East Bengal FC: গোল করলেন হামিদ-বিপিন, পালটা আঘাত বায়ু সেনারও! প্রথমার্ধেই ব্যাপক তুলকালাম

East Bengal FC: রবিবার (১০ অগাস্ট) চলতি ডুরান্ড কাপে নেহাতই নিয়মরক্ষার ম্য়াচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স। কিন্তু, ম্য়াচের প্রথমার্ধে লাল-হলুদ ফুটবলাররা বিন্দুমাত্র ঢিলেমি দিলেন না।

East Bengal FC: রবিবার (১০ অগাস্ট) চলতি ডুরান্ড কাপে নেহাতই নিয়মরক্ষার ম্য়াচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স। কিন্তু, ম্য়াচের প্রথমার্ধে লাল-হলুদ ফুটবলাররা বিন্দুমাত্র ঢিলেমি দিলেন না।

author-image
Koushik Biswas
New Update
Hamid Ahdad

ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করলেন হামিদ আহদাদ

East Bengal FC: রবিবার (১০ অগাস্ট) চলতি ডুরান্ড কাপে (Durand Cup 2025) নেহাতই নিয়মরক্ষার ম্য়াচ খেলতে নেমেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স। কিন্তু, ম্য়াচের প্রথমার্ধে লাল-হলুদ ফুটবলাররা বিন্দুমাত্র ঢিলেমি দিলেন না। প্রথম ৪৫ মিনিট শেষে ইস্টবেঙ্গল আপাতত ২-১ গোলে এগিয়ে রয়েছে। একটি করে গোল করেছেন হামিদ আহদাদ (Hamid Ahadad) এবং বিপিন সিং (Bipin Singh)। ভারতীয় বায়ুসেনার হয়ে একটি গোল করলেন আমন খান। দলের এই আগুন পারফরম্য়ান্স দেখার পর লাল-হলুদ সমর্থকরাও উচ্ছ্বাসের জোয়ারে ভাসতে শুরু করেছেন। 

Advertisment

East Bengal FC Today Match: ইস্টবেঙ্গল এফসি-কে নিয়ে বড় খবর, চরম সিদ্ধান্ত নিলেন অস্কার ব্রুজোঁ

গোলের দরজা খুললেন হামিদ

এয়ার ফোর্সের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আপাতত হারানোর কিছু নেই। কিন্তু, তবুও তারা এক ইঞ্চি জমি ছাড়তে চাইল না। শুরু থেকেই বিপক্ষের টুঁটি টিপে ধরেছিলেন লাল-হলুদ ফুটবলাররা। আর সেই ফলও পাওয়া গেল একেবারে হাতেনাতে। ম্য়াচ শুরু হওয়ার মাত্র ৭ মিনিটের মধ্যেই হামিদ আহদাদের গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। মাঠের ডান প্রান্ত থেকে একটা শূন্য ভেসে আসা বল রিসিভ করেছিলেন এডমান্ড। তাঁর সামনে অনেকটা জায়গা ফাঁকা পড়ে ছিল। সেকারণে বলটা নিয়ে তিনি বক্সের মধ্যে ঢোকেন। এরপর একটা ছোট্ট ক্রস বাড়ান তিনি। আর একেবারে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় উপস্থিত ছিলেন আহদাদ। তিনি কোনও ভুল করলেন না। নিখুঁত একটি হেডে বলটা তিনি এয়ার ফোর্সের জালে জড়িয়ে দেন। আর সেইসঙ্গে ১-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল।

Advertisment

East Bengal FC: কালীঘাটের বিরুদ্ধে আগুন জয়, পয়েন্ট টেবিলে উথাল-পাতাল ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করলেন বিপিন সিং

এরপর ২৬ মিনিটে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে দ্বিতীয় আঘাত হানল ইস্টবেঙ্গল এফসি। এবার গোল করলেন বিপিন সিং। একটা থ্রু পাস থেকে বলটা সংগ্রহ করেন বিপিন। আর সেটা নিয়েই তিনি বক্সের মধ্যে ঢুকলেন। মাথাটা ঠাণ্ডা রেখে তিনি শুভজিৎকে প্রথমে পরাস্ত করেন। এরপর আলতো পায়ে বলটা তেকাঠির মধ্যে ঢুকিয়ে দেন। বিপিনের এই গোল দেখার পর সমর্থকরা ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্টকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। আগামীদিনে বিপিন যে লাল-হলুদের ব্ল্যাক হর্স হতে চলেছেন, তা বলাই বাহুল্য।

East Bengal FC: 'জিততে হবে, এটাই চ্যালেঞ্জ...', কালীঘাটের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ইস্টবেঙ্গল কোচের

ব্যবধান কমালেন আমন

এখানেই শেষ নয়। ম্যাচের ৩৭ মিনিটে ভারতীয় বায়ুসেনাও লাল-হলুদ ব্রিগেডের উপর পালটা আঘাত হানল। অসাধারণ একটি হেডারে ইন্ডিয়ান এয়ার ফোর্সের হয়ে ব্যবধান কমালেন আমন খান। মাঠের ডান-প্রান্ত থেকে একটি ক্রস এসেছিল তাঁর কাছে। ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারের মাঝখানে আমন নিজের জায়গাটা করে নিলেন। এরপর তাঁর মাথায় লেগে বলটা প্রথমে গোল পোস্টের ভিতরে লেগে প্রতিহত হয়। অবশেষে জালে জড়িয়ে যায়।

East Bengal FC Win: 'হামিদের খেলা মনে দাগ কাটতে পারেনি...', ইস্টবেঙ্গলের জয়ের দিনে এ কী বললেন প্রাক্তন তারকা?

বিগত কয়েকটা মরশুম ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্স একেবারে নজরকাড়া ছিল না। সেকারণে যথেষ্ট সমালোচনাও তাদের সহ্য করতে হয়েছে। তবে সেসব আপাতত অতীত। ২০২৫ ডুরান্ড কাপে একেবারে ঝকঝকে একটা ইস্টবেঙ্গল দল খেলতে নেমেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্য়াচে তারা সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্য়াচে ৫-০ গোলে জয়লাভ করে মশালবাহিনী। পরের ম্য়াচটা খেলতে নেমেছিল নামধারী এফসি-র বিরুদ্ধে। সেই ম্য়াচে ইস্টবেঙ্গল ১-০ গোলে জয়লাভ করে। আর জয়সূচক গোলটি করেছিলেন এই আহদাদই। এবার তৃতীয় ম্য়াচেও সেই মরোক্কান ম্য়াজিক দেখতে পাওয়া গেল। দ্বিতীয়ার্ধে আর কোনও চমক অপেক্ষা করছে কি না, সেটাই আপাতত দেখার।

Bipin Singh Hamid Ahadad Durand Cup 2025 East Bengal FC