/indian-express-bangla/media/media_files/2025/08/17/alvito-dcunha-2025-08-17-13-49-59.jpg)
কলকাতা ডার্বি নিয়ে মুখ খুললেন অ্যালভিটো ডি কুনহা
Kolkata Derby: একেবারে আক্ষরিক অর্থেই 'ক্ল্যাশ অফ টাইটান্স'। রবিবার (১৭ অগাস্ট) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। এই হাইভোল্টেজ ম্য়াচকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে যাবে মহারণ। তবে এই ম্য়াচ নিয়ে বড়সড় মন্তব্য করলেন ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি'কুনহা (Alvito D’Cunha)।
East Bengal FC: 'পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খুব ভয়ঙ্কর...', ডার্বি নিয়ে বড় কথা রহিম নবির
ইস্টবেঙ্গলের জয়ের ব্যাপারে আশাবাদী অ্যালভিটো
রবিবার ম্য়াচের আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অ্যালভিটো বললেন, 'আজ ইস্টবেঙ্গলের সামনে প্রমাণ করার দিন। এর আগে ইস্টবেঙ্গল তিনটে দলের বিরুদ্ধে খেলেছে। প্রত্যেকটা ম্য়াচেই তারা জয়লাভ করেছে। কিন্তু, সেই তুলনায় আজ মোহনবাগান অনেক বড় দল। অনেক শক্তিশালী দল। মোহনবাগানের বিরুদ্ধে যদি লাল-হলুদ ফুটবলাররা ভাল খেলতে পারে, তাহলে অবশ্যই বলতে পারব যে এই বছর ইস্টবেঙ্গল অনেক ভাল ফুটবলার দলে নিয়েছে।'
এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি যথেষ্ট ভাল ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে অপরাজেয় ছিল লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্য়াচে তাঁরা সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ গোলে পরাস্ত করে। পরের ম্য়াচে নামধারী এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জয়। আর গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা তারা খেলতে নেমেছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। এই ম্য়াচে মশালবাহিনী ৬-১ গোলে জয়লাভ করে। সবমিলিয়ে ইস্টবেঙ্গল এফসি যে আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে, তা বলা যেতেই পারে।
East Bengal vs Mohun Bagan: 'যে দলই সামনে আসুক না কেন...', ডার্বির আগে হুঙ্কার শৌভিকের
রবিবারও ইস্টবেঙ্গল জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে। দলে বেশ কয়েকজন নতুন বিদেশি ফুটবলার যোগ দিয়েছেন। মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবেন। এছাড়াও দলে থাকবেন সল ক্রেসপো এবং বিপিন সিংয়ের মতো অভিজ্ঞ ফুটবলার। দলের আক্রমণভাগ নেতৃত্ব দেবেন দিমিত্রিয়স পেত্রাতোস। সব মিলিয়ে গোটা দল একেবারে চাঙ্গা রয়েছে।
East Bengal FC: 'রশিদ যে খেলবে না, কাউকে জানাতামও না...', কেন এমন কথা বললেন অস্কার?
রবিবাসরীয় ডার্বি ম্য়াচে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মহম্মদ রশিদ। গত শুক্রবার (১৫ অগাস্ট) বিকেলবেলা পিতৃবিয়োগের খবর পেয়েছেন তিনি। আর এই দুঃসংবাদ পাওয়ামাত্র প্যালেস্তাইনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটা লাল-হলুদ ব্রিগেডের কাছে যে একটা বড় ধাক্কা, তা বলা যেতেই পারে। অ্যালভিটো বললেন, 'এটা হয়ত একটু সমস্যা হতে পারে। তবে একটা প্লেয়ারকে নিয়ে ফুটবল দল হয় না। ফুটবল কখনই একা একা খেলা যায় না। এটা টিম গেম। আজ রশিদ নেই তো কী হয়েছে? শৌভিক কিংবা জিকসন খেলবে। ওদেরকে দেখিয়ে দিতে হবে যে রশিদ না থাকলেও আমরা একেবারে প্রস্তুত রয়েছি। ওদের দেখাতে হবে, আমরাও কোনও অংশে কম নই। হম কিসি সে কম নেহি।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'একটা আমি যখন খেলতাম, তখনও কোনও ম্য়াচে না খেলতে পারলেও ইস্টবেঙ্গল জিতেছে। ব্যারেটোকে ছাড়া একাধিক ম্য়াচ জিতেছে মোহনবাগানও। একজন খেলোয়াড়ের জন্য কোনওদিন ফুটবল ম্য়াচ আটকে থাকে না। ফুটবল খেলায় এই সমস্যাগুলো তো থাকবেই। সব মিলিয়েই আমাদের খেলতে হবে।'