/indian-express-bangla/media/media_files/2025/08/21/gauitam-sarkar-on-east-bengal-loss-2025-08-21-01-26-49.jpg)
ইস্টবেঙ্গলের পরাজয় নিয়ে মুখ খুললেন গৌতম সরকার
Durand Cup 2025: ২০২৫ ডুরান্ড কাপে সবথেকে বড় চমকের নাম যে ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC), সেটা আর নতুন করে বলার দরকার নেই। এই প্রথমবার তারা ডুরান্ডের আসরে খেলতে নেমেছিল। বুধবার (২০ অগাস্ট) সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত সেমিফাইনাল ম্য়াচে কলকাতার শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল এফসি-কে (East Bengal FC) ২-১ গোলে হারিয়ে দেয়। আর সেইসঙ্গে টুর্নামেন্টের ফাইনালের টিকিটও তারা ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে। তবে লাল-হলুদ ব্রিগেডের এই পরাজয় দেখে রীতিমতো হতাশ ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে' গৌতম সরকার।
East Bengal FC: লাল-হলুদের প্রাক্তনীর গোলেই পরাস্ত ইস্টবেঙ্গল, চুরমার ফাইনালের স্বপ্ন
ম্যাচের পর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বললেন, 'আমি এটা আগেই অনুমান করেছিলাম। আসলে, বাংলায় একটি প্রবাদ আছে। পচা শামুকে পা কাটে। ইস্টবেঙ্গল এফসি-র ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটল। আত্মতুষ্টিই সাফল্যের পথে সবথেকে বড় অন্তরায়। আর ইস্টবেঙ্গলের সঙ্গে আজ সেই জিনিসটাই ঘটল।'
East Bengal FC: লাল-হলুদের আগুন পাখি, ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ ঘোরালেন এই ভারতীয় ফুটবলার!
স্নায়ুর লড়াইয়ে বাজিমাত ভিকুনার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, খাতায়-কলমে তাঁরাই এগিয়ে রয়েছেন। কিন্তু, কিবু ভিকুনা কলকাতা ময়দানের পোড় খাওয়া ফুটবল কোচ। বড় ম্য়াচের স্নায়ুটা খুব ভাল করে বোঝেন তিনি। আর এখানেই মাত খেয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে কোনও দল গোল করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধে দুই দলই গা-ঝাড়া দিয়ে মাঠে নামে। ৬৬ মিনিটে মিকেলের গোলে এগিয়ে যায় ডায়মন্ডহারবার এফসি। কিন্তু, এক মিনিটের মধ্যেই আনোয়ার আলি গোল করে সমতা ফেরান। অবশেষে ৮৪ মিনিটে জবি জাস্টিন ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন।
East Bengal FC: সেমির লড়াইয়ে 'বড় ধাক্কা' ইস্টবেঙ্গলে, মাথায় হাত অস্কারের!
গৌতম সরকার বললেন, 'আমাদের ছেলেরা এখনও খেলতে পারছে না। এটা আরও একবার প্রমাণ হয়ে গেল। একটা ভাল দলকে কীভাবে সচল রাখতে হয়, কীভাবেই বা সঠিক পথে এগিয়ে দিতে হয়, সেটা ডায়মন্ড হারবার এফসি-কে দেখে শিখতে হয়। সঠিক সময়ে ওরা সঠিকভাবে দলটাকে গাইড করেছে।'
East Bengal FC: সেমিফাইনালে নামার আগে 'হুঙ্কার' অস্কারের, কী বললেন ইস্টবেঙ্গল কোচ?
প্রসঙ্গত, আগামী শনিবার (২৩ অগাস্ট) চলতি ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছিল। আর এবার ফাইনালের দ্বিতীয় দল হিসেবে নাম লেখাল ডায়মন্ড হারবার এফসি। যদি চলতি বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফুটবল দল ডুরান্ড কাপ জিততে পারে, তাহলে বাংলা ফুটবল ইতিহাসে এই সাফল্য অবশ্যই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।