East Bengal FC: চলতি কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) বড় সুযোগ হাতছাড়া করেছে ইস্টবেঙ্গল এফসি। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল লাল-হলুদ ব্রিগেডের সামনে। কিন্তু, পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে লজ্জার হার সেই স্বপ্নকে আপাতত 'আকাশকুসুম' করে তুলেছে। কিন্তু, হাল ছাড়তে নারাজ মশালবাহিনী। আর সেই জেদকে সঙ্গী করেই এবার তারা কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলতে নামছে।
East Bengal FC: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবেন লাল-হলুদের প্রাক্তন যোদ্ধা? জল্পনা আপাতত তুঙ্গে
২০২৫-২৬ কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের যাত্রাপথ যে একেবারে মসৃণ নয় তা বলা যেতেই পারে। এখন পর্যন্ত তারা ৭ ম্য়াচ খেলে ১১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তিনটে ম্য়াচে জয়ের পাশাপাশি ২ ম্য়াচে তারা হেরে গিয়েছে। আর বাকি দুটো ম্য়াচ ড্র হয়েছে। ইতিমধ্যে কলকাতা ডার্বি ম্য়াচে ইস্টবেঙ্গল ৩-২ গোলে মোহনবাগানের বিরুদ্ধে জয়লাভ করেছিল। এমনকী BSS স্পোর্টিংয়ের বিরুদ্ধেও তারা হাফডজন গোলে জয়লাভ করেছে।
East Bengal Vs Namdhari FC Highlights: মাঠে নেমেই জাত চেনালেন হামিদ, আগুন গোলে জেতালেন ইস্টবেঙ্গলকে
কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এই তালিকায় রয়েছে ৯ নম্বরে। গত ৬ ম্য়াচের মধ্যে তারা মাত্র দুটোতেই জয়লাভ করেছে। একটা ম্য়াচে হেরেছে। আর তিনটে ড্র করেছে। তাদের ঝুলিতে আপাতত রয়েছে ৭ পয়েন্ট। তালিকার শীর্ষস্থানে পাঠচক্র ১৫ পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের সামনে জয় ছাড়া যে আর কোনও রাস্তা খোলা নেই, তা বলাই বাহুল্য।
Hamid Ahadad East Bengal: হামিদই লাল-হলুদের নয়া 'মুসাফির'! ঘোরাতে পারবেন ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা?
কী বললেন বিনো জর্জ?
বৃহস্পতিবার (৭ অগাস্ট) ইস্টবেঙ্গল দলের কোচ বিনো জর্জ বললেন, 'আগামীকাল আমরা স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলতে নামব। এই ম্য়াচের জন্য আমরা একেবারে প্রস্তুত। আগামী ৪ ম্য়াচই আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেকথা মাথায় রেখেই আমরা অনুশীলন করেছি।'
East Bengal FC Win: 'হামিদের খেলা মনে দাগ কাটতে পারেনি...', ইস্টবেঙ্গলের জয়ের দিনে এ কী বললেন প্রাক্তন তারকা?
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'গত ম্য়াচে আমরা পয়েন্ট হাতছাড়া করেছি। সেকারণে দলের ফুটবলারদের উপরও যথেষ্ট চাপ তৈরি হয়েছে। তবে আমার যেটা কাজ, সেটাই আপাতত করছি। গোটা দলকে মোটিভেট করছি। ভাল পারফরম্য়ান্সের জন্য অনুপ্রাণিত করছি। আমাদের মধ্যে জেতার যথেষ্ট যোগ্যতা রয়েছে। এখন বেশি কথা বলার সময় নয়। আমাদের মধ্যে যে যোগ্যতা রয়েছে, সেটা প্রমাণ করতে হবে। এটাই আপাতত আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।'