Durand Cup 2025 Prize Money: ফাইনালের দোরগোড়ায় ২০২৫ ডুরান্ড কাপ, কত টাকা পুরস্কার পাবে বিজয়ীরা?

Durand Cup 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আপাতত ২০২৫ ডুরান্ড কাপ ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, তা আপাতত গোধূলিলগ্নে উপস্থিত হয়েছে।

Durand Cup 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আপাতত ২০২৫ ডুরান্ড কাপ ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, তা আপাতত গোধূলিলগ্নে উপস্থিত হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Durand Cup 2025

কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ

Durand Cup 2025: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। আপাতত ২০২৫ ডুরান্ড কাপ ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, তা আপাতত গোধূলিলগ্নে উপস্থিত হয়েছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ফাইনাল ম্য়াচে বিজয়ী দলের হাতে কত টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার অর্থাৎ ২৩ অগাস্ট কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৫ ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে লড়াই করতে নামছে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) এবং ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। ডুরান্ড কাপ আয়োজন কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যে দল ১৩৪তম ডুরান্ড কাপ জিততে পারবে, তাদের হাতে ১.২১ কোটি টাকা আর্থিক পুরস্কার তুলে দেওয়া হবে।

Durand Cup 2025 Live Streaming: কোন চ্যানেলে দেখবেন মহামেডান বনাম ডায়মন্ড হারবার ম্যাচ? না জানলে চরম মিস

Advertisment

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই ডুরান্ড কাপ আয়োজন কমিটির (DCOC) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, এবারের টুর্নামেন্টে পুরস্কার মূল্য ২৫০ শতাংশ বাড়ানো হবে। গত মরশুমে মোট পুরস্কার মূল্য যেখানে ১.২ কোটি টাকা ছিল, এবার সেটা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা করা হয়েছে।

East Bengal FC in Durand Cup: 'ওরা অনেক বেশি সময় পেয়েছে...', ডুরান্ডে নামার আগেই নাকেকান্না অস্কারের?

এক নজরে ২০২৫ ডুরান্ড কাপের পুরস্কার মূল্য:

  • চ্যাম্পিয়ন - ১.২১ কোটি টাকা (মোট পুরস্কার মূল্যের ৪০ শতাংশ)
  • রানার্স আপ - ৬০ লাখ টাকা (২০ শতাংশ)
  • পরাস্ত সেমিফাইনালিস্ট - প্রত্যেককে ২৫ লাখ টাকা (৮.৩ শতাংশ)
  • পরাস্ত কোয়ার্টার ফাইনালিস্ট -  প্রত্যেককে ১৫ লাখ টাকা (৫ শতাংশ)

এছাড়া রয়েছে ব্যক্তিগত পারফরম্য়ান্সের ভিত্তিতে পুরস্কার:

গোল্ডেন বল (টুর্নামেন্টের সেরা ফুটবলার), গোল্ডেন বুট (সর্বাধিক গোলদাতা), গোল্ডেন গ্লাভস (সেরা গোলকিপার) বিজয়ীদের প্রত্যেককে ৩ লাখ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। এছাড়া একটি করে ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা XUV 3XO SUV গাড়িও উপহার হিসেবে দেওয়া হবে।

Diamond Harbour FC: 'তিন পয়েন্টের জন্য লড়ব...', মোহনবাগান ম্য়াচের আগে 'হুঙ্কার' ডায়মন্ড হারবার এফসি কর্তার

উল্লেখ্য, ফাইনাল ম্য়াচটি সোনি স্পোর্টস নেটওয়ার্কে (সোনি টেন ২ এইচডি) সরাসরি সম্প্রচার করা হবে। এর পাশাপাশি সোনি লিভেও লাইভ স্ট্রিম করা হবে। অন্যদিকে, আপনার যদি জিও টিভি থাকে, তাহলে একেবারে বিনামূল্যে আপনি এই ম্য়াচ উপভোগ করতে পারবেন।

Diamond Harbour FC: 'ইস্টবেঙ্গল শক্তিশালী হলেও, আমরাও কম যাই না...', সেমি যুদ্ধের আগে 'গর্জন' ডায়মন্ড হারবার কোচের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৩৪ তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছিল। মোট ২৪ দলকে ৬ গ্রুপে ভাগ করা হয়েছে। দেশের মোট ৫ শহরে ম্য়াচগুলো আয়োজন করা হয়। জামশেদপুর, ইম্ফল, কোকরাঝাড়, শিলং এবং কলকাতা। আটটি দলের মধ্যে গত ১৬ অগাস্ট থেকে নক-আউট পর্ব শুরু হয়েছিল। এখনও পর্যন্ত মোট ৪,০০,০০০ দর্শক ৪২ ম্য়াচের লাইভ অ্যাকশন উপভোগ করেছেন।

Diamond Harbour FC Durand Cup 2025 NorthEast United FC