/indian-express-bangla/media/media_files/2025/10/22/cristiano-ronaldo-2025-10-22-13-03-35.jpg)
Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Goa, Cristiano Ronaldo: ফুটবলপ্রেমী গোয়ার মানুষজন বহুদিন ধরেই অপেক্ষা করছিলেন এক জাদুকরী মুহূর্তের জন্য — পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-কে নিজের চোখে দেখার স্বপ্ন নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, আল-নাসর দলের হয়ে এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচে মাঠে নামছেন না রোনাল্ডো।
আল-নাসর এফসি দলে তারকা খেলোয়াড়দের ভিড়
তবে রোনাল্ডো না থাকলেও, সৌদি ক্লাব আল-নাসর এফসি (Al-Nassr FC)-এর দলে রয়েছে তারকা খেলোয়াড়দের ভিড়। সাদিও মানে, কিংসলে কমান এবং জোয়াও ফেলিক্সের মত ইউরোপীয় তারকারা মাঠে নামবেন এফসি গোয়া (FC Goa)-র বিপক্ষে। ফলে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজকের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন- ঘুম ভাঙল পাকিস্তানের, অবশেষে অ্যাকশন মোডে PCB
দলের কোচ জর্জ জেসুস এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, 'রোনাল্ডোকে আমরা বিশ্রাম দিচ্ছি, কারণ ওর খেলার সময়সীমা ম্যানেজ করতে হবে। পরের ম্যাচের জন্য ওকে সম্পূর্ণ ফিট রাখতে চাই।' এদিকে রোনাল্ডোর অনুপস্থিতিতেও গোয়ায় নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ার মত। দক্ষিণ গোয়ার পুলিশ জানিয়েছে, এই ম্যাচ ঘিরে অন্তত ৬০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও থাকছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, পিঙ্ক ফোর্স, এবং বিশেষ সিসিটিভি কন্ট্রোল রুম। একাধিক ইমার্জেন্সি এক্সিট প্ল্যান তৈরি করা হয়েছে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়ানো যায়।
আরও পড়ুন- কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে ভারত? জেনে নিন জটিল সমীকরণ
গোয়ার ফুটবল ভক্তদের মধ্যে অবশ্য খানিকটা হতাশা রয়েছে। অনেকেই টিকিট কেটেছিলেন শুধু রোনাল্ডোকে একবার দেখতে পাওয়ার আশায়। কিন্তু গোয়া ক্লাবের সিইও রবি পুসকুর জানিয়েছেন, 'এটি একটি অফিসিয়াল এএফসি প্রতিযোগিতা, প্রদর্শনী ম্যাচ নয়। আল-নাসরের সিদ্ধান্তের ওপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই।'
আরও পড়ুন- বেকায়দায় পড়লেন মহসিন নকভি, ঘুম উড়ল পাকিস্তানের
রোনাল্ডো না থাকলেও আল-নাসর দলে তারকাখচিত শক্তি কম নেই। সাদিও মানে (সাবেক লিভারপুল তারকা), কিংসলে কমান (সাবেক বায়ার্ন মিউনিখ উইঙ্গার) এবং জোয়াও ফেলিক্স (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আসা আক্রমণভাগের প্লেয়ার)– এই তিনজনই ম্যাচে খেলতে পারেন বলে ধারণা।
আরও পড়ুন- শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা!
গোয়ার ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধুমাত্র একটি ম্যাচ নয়, বরং এশিয়ার অন্যতম শক্তিশালী ক্লাবের বিরুদ্ধে নিজেদের শক্তি মাপার সুযোগ। ভারতীয় ক্লাব এফসি গোয়া (FC Goa) ইতিমধ্যেই আইএসএলে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে। আর এবার তাদের সামনে চ্যালেঞ্জ আরও বড়। সেটা হল— আল-নাসরের মত শক্তিশালী সৌদি দলকে টক্কর দেওয়া।
পর্তুগিজ কোচ জর্জ জেসুস আরও বলেছেন, 'আমি গর্বিত গোয়ায় আসতে পেরে। পর্তুগালের সঙ্গে এই শহরের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। যখন স্কুলে ছিলাম, ভাস্কো দা গামার গল্প শিখেছিলাম। এখন গোয়ায় এসে সেই ইতিহাস যেন চোখের সামনে।' সব মিলিয়ে, আজকের ম্যাচটি শুধু মাঠের লড়াই নয়, বরং ফুটবলের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগও বটে। রোনাল্ডো না থাকলেও, গোয়ার রাত আজ উজ্জ্বল হবে, মানে-কমান-ফেলিক্সদের তারকাসুলভ ফুটবলে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us