/indian-express-bangla/media/media_files/2025/08/24/manas-bhattachrya-2025-08-24-12-07-44.jpg)
ডায়মন্ড হারবার এফসি-র পরাজয়ের কারণ বিশ্লেষণ করলেন মানস ভট্টাচার্য
Durand Cup 2025: ২০২৫ ডুরান্ড ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের (NorthEast United FC) সামনে কার্যত দুরমুশ হয়ে গেল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। শনিবার (২৩ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হয়েছিল। ফাইনাল খেলায় পেদ্রো বেনালির দল ৬-১ গোলে জয়লাভ করেছে। অন্যদিকে, এই হারের পর রীতিমতো মুষড়ে পড়েছেন DHFC কর্তা মানস ভট্টাচার্য।
NorthEast United FC: 'একা আলাদিনই গড়ে দিল পার্থক্য...', নর্থ-ইস্টের প্রশংসায় পঞ্চমুখ সঞ্জয় সেন
ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি: মানস ভট্টাচার্য
ম্য়াচের শেষে তিনি বললেন, 'সেমিফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই দলটা যে লড়াই করেছিল, ফাইনালে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশেষ করে দলের রক্ষণভাগে এত ফাঁকফোকড় থাকলে, বড় ম্য়াচে কখনই জেতা যায় না। প্রথম গোলটা তো আমাদের গোলকিপারের ভুলেই হজম করতে হল। এত বড়মাপের একজন গোলরক্ষক, আগের ম্য়াচেই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। এই সমস্যাটাই আমাদের বাংলার ফুটবলে হচ্ছে। আমরা ধারাবাহিকতা রাখতে পারি না। আমরা একদিন ভাল খেললে চারদিন খারাপ খেলে ফেলি।'
Durand Cup 2025 Closing Ceremony: নাচে-গানে শেষ হল ২০২৫ ডুরান্ড কাপ, দেখে নিন ছবিতে
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্য়াচের শুরু থেকেই নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র দাপট ছিল চোখে পড়ার মতো। খেলার প্রথমার্ধেই তারা ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। ৩০ মিনিটে প্রথম গোলটি করেন আশির। এরপর প্রথমার্ধের সংযুক্তি সময়ে পার্থিব গগৈ ব্যবধান বাড়ান।
Durand Cup 2025 Final Highlights: দুরমুশ ডায়মন্ড হারবার, হাফজজন গোলে ডুরান্ড জয় নর্থ-ইস্ট ইউনাইটেডের
এরপর ম্য়াচের দ্বিতীয়ার্ধে একে একে গোল করলেন থোই সিং, পরিবর্ত ফুটবলার হিসেবে খেলতে নামা জাইরো সামপেরিও, আন্দ্রেজ রডরিগস এবং আলাদিন আজারাই। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, স্বাধীনতা পরবর্তী সময়ে ডুরান্ড কাপ ইতিহাসে কোনও ফাইনাল ম্য়াচ ইতিপূর্বে কোনও দল এত বড় ব্যবধানে জিততে পারেনি।
দ্বিতীয়ার্যের শুরুতেই ডায়মন্ড হারবার এফসি-র হয়ে একমাত্র গোলটি করেন লুকা মাজেন।
যাইহোক, ডুরান্ড ফাইনালে পরাজয়ের পর মানস ভট্টাচার্য জানালেন, 'যতক্ষণ না পারফরম্য়ান্সে ধারাবাহিকতা আনা সম্ভব হবে, ততক্ষণ জিততে পারবে না।' পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি-র উইঙ্গার অজিত কুমারকেও কার্যত তুলোধনা করলেন তিনি। বললেন, 'একজন উইঙ্গারকে কেউ এত সময় দেবে না। এত ফাঁকা জায়গা ছেড়ে দিচ্ছে, সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। এমনকী, যখন কাট করে ভিতরে ঢুকছে, তখনও ওকে কেউ ক্লোজ করছে না। শুরুতেই যদি কিবু ভিকুনা অজিতকে ড্রপ করে নরেশকে (সিং) আনতেন, তাহলে কাজের কাজটা হত।'
Durand Cup 2025 Prize Money: ফাইনালের দোরগোড়ায় ২০২৫ ডুরান্ড কাপ, কত টাকা পুরস্কার পাবে বিজয়ীরা?
ডায়মন্ড হারবার এফসি-র গোলকিপিংকে তুলোধনা করলেন সঞ্জয় সেনও
ডায়মন্ড হারবার এফসি-র গোলকিপিং দেখে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি সঞ্জয় সেনও। তিনি বললেন, 'এই ম্য়াচে ডায়মন্ড হারবার এফসি-র গোলকিপিং একেবারেই পাতে দেওয়ার যোগ্য ছিল না। মিরশাদ মিচু ইস্টবেঙ্গল ম্য়াচে সৌভাগ্যক্রমে ভাল পারফরম্য়ান্স করেছিল। এক একদিন এটা হয়ে যেতেই পারে। পাশাপাশি ইস্টবেঙ্গলও প্রচুর সুযোগ মিস করেছিল। এই ব্যাপারটা নিয়ে ডায়মন্ড হারবার এফসি অবশ্যই ভাববে। ফুটবল খেলায় গোলকিপিং পজিশনটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই জায়গাটাই যদি নড়বড়ে হয়, তাহলে সেটা মেনে নেওয়া যায় না। একটা দল ভাল খেলেও যদি বাজে গোল হজম করে, তাহলে সেটা গোটা দলের উপর প্রভাব বিস্তার করে।'