/indian-express-bangla/media/media_files/2025/08/16/mohammed-rashid-and-oscar-bruzon-2025-08-16-17-03-05.jpg)
মহম্মদ রশিদ এবং অস্কার ব্রুজোঁ
Durand Cup 2025: রবিবাসরীয় কলকাতা ডার্বি ম্য়াচে খেলতে পারবেন না ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) মিডফিল্ডার মহম্মদ রশিদ (Mohammad Rashid)। ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) সাংবাদিক বৈঠক করতে এসে একথাই জানালেন। প্রসঙ্গত, আগামী রবিবার (১৭ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে এই হাইভোল্টেজ ম্য়াচ খেলতে নামবে ইস্টবেঙ্গল।
কলকাতার দুই ফুটবল স্তম্ভের মধ্যে আয়োজিত বহু প্রতীক্ষিত এই ডার্বি ম্য়াচটি সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।
তবে এই কলকাতা ডার্বি ম্য়াচের আগে লাল-হলুদ ব্রিগেড যে একটা বড়সড় ধাক্কা খেয়েছে, তা নিশ্চিতভাবে বলা যেতে পারে। দলের নয়া বিদেশি মহম্মদ রশিদের বাবা মারা গিয়েছেন। আর সেকারণে তাঁকে দেশে ফিরে যেতে হয়েছে।
Oscar Bruzon East Bengal: 'এই হারের দায় আমার...', ইস্টবেঙ্গল বিদায়ে 'লজ্জিত' অস্কার
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই চরম দুঃসংবাদ শোনার পর শুক্রবারই (১৫ অগাস্ট) বাড়ি ফিরে যান মহম্মদ রশিদ।
কেন কলকাতা ডার্বিতে খেলতে পারবেন না মহম্মদ রশিদ, কারণ খোলসা করলেন অস্কার ব্রুজোঁ
কলকাতা ডার্বির আগে প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ইস্টবেঙ্গল দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ। সেখানেই তিনি রশিদের বাবার মৃত্যুর খবরটা নিশ্চিত করেন। জানান যে এই কারণেই রশিদকে যতটা দ্রুত সম্ভব বাড়ির পথে রওনা দিতে হয়েছে।
East Bengal vs Mohun Bagan: 'যে দলই সামনে আসুক না কেন...', ডার্বির আগে হুঙ্কার শৌভিকের
সাংবাদিক বৈঠকে অস্কার ব্রুজোঁ বললেন, 'সবার আগে বলতে চাই, এটা আমার কাছে যথেষ্ট কঠিন একটা পরিস্থিতি। গতকাল আমরা সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আপনারা সকলেই জানেন যে রশিদের বাবা মারা গিয়েছেন। এই ব্যাপারটা আমাদের কল্পনারও বাইরে ছিল।'
সঙ্গে ব্রুজোঁ আরও যোগ করেন, এই কঠিন সময়ে রশিদ তাঁর পরিবারের গোপনীয়তা বজায় রাখতে চেয়েছে। শুক্রবার (১৫ অগাস্ট) অনুশীলন শেষ হওয়ার ঠিক পরেই ও এই খবরটা শুনতে পায়।
East Bengal FC: গোল করলেন হামিদ-বিপিন, পালটা আঘাত বায়ু সেনারও! প্রথমার্ধেই ব্যাপক তুলকালাম
অস্কার বললেন, 'রশিদ এই গোটা ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিল। কিন্তু, কীভাবে জানি না, অনুশীলনের পরই ওর ইচ্ছার বিরুদ্ধে এই খবরটা ফাঁস হয়ে যায়। সেকারণে এই ব্যাপারটা নিয়ে আমি আর কোনও মন্তব্য করতে চাই না। এমনকী, আগামীকাল যে ও খেলতে পারবে না, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম না।'
East Bengal FC Today Match: ইস্টবেঙ্গল এফসি-কে নিয়ে বড় খবর, চরম সিদ্ধান্ত নিলেন অস্কার ব্রুজোঁ
চলতি ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল দলের জার্সিতে শুরুটা বেশ ভালই করেছিলেন মহম্মদ রশিদ। গত তিনটে ম্য়াচে ইস্টবেঙ্গলের মাঝমাঠে প্যালেস্তাইনের এই ফুটবলার নিজের উপস্থিতি জানান দিয়েছিলেন। সেইসঙ্গে, ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করে নিয়েছিল। রবিবার রশিদের অনুপস্থিতিতে অস্কার ব্রুজোঁ কীভাবে তাঁর পরিকল্পনা নতুন করে সাজান, সেদিকে অবশ্যই নজর থাকবে।