East Bengal vs Mohun Bagan: 'যে দলই সামনে আসুক না কেন...', ডার্বির আগে হুঙ্কার শৌভিকের

East Bengal vs Mohun Bagan: শহর কলকাতা আপাতত ফুটছে। চড়তে শুরু করেছে উত্তেজনার পারদও। আপাতত কান পাতলে দুটো নামই শুনতে পাওয়া যাচ্ছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।

East Bengal vs Mohun Bagan: শহর কলকাতা আপাতত ফুটছে। চড়তে শুরু করেছে উত্তেজনার পারদও। আপাতত কান পাতলে দুটো নামই শুনতে পাওয়া যাচ্ছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।

author-image
Koushik Biswas
New Update
Souvik Chakraborty

লাল-হলুদের ভরসা শৌভিক চক্রবর্তী

East Bengal vs Mohun Bagan: শহর কলকাতা আপাতত ফুটছে। চড়তে শুরু করেছে উত্তেজনার পারদও। আপাতত কান পাতলে দুটো নামই শুনতে পাওয়া যাচ্ছে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এ বলছে আমায় দ্যাখ, তো ও বলছে আমায়। আগামী রবিবার (১৭ অগাস্ট) দুই দলের মধ্যে যে ফাটাফাটি লড়াই দেখা যাবে, তা আশা করাই যায়।

Advertisment

Jay Gupta in East Bengal Practice: ডার্বির আগেই 'রণহুঙ্কার' ইস্টবেঙ্গলের, লাল-হলুদ অনুশীলনে এবার স্বপ্নের নায়ক

এই পরিস্থিতিতে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক বৈঠক করলেন ইস্টবেঙ্গল এফসি দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ এবং মিড ফিল্ড জেনারেল শৌভিক চক্রবর্তী। বৈঠক চলাকালীন শৌভিক বললেন, 'যে কোনও টুর্নামেন্টে কলকাতা ডার্বি ম্য়াচ খেলতে নামি না কেন, তার একটা আলাদা চাপ থাকবেই। এবারও সেই চাপটা রয়েছে। আমি চাইব যে আমার দল জিতবে।'

Advertisment

East Bengal vs Indian Air Force FT Highlights: ডুরান্ডে সার্জিক্যাল স্ট্রাইক ইস্টবেঙ্গলের, ৬ মিসাইলে ধ্বংস এয়ার ফোর্স

এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি যথেষ্ট ভাল ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে অপরাজেয় ছিল লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্য়াচে তাঁরা সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ গোলে পরাস্ত করে। পরের ম্য়াচে নামধারী এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জয়। আর গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা তারা খেলতে নেমেছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। এই ম্য়াচে মশালবাহিনী ৬-১ গোলে জয়লাভ করে। সবমিলিয়ে ইস্টবেঙ্গল এফসি যে আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে, তা বলা যেতেই পারে।

East Bengal FC: গোল করলেন হামিদ-বিপিন, পালটা আঘাত বায়ু সেনারও! প্রথমার্ধেই ব্যাপক তুলকালাম

দল এমন আগুন ফর্মে রয়েছে বলে ডার্বি ম্য়াচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শৌভিক। তিনি বললেন, 'মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্য়াচে জয়ের সম্ভাবনা সবসময়ই ফিফটি-ফিফটি থাকে। এটা বাঙালির আবেগের ম্য়াচ। আমরা অর্থাৎ গোটা ইস্টবেঙ্গল দল পুরোপুরি তৈরি। যে দলই সামনে আসুক না কেন, আমরা হারাতে পারব। গ্রুপ পর্বে আমরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছি। আশা করছি, কোয়ার্টার ফাইনালেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে।'

East Bengal FC Today Match: ইস্টবেঙ্গল এফসি-কে নিয়ে বড় খবর, চরম সিদ্ধান্ত নিলেন অস্কার ব্রুজোঁ

রশিদের জন্য উৎসর্গ করতে চাই ডার্বি জয়: শৌভিক

এই ম্য়াচে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের প্যালেস্তিনীয় মিডফিল্ডার মহম্মদ রশিদ। শুক্রবার রাতেই খবর আসে, রশিদের বাবা মারা গিয়েছে। খবর শোনামাত্র দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রশিদ। কারণে রবিবাসরীয় ডার্বিতে তিনি খেলতে পারবেন না। তবে সতীর্থের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। দলের পক্ষ থেকে শৌভিক বললেন, 'এটা খুবই একটা বাজে খবর। সতীর্থ হিসেবে আমাদের সকলেরই খুব খারাপ লাগছে। তবে আমরা রশিদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে চাই। দল এবং সমর্থকদের পাশাপাশি ওর জন্যও আমরা এই ডার্বি ম্য়াচটা জিততে চাই। আমরা চাই, রশিদের এই কষ্টের সময়ে ডার্বি ম্য়াচের জয়টা যেন ওকেই উৎসর্গ করতে পারি।'

East Bengal vs Mohun Bagan