শীঘ্রই মিটে যাবে। এই অনিশ্চয়তায় কারোরই কোনওকিছু ভাল হচ্ছে না। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শীঘ্রই একটা সমাধান দরকার।'