East Bengal FC News Updates: আসতে না আসতেই 'সমস্যা'! কেন ডুরান্ডের প্রথম ম্য়াচে খেলবেন না মিগুয়েল-সিবিয়ে?

Durand Cup 2025: ১৩৪ তম মরশুমে পা রাখতে চলেছে ডুরান্ড কাপ প্রতিযোগিতা। বুধবার উদ্বোধনী ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।

Durand Cup 2025: ১৩৪ তম মরশুমে পা রাখতে চলেছে ডুরান্ড কাপ প্রতিযোগিতা। বুধবার উদ্বোধনী ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC Durand Cup 2025

ডুরান্ডের প্রথম ম্য়াচে খেলতে পারবেন না মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিল

East Bengal FC: বুধবার থেকে শুরু হচ্ছে ২০২৫ ডুরান্ড কাপ (Durand Cup 2025) প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টে প্রথম ম্য়াচেই খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরুর ফুটবল ক্লাব সাউথ ইউনাইটেড (South United FC)। তবে উদ্বোধনী ম্য়াচের একদিন আগেই অর্থাৎ মঙ্গলবার (২২ জুলাই) ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) জানিয়ে দিয়েছেন যে প্রথম ম্য়াচে খেলবেন না দলের দুই নয়া বিদেশি - ব্রাজিলের মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা এবং আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়ে।

Advertisment

১৩৪ তম মরশুমে পা রাখতে চলেছে ডুরান্ড কাপ প্রতিযোগিতা। বুধবার উদ্বোধনী ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রসঙ্গত, এই বছরই ডুরান্ড কাপে অভিষেক হচ্ছে বেঙ্গালুরুর এই ফুটবল ক্লাবটির।

East Bengal FC in Durand Cup: 'ওরা অনেক বেশি সময় পেয়েছে...', ডুরান্ডে নামার আগেই নাকেকান্না অস্কারের?

Advertisment

কী বললেন অস্কার ব্রুজোঁ?

ম্য়াচের আগের দিন ইস্টবেঙ্গল এফসি দলের হেড কোচ অস্কার ব্রুজোঁ বললেন, 'সিবিয়ে এবং ফিগুয়েরাকে নিয়ে আমি একটাই কথা বলতে পারে। ওদের নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। আসলে এখনও পর্যন্ত ওরা আইটিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট হাতে পায়নি। নিয়ম অনুসারে, কোনও ম্য়াচের ৪৮ ঘণ্টা আগে ফুটবলারদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। আগামীকাল আশা করছি, সল (ক্রেসপো), দিমি (দিমিত্রিয়স দিয়ামান্তাকোস) এবং রশিদকে আমরা পাব।' প্রসঙ্গত, মহম্মদ রশিদও কয়েকদিন আগে ইস্টবেঙ্গল ক্লাবে সই করেছেন।

East Bengal Transfer Update: ডুরান্ডের আগেই চরম দুঃসংবাদ! সমর্থকদের কাঁদিয়ে ইস্টবেঙ্গল ছাড়লেন তারকা ফুটবলার

চোটের কারণে খেলতে পারবেন না শৌভিকও

লাল-হলুদের এই স্প্যানিশ কোচ আরও যোগ করেছেন, ভারতীয় মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীকেও আজকের ম্যাচে পাওয়া যাবে না। সম্প্রতি শৌভিকের সঙ্গে ইস্টবেঙ্গল ২ বছরের চুক্তি বাড়িয়েছে। কিন্তু, চোটের কারণে তিনি এই ম্য়াচটা খেলতে পারবেন না।

Durand Cup 2025 Live-Streaming Info: কোন চ্যানেলে দেখবেন ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ম্য়াচ? না জানলে হাত কামড়াবেন

ব্রুজোঁ বললেন, 'আমরা আপাতত ফুটবলারদের বর্তমান অবস্থা বোঝার চেষ্টা করছি। প্রথম ম্য়াচে আমাদের যথেষ্ট প্রতিযোগিতামূলক দল নামাতে হবে। কারণ সাউথ ইউনাইটেডে প্রচুর তরুণ ফুটবলার রয়েছে। ওদের দলে প্রচুর এনার্জি আছে। খাতায়-কলমে হয়ত আমরা আপাতত এগিয়ে রয়েছি, কিন্তু প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাইনি।'

South United FC: প্রথমবার ডুরান্ডে অভিষেক, ইস্টবেঙ্গলকে নিয়ে কী ভাবছে সাউথ ইউনাইটেড এফসি?

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'প্রথম ম্য়াচে আমি যথেষ্ট সাবধানে পা ফেলতে চাই। এখনও পর্যন্ত আমরা পাঁচটি ট্রেনিং সেশন করেছি। আগামীকালের ম্যাচটা আমাদের কাছে যথেষ্ট কঠিন হতে চলেছে। তবে এটা অন্তত একটা স্বস্তি দেবে যে আমাদের পরবর্তী ম্যাচটা আগামী ৬ অগাস্ট রয়েছে। আশা করছি, ততদিনে দলটা একটা ভাল জায়গায় পৌঁছে যাবে।'

East Bengal FC Oscar Bruzon Durand Cup 2025 South United FC