Durand Cup 2025 Live Telecast Info: ফ্রি'তে দেখতে চান ডুরান্ড কাপ ফাইনাল? এই ছোট্ট উপায়ে লাগবে না এক টাকাও

Durand Cup 2025: চলতি ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং এই বছরই ডেবিউ করা ডায়মন্ড হারবার এফসি। শনিবার (২৩ অগাস্ট, ২০২৫) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হবে।

Durand Cup 2025: চলতি ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং এই বছরই ডেবিউ করা ডায়মন্ড হারবার এফসি। শনিবার (২৩ অগাস্ট, ২০২৫) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Durand Cup 2025 Final

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ২০২৫ ডুরান্ড কাপ ফাইনাল

Durand Cup 2025: চলতি ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি (NorthEast United FC) এবং এই বছরই ডেবিউ করা ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। শনিবার (২৩ অগাস্ট, ২০২৫) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্য়াচের আয়োজন করা হবে।

Advertisment

গত বছর ফাইনাল ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাস্ত করেছিল হাইল্যান্ডার্সরা। এই নিয়ে তারা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। চলতি বছর সেমিফাইনাল ম্য়াচে নর্থ-ইস্ট ১-০ গোলে শিলং লাজংয়ের বিরুদ্ধে জয়লাভ করেছিল।

Diamond Harbour FC: জবির গতি, 'চাণক্য' কিবুর রণনীতি! কীভাবে আক্রমণ সাজাচ্ছে ডায়মন্ড হারবার এফসি?

Advertisment

অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসি-র উত্থান এককথায় রূপকথারই সমান। সেমিফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে তারা সবাইকে চমকে দিয়েছিল। এবার ফাইনাল ম্যাচে সেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার।

কখন-কোথায় শুরু হবে ২০২৫ ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ?

শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং ডায়মন্ড হারবার এফসি-র মধ্যে ২০২৫ ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচটি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা হবে।

Durand Cup 2025 Prize Money: ফাইনালের দোরগোড়ায় ২০২৫ ডুরান্ড কাপ, কত টাকা পুরস্কার পাবে বিজয়ীরা?

কোখায় দেখবেন ২০২৫ ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ?

নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং ডায়মন্ড হারবার এফসি-র মধ্যে আয়োজিত ২০২৫ ডুরান্ড কাপের লাইভ টেলিকাস্ট সোনি স্পোর্টস নেটওয়ার্কে করা হবে। এর পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচের লাইভ স্ট্রিমিং আপনারা উপভোগ করতে পারেন। 

Kibu Vicuna: রূপকথার শেষ অধ্যায়ে ডায়মন্ড হারবার, ভিকুনার জীবন দর্শনই সাফল্যের চাবিকাঠি?

এছাড়া যদি কোনও সাবক্রিপশন ছাড়া একেবারে বিনামূল্যে আপনি এই ম্য়াচ দেখতে চান, তাহলে জিও টিভি অ্যাপে আপনি চোখ রাখতেই পারেন। এর পাশাপাশি ম্যাচ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ খবর আপনারা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য় পেয়ে যাবেন।

দুই দলের সম্ভাব্য একাদশ:

নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি - গুরমীত সিং (গোলকিপার), হৃদিম লাং, আশির আখতার, মিকেল জোবাকো, বুয়ানথাংলান সামতে, অ্যান্ডি রডরিগস, মায়াক্কান, চিমা নুনেজ, জীতিন এমএস, লালরিনজুয়ালা লালবিয়াকনিয়া, আলাদিন আজারাই।

Durand Cup 2025 Ticket Price: ডুরান্ডে এবার 'খেলা হবে', টিকিটের দাম পকেট পরোটার থেকেও কম?

ডায়মন্ড হারবার এফসি - সুশান্ত মালিক (গোলকিপার), অজিত কুমার, মিকেল কোর্তাজার, নরেশ সিং, মেলরয় আসিসি, ক্লেটন, লালিয়ানসাঙ্গা, পল পল রামফানজাউভা, গিরিক খোসলা, লুকা মাজেন, জবি জাস্টিন।

Diamond Harbour FC Durand Cup 2025 NorthEast United FC