East Bengal FC: 'পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খুব ভয়ঙ্কর...', ডার্বি নিয়ে বড় কথা রহিম নবির

East Bengal vs Mohun Bagan: রবিবাসরীয় ডার্বি ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টকে সামান্য এগিয়ে রাখলেও, ইস্টবেঙ্গলকেও আন্ডার এস্টিমেট করতে একেবারে নারাজ রহিম নবি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি সেকথাই জানালেন।

East Bengal vs Mohun Bagan: রবিবাসরীয় ডার্বি ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টকে সামান্য এগিয়ে রাখলেও, ইস্টবেঙ্গলকেও আন্ডার এস্টিমেট করতে একেবারে নারাজ রহিম নবি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি সেকথাই জানালেন।

author-image
Koushik Biswas
New Update
Rahim Nabi (1)

কলকাতা ডার্বিতে কাকে এগিয়ে রাখলেন রহিম নবি

Kolkata Derby: ফুটবল ডার্বি জ্বরে আপাতত কাঁপছে শহর কলকাতা। রবিবার (১৭ অগাস্ট) চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) চতুর্থ তথা অন্তিম কোয়ার্টার ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছে। আর এই ম্য়াচে খেলতে নামছে কলকাতার দুই শতাব্দী-প্রাচীন ফুটবল ক্লাব। মোহনবাগান (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল (East Bengal FC)। দুই শিবিরে আপাতত উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। একটা 'বড় ম্য়াচ'-এর চাপ যে কতখানি হয়, সেটা খুব ভাল করেই জানেন বাংলা তথা ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবি (Rahim Nabi)। রবিবাসরীয় ডার্বি ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টকে সামান্য এগিয়ে রাখলেও, ইস্টবেঙ্গলকেও আন্ডার এস্টিমেট করতে একেবারে নারাজ তিনি।

Advertisment

East Bengal vs Mohun Bagan Live Streaming Info: কোথায়-কখন দেখবেন ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই? না জানলে চরম মিস

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রহিম নবি বললেন, 'যদি দলের দিক থেকে বিচার করা হয়, তাহলে মোহনবাগান অনেক বেশি এগিয়ে থাকবে। কারণ ধারে-ভারে ওরা অনেক বেশি শক্তিশালী। সবথেকে বড় কথা, ওরা পুরনো দলটাকেই ধরে রেখেছে। তবে ডার্বি ম্য়াচে কোন দল এগিয়ে থাকবে, সেটা আগে থেকে কিছুতেই বলা যায় না। কোন দল খেলতে নামবে, সেটার উপরই ম্য়াচের ভাগ্য নির্ধারণ করবে।'

Advertisment

Kolkata Derby 2025: কলকাতা ডার্বির মহাযুদ্ধ, এই ৫ ফুটবলারই কাঁপাবেন গোটা মাঠ! দেখে নিন

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, দুটো দলই গ্রুপ পর্বে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। রবিবারও যে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আশা করা যেতে পারে। প্রসঙ্গত. দুই দলই ৯ পয়েন্ট সংগ্রহ করে নিজেদের গ্রুপে শীর্ষস্থান দখল করেছিল। এবার কোয়ার্টার ফাইনালে যারা জিতবে, তারাই সেমির লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারবে।

East Bengal FC: 'রশিদ যে খেলবে না, কাউকে জানাতামও না...', কেন এমন কথা বললেন অস্কার?

রহিম নবির কথায়, 'ডার্বির ফলাফল নিয়ে আগে থেকে পূর্বাভাস করা একেবারে সম্ভব নয়। তবে আশা করব যে খেলাটা যথেষ্টই উপভোগ্য হবে। গ্রুপ পর্বে তো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল দলের বিরুদ্ধে খেলেছে। ফলে আসল শক্তির পরীক্ষা হয়নি। এই প্রথমবার দুটো দলই এতগুলো বিদেশি ফুটবলারের বিরুদ্ধে খেলতে নামবে। এখানেই হবে আসল পরীক্ষা। আজকের ডার্বি ম্য়াচে আমি কিছুটা হলেও মোহনবাগানকে এগিয়ে রাখব। তবে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল কিন্তু বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠে।'

Mohun Bagan Super Giant: 'আমরাও তো মানুষ...', ডার্বির আগে হঠাৎ কেন উল্টো সুর মলিনার গলায়?

এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি যথেষ্ট ভাল ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে অপরাজেয় ছিল লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্য়াচে তাঁরা সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ গোলে পরাস্ত করে। পরের ম্য়াচে নামধারী এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে জয়। আর গ্রুপ পর্বের শেষ ম্য়াচটা তারা খেলতে নেমেছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে। এই ম্য়াচে মশালবাহিনী ৬-১ গোলে জয়লাভ করে। সবমিলিয়ে ইস্টবেঙ্গল এফসি যে আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে, তা বলা যেতেই পারে।

East Bengal vs Mohun Bagan: 'যে দলই সামনে আসুক না কেন...', ডার্বির আগে হুঙ্কার শৌভিকের

অন্যদিকে, কম যায় না মোহনবাগান সুপার জায়ান্টও। প্রথম ম্য়াচে তারা মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-১ গোলে কষ্টার্জিত জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্য়াচে তারা খেলতে নেমেছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে। এই ম্য়াচে কিছুটা হলেও তারা ছন্দ ফিরে পেয়েছে। জয়লাভ করেছে ৪-০ গোলে। আর শেষ ম্য়াচে তারা ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে ৫-১ গোলে জয়লাভ করেছিল। ফলে ২০২৫ ডুরান্ডে দুটো দলই এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে।

'রশিদের অভাব ফ্যাক্টর হবে না ইস্টবেঙ্গলের'

রবিবাসরীয় ডার্বি ম্য়াচে খেলতে পারবেন না ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মহম্মদ রশিদ। গত শুক্রবার (১৫ অগাস্ট) বিকেলবেলা পিতৃবিয়োগের খবর পেয়েছেন তিনি। আর এই দুঃসংবাদ পাওয়ামাত্র প্যালেস্তাইনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটা লাল-হলুদ ব্রিগেডের কাছে যে একটা বড় ধাক্কা, তা বলা যেতেই পারে। নবি বললেন, 'মাঝমাঠে রশিদের অভাব কিছুটা হলেও ভোগাবে ইস্টবেঙ্গলকে। তবে ইস্টবেঙ্গল তো কারোর জন্য আটকে থাকে না। এটা বাজে কথা। ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলারই নাম করা। আজ যদি ওর চোট লাগত, তাহলে কি ইস্টবেঙ্গল খেলত না? ওটা ফ্যাক্টর হবে না। সবমিলিয়ে আজ যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই আমরা উপভোগ করব।'

East Bengal FC Rahim Nabi Kolkata Derby Mohun Bagan Super Giant Durand Cup 2025