/indian-express-bangla/media/media_files/2025/08/17/east-bengal-vs-mohun-bagan-2-2025-08-17-11-40-06.jpg)
আপাতত ডার্বির লড়াই শুরুর অপেক্ষা
East Bengal vs Mohun Bagan: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন আপাতত প্রস্তুত। রবিবাসরীয় সন্ধ্যায় ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) চতুর্থ তথা অন্তিম কোয়ার্টার ফাইনাল ম্য়াচ আয়োজন করা হচ্ছে। খেলতে নামছে কলকাতার দুই শতাব্দীপ্রাচীন ফুটবল ক্লাব। ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) এবং মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। সন্ধ্যা সাতটা থেকে এই ম্য়াচ শুরু হবে।
Kolkata Derby 2025: কলকাতা ডার্বির মহাযুদ্ধ, এই ৫ ফুটবলারই কাঁপাবেন গোটা মাঠ! দেখে নিন
চলতি ডুরান্ড কাপে কলকাতা ডার্বি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। ডুরান্ড কমিটি কলকাতার দুটো দলকে দুটো আলাদা গ্রুপে রেখেছে। ফলে গ্রুপ পর্বে ডার্বির কোনও অবকাশ ছিল না। এরপর কোয়ার্টার ফাইনালেও ডার্বি ম্য়াচ আয়োজন করা হবে কি না, তা নিয়ে একটা সময় যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, সেমিতে নাকি ডার্বির দ্বৈরথ দেখা যাবে। যাইহোক, শেষপর্যন্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচেই দুই দলের লড়াইয়ে চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে।
East Bengal vs Mohun Bagan: 'যে দলই সামনে আসুক না কেন...', ডার্বির আগে হুঙ্কার শৌভিকের
এই ম্য়াচে টিকিটের যে হাহাকার থাকবে, সেটা নতুন কোনও বিষয় না। এই বছরও ছবিটা ব্যতিক্রম নয়। শুক্রবার রাত থেকেই দুটো ক্লাবের সামনে টিকিটের জন্য লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। একটা টিকিটের জন্য হাজার হাজার সমর্থক কাটিয়েছেন বিনিন্দ্র রজনী। কিন্তু, তারপরও অনেকে টিকিট পাননি। অগত্যা ভরসা টেলিভিশন পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কখন-কোথায় কলকাতা ডার্বি ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা উপভোগ করতে পারবেন।
২০২৫ ডুরান্ড কাপে কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচ?
২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচ ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে। রবিবার (১৭ অগাস্ট) এই ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।
Mohun Bagan Super Giant: 'আমরাও তো মানুষ...', ডার্বির আগে হঠাৎ কেন উল্টো সুর মলিনার গলায়?
২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচটি টেলিভিশনের কোন চ্যানেলে দেখানো হবে?
২০২৫ ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট ম্য়াচটি টেলিভিশনের পর্দায় ভারতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Ten2 HD) সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ম্য়াচের অনলাইন স্ট্রিমিং দেখার জন্য সোনি লিভ (Sony LIV) অ্যাপে আপনার সাবস্ক্রিপশন থাকতে হবে।
প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে এই প্রথমবার দুই যুযুধান প্রতিপক্ষ নিজেদের পূর্ণশক্তি নিয়ে মাঠে নামছে। ফলে ম্য়াচটা যে কতখানি হাইভোল্টেজ হতে চলেছে, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দুটো দলই নিজেদের নাম লেখাতে চাইবে।
East Bengal FC: 'রশিদ যে খেলবে না, কাউকে জানাতামও না...', কেন এমন কথা বললেন অস্কার?
একটা ছোট পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখি। ২০২৩ সালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ২০২৪ সালের গ্রুপ পর্বে এই দুটো দলের মধ্যে সাক্ষাতের কথা থাকলেও নাগরিক প্রতিবাদের কারণে সেই ম্য়াচ বাতিল হয়ে যায়। এই টুর্নামেন্টে মোট পরিসংখ্যানের বিচারে ইস্টবেঙ্গল কিছুটা হলেও এগিয়ে থাকবে। এখনও পর্যন্ত ডুরান্ড ডার্বিতে ইস্টবেঙ্গল ৯ জয়লাভ করেছে। আর মেরিনার্সরা জিতেছে ৮ ম্য়াচে। বাকি ২২ ম্য়াচ ড্র হয়ে গিয়েছে। রবিবাসরীয় ডার্বির কপালে কী ফলাফল অপেক্ষা করছে, সেটাই আপাতত দেখার।