CPL 2025: এক বলে ২২ রান, আরসিবি ক্রিকেটারের মারকাটারি পারফরম্যান্সে তাজ্জব ক্রিকেট দুনিয়া!

CPL 2025: আরসিবি তারকা মাঠে টানা ছক্কার ঝড় তুলেছিলেন। দর্শকরাও ম্যাচে খুশ। এমন কিছু দেখতেই তো তাঁদের মাঠে আসা। এদিনটা চিরকালের জন্য তাঁদের স্মৃতিতে রয়ে গেল।

CPL 2025: আরসিবি তারকা মাঠে টানা ছক্কার ঝড় তুলেছিলেন। দর্শকরাও ম্যাচে খুশ। এমন কিছু দেখতেই তো তাঁদের মাঠে আসা। এদিনটা চিরকালের জন্য তাঁদের স্মৃতিতে রয়ে গেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB-Cricket

RCB-Cricket: প্রতীকী ছবি।

RCB Sports: ক্রিকেট দুনিয়ায় হামেশাই নানারকম রোমাঞ্চকর ঘটনা ঘটে থাকে। যা ক্রিকেটের আকর্ষণ কয়েকগুণ বাড়িয়ে তোলে দর্শকদের কাছে। এমনই এক অবিস্মরণীয় বা ঐতিহাসিক ঘটনার সাক্ষী এবার থাকলেন দর্শকরা। তাঁদের চোখের সামনেই এক বলে উঠল ২২ রান।

যা ঘটল

Advertisment

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL 2025)-এ ঘটে গেল এমন এক ঘটনা, যা ক্রিকেট ইতিহাসে খুব কমই দেখা যায়। টুর্নামেন্টের ১৩তম ম্যাচে সেন্ট লুসিয়া কিংস এবং গায়ানা আমাজন ওয়ারিয়র্স মুখোমুখি হয়েছিল। ম্যাচটি যতটা রোমাঞ্চকর ছিল, ততটাই অবিশ্বাস্য মুহূর্তও তৈরি হল। এক বলেই উঠল ২২ রান।

আরও পড়ুন- সুপার কাপ আর আইএসএল নিয়ে জট মীমাংসার পথে, চূড়ান্ত রায় কবে, জানাল সুপ্রিম কোর্ট

Advertisment

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা আমাজন ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান তোলে। জবাবে, সেন্ট লুসিয়া কিংস মাত্র ১৮.১ ওভারে ৬ উইকেটে ২০৩ রান তুলে জয় পায়। এই ম্যাচে রোমারিও শেফার্ড (যিনি IPL-এ RCB খেলোয়াড়) ৩৪ বলে অপরাজিত ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাটে উঠল ৭টি ছক্কা এবং ৫টি চার।

আরও পড়ুন- 'পাকিস্তানের চর' অপবাদ থেকে স্টিফেন হাউস প্রচার, জানুন স্বাধীনতা সংগ্রামীর অন্য লড়াইয়ের কথা

ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশানে থমাস। তাঁর করা ওভারের তৃতীয় বলেই ঘটে যায় ইতিহাস। প্রথম বলটা নো হয়। দ্বিতীয় বলটা ওয়াইড। তৃতীয় বলটা ফের নো হয়। সেই বলে আবার ছক্কা হাঁকান শেফার্ড। চতুর্থ বলটাও ছিল নো। শেফার্ডে সেখানেও ছক্কা হাঁকান। পঞ্চম বলটাতেও ছক্কা মারেন শেফার্ড। অর্থাৎ, মাত্র এক বৈধ বলে উঠে যায় মোট ২২ রান। সেই ওভারে থমাস দিয়েছেন মোট ৩৩ রান।

আরও পড়ুন- পোকা দানবের আতঙ্ক! বৃষ্টির সময় শস্য, খাবার বাঁচান এই ঘরোয়া কায়দায়

এই ঘটনার পর ম্যাচের রঙ পালটে যায়। গায়ানার রান অনেক ভালো অবস্থায় থাকলেও, সেন্ট লুসিয়া কিংস শেফার্ডের দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে সহজেই জয় তুলে নেয়। ক্রিকেটে এক বলে একাধিকবার রান ওঠার ঘটনা খুবই বিরল। সাধারণত নো বল বা ওয়াইড হলে ব্যাটসম্যানরা ‘ফ্রি হিট’ পান, তবে এক বলেই এতগুলো বাড়তি সুযোগ এবং টানা তিনটি ছক্কা – এটি ক্রিকেট ইতিহাসে একেবারেই বিরল। 

আরও পড়ুন- দিনের বেলায় প্রচণ্ড ঝিমুনি আসে? এই ৫ জিনিসই ভিলেন! বন্ধ করুন

এই ঘটনা দেখে মাঠে থাকা দর্শকরা উৎসাহে ফেটে পড়েন। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তারফি করেছেন শেফার্ডের। টুইটারে এক নেটিজেন লিখেছেন, 'এটাই ক্রিকেটের বিস্ময়!' 

sports RCB