East Bengal FC Win: 'হামিদের খেলা মনে দাগ কাটতে পারেনি...', ইস্টবেঙ্গলের জয়ের দিনে এ কী বললেন প্রাক্তন তারকা?

East Bengal FC Win: চলতি ডুরান্ড কাপের নক-আউট পর্বে ইতিমধ্য়ে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার নামধারী এফসিকে তারা ১-০ গোলে পরাস্ত করেছে।

East Bengal FC Win: চলতি ডুরান্ড কাপের নক-আউট পর্বে ইতিমধ্য়ে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার নামধারী এফসিকে তারা ১-০ গোলে পরাস্ত করেছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Hamid Ahadad East Bengal

দুরবীণ দিয়ে কী দেখছেন হামিদ আহদাদ?

East Bengal FC: চলতি ডুরান্ড কাপের নক-আউট পর্বে ইতিমধ্য়ে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল এফসি। বুধবার (৬ অগাস্ট) তারা নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে ইস্টবেঙ্গল ১-০ গোলে জয়লাভ করেছে। ম্য়াচে একমাত্র গোলটি করেছেন মরোক্কান ফুটবল তারকা হামিদ আহদাদ (Hamid Ahadad)। ৬৮ মিনিটে জয়সূচক গোলটি করলেন তিনি। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে ২ ম্য়াচের মধ্যে দুটোতেই জয়লাভ করেছে।

Advertisment

Hamid Ahadad East Bengal: হামিদই লাল-হলুদের নয়া 'মুসাফির'! ঘোরাতে পারবেন ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা?

ইস্টবেঙ্গলের জয় নিয়ে উচ্ছ্বসিত নন বিকাশ পাঁজি

Advertisment

তবে নামধারীর বিরুদ্ধে এই জয় নিয়ে একেবারে উচ্ছ্বসিত হতে পারলেন না ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি। ম্যাচের শেষে তিনি বললেন, 'এই জয়কে আমি দুরন্ত বলতে পারব না। কারণ, এই ম্য়াচে ইস্টবেঙ্গল দলের স্ট্র্যাটেজিই ছিল যে আমরা গোল খাব না। ড্রয়ের খেলা খেলতে নেমেছিল। আমরা একটু বেশিই ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। উইং প্লে'টা আরেকটু বেশি হলে ফলাফল আরও ভাল হত।'

East Bengal Vs Namdhari FC Highlights: মাঠে নেমেই জাত চেনালেন হামিদ, আগুন গোলে জেতালেন ইস্টবেঙ্গলকে

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল কোনও গোল করতে না পারলেও যথেষ্ট দাপট দেখিয়েছে। সবথেকে বড় দূর্ভাগ্যের বিষয়, দলের তারকা ফুটবলার মিগুয়েল ফেরেরার তিনটে শট গোল পোস্টে লেগে প্রতিহত হয়। নাহলে ম্য়াচের ফলাফল যে আলাদা হত, তা নির্দ্বিধায় বলা যায়। পরিসংখ্যান বলছে, ম্য়াচের প্রথম ৪৫ মিনিটে ইস্টবেঙ্গল যেখানে ৯ গোলমুখী শট মেরেছে, নামধারী সেখানে একটাও মারতে পারেনি। তবে কথায় আছে - সব ভাল যার, শেষ ভাল তার। শেষপর্যন্ত যে ইস্টবেঙ্গল এই ম্য়াচে জয়লাভ করে নকআউটের টিকিট কনফার্ম করতে পেরেছে, এতেই খুশি সমর্থকরা।

East Bengal FC: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবেন লাল-হলুদের প্রাক্তন যোদ্ধা? জল্পনা আপাতত তুঙ্গে

তবে এদিন বিকাশ পাঁজির গলায় ইস্টবেঙ্গল দলের ভাগ্য নিয়ে কিছুটা হলেও আক্ষেপ শোনা গেল। কেন এই আক্ষেপ? তিনি বললেন, 'আমাদের কপালটাও তো খারাপ যাচ্ছে। গত ১০-১২ বছর ধরে রেফারির শিকার হচ্ছি। আমাদের কপাল খারাপ বলেই তিনটে বল পোস্টে লেগে ফিরে এল। সেকারণে এই খেলার ফলাফল নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাইহোক, শেষপর্যন্ত যে জিততে পেরেছি, এটাই বড় কথা।'

East Bengal FC: পুলিশের ব্যারিকেডে আটকাল ইস্টবেঙ্গল, জোড়া গোলে লজ্জার হার লাল-হলুদের

শেষকালে তিনি বললেন, 'এই ম্য়াচে হামিদ অনেকটাই পরে নেমেছে। তবে ওর খেলা আমার মনে দাগ কাটতে পারেনি। সবে এসেছে। অল্প সময়ও পেয়েছে। আশা করছি, আরও অনুশীলন করলে আগামী দিনে হয়ত ভাল ফুটবল উপহার দিতে পারবে। তবে আজ ও যে পারফরম্য়ান্স করেছে, সেটা একেবারে নজর কাড়তে পারেনি। যদিও এত তাড়াতাড়ি বিচার করাও উচিত নয়। উইনিং গোলটা করতে পেরেছে। এটাই একটা ভাল বিষয়। তবে আমার মনে হয়, ওর জায়গায় যদি মাদিহ তালাল খেলত, তাহলে অবশ্যই বেটার পারফরম্য়ান্স করতে পারত।'

East Bengal FC Hamid Ahadad