/indian-express-bangla/media/media_files/2025/08/22/diamond-harbour-fc-1-2025-08-22-23-31-29.jpg)
ফাইনাল জিততে মরিয়া ডায়মন্ড হারবার এফসি
Diamond Harbour FC: আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ফুটবলের মহাযুদ্ধ। ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) ফাইনালে নর্থ-ইস্ট ইউনাটেড এফসি-র (NorthEast United FC) বিরুদ্ধে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। ১৩৪তম ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হচ্ছে। ডায়মন্ড হারবার এফসি-র কাছে এই ফাইনাল ম্যাচটা যে একেবারে সহজ হবে না, তা বলাই বাহুল্য। গতবারের চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাটেড এফসি একেবাারে ছেড়ে কথা বলবে না। যাইহোক, বিকেল সাড়ে ৫টা থেকে এই ম্য়াচ শুরু হবে।
ডায়মন্ড হারবার এফসি-র স্বপ্নের দৌড়
একদিকে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি যখন তাদের শিরোপা ধরে রাখতে মরিয়া, তখন বাংলার ফুটবল ইতিহাসে এক নয়া অধ্যায় লিখতে চায় ডায়মন্ড হারবার এফসি। এই টুর্নামেন্টে তাদের জয়যাত্রা রূপকথার থেকে কোনও অংশে কম নয়। এবারের ডুরান্ড কাপে ডেবিউ করেই কিবু ভিকুনার দল প্রতিটা পদক্ষেপে এক নয়া ইতিহাসের সাক্ষী হয়েছে।
এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে তারা প্রাক্তন ডুরান্ড চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাস্ত করে। এরপর বর্ডার সিকিউরিটি ফোর্স ফুটবল দলকে তারা ৮-১ গোলে কার্যত গুঁড়িয়ে দেয়। এরপর গ্রুপ পর্বের তৃতীয় তথা অন্তিম ম্য়াচে তারা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ১-৫ গোলে হেরে গিয়েছিল। যদিও গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে তারা শেষপর্যন্ত নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করে।
Durand Cup 2025 Ticket Price: ডুরান্ডে এবার 'খেলা হবে', টিকিটের দাম পকেট পরোটার থেকেও কম?
এখান থেকে ডায়মন্ড হারবার এফসিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এক নতুন শক্তি নিয়ে তারা ফের ঝাঁপিয়ে পড়ে। কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসি-কে তাদের ঘরের মাঠে গিয়ে ২-০ গোলে হারিয়ে আসে। এরপর শেষ চারের লড়াইয়ে তারা ১৬ বারের ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে ২-১ গোলে পরাস্ত করে।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডায়মন্ড হারবার এফসি-র স্প্যানিশ ডিফেন্ডার মিকেল ইদিয়াকেজ চোখ-ধাঁধানো একটি ব্যাক ভলিতে দলকে লিড এনে দেন। এরপর শেষবেলায় জবি জাস্টিন লাল-হলুদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন। তবে সেমিফাইনাল ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হয় ডায়মন্ড হারবার এফসি-র গোলকিপার মিরশাদ মিচুর হাতে। স্লোভানিয়ান ফুটবলার লুকা মাজেন (৪ গোল) ফাইনালেও ডায়মন্ড হারবারের প্রধান অস্ত্র হয়ে উঠবেন। অন্যদিকে, জবির গতি এবং ভিকুনার রণনীতি বাংলার এই ফুটবল দলকে ভয়ঙ্কর করে তুলবে বলে আশা করা যায়।
Durand Cup 2025 Tickets: ফ্রি'তে কীভাবে মাঠে বসে দেখবেন ডুরান্ড কাপ? জেনে নিন সহজ উপায়
ডায়মন্ড হারবার এফসি দলের হেড কোচ কিবু ভিকুনা বললেন, 'আমরা আজ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামব। ওদের দল যথেষ্ট ভাল। তবে আমরাও সবদিক থেকে প্রস্তুত। যদিও মাটিতে পা রেখেই এগোতে চাই। আমরা অতিরিক্ত কোনও চাপ নিচ্ছি না। তবে যেটুকু চাপ রয়েছে, সেটা আমাদের কাছে আশীর্বাদের মতোই কাজ করবে। ডুরান্ড কাপ ফাইনাল সবসময়ই একটা স্পেশাল ম্য়াচ। আশা করি, ফাইনালে আমরা জিততে পারব।'