/indian-express-bangla/media/media_files/2025/09/21/east-bengal-fan-3-2025-09-21-18-26-08.jpg)
জোড়া আনন্দ সংবাদে মাতোয়ারা ইস্টবেঙ্গল সমর্থকরা
East Bengal FC: ইস্টবেঙ্গল এফসি-র ভাগ্যের চাকা ইতিমধ্যে ঘুরে গিয়েছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) আইএফএ ঘোষণা করে দিয়েছে যে গত বছর কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলই। অন্য়দিকে, চলতি সিএফএল (CFL 2025-26) মরশুমে সোমবার তারা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটা যদি লাল-হলুদ ব্রিগেড নিদেন ড্র'ও করে, তাহলেও এই বছরও বিজয়ীর শিরোপা তাদের মাথাতেই উঠবে। এমন একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। আগামীকাল ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের থেকে কোনও প্রবেশ মূল্য নেওয়া হবে না। অর্থাৎ, তাঁরা একেবারে বিনামূল্যে ম্য়াচটি উপভোগ করতে পারবেন।
East Bengal FC CFL Champion: অবশেষে স্বপ্নপূরণ, বাঁধ মানল না চোখের জল! আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
এই বছর কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল এফসি-কে কিন্তু যথেষ্ট চড়াই এবং উৎরাইয়ের সাক্ষী থাকতে হয়েছে। তবে সাম্প্রতিক কয়েকটা ম্যাচে তারা যথেষ্টই ভালো পারফরম্য়ান্স করেছে। আর এই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই সোমবার (২২ সেপ্টেম্বর) তারা মাঠে নামবে। রবিবার বিকেলবেলা লাল-হলুদ ফুটবলাররা অনুশীলনে নেমেছিলেন। অনুশীলনে যোগ দেন সিনিয়র দলের তারকা বিদেশি মিগুয়েল ফেরেইরাও। প্রত্যেককেই যথেষ্ট চনমনে দেখাচ্ছিল। ঘরের মাঠে সমর্থকরা ইস্টবেঙ্গল ব্রিগেডকে যে বাড়তি অক্সিজেন দেবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
East Bengal FC: অপেক্ষার অবসান, দীর্ঘদিনের দাবি মিটল ইস্টবেঙ্গলের! খুশিতে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিনো জর্জ
ইস্টবেঙ্গল ফুটবল দলের কোচ বিনো জর্জ বললেন, 'আমি আগেই বলেছিলাম, প্রত্যেকটা ম্য়াচ ধরে আমরা পরিকল্পনা করছি। আগামীকাল ম্য়াচের জন্যও আমাদের হাতে যথেষ্ট ভাল দল রয়েছে। প্রতিপক্ষ দলের উপর যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, ঘরের মাঠে আমরা বাড়তি সুবিধা পাব। কালকের ম্য়াচটা আমাদের জিততেই হবে।'
East Bengal FC: ইস্টবেঙ্গলে এবার 'জাপানি বোমা', সামুরাই যুদ্ধের হুঙ্কার লাল-হলুদ ব্রিগেডের!
এরপরই তিনি ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের ফ্রি এন্ট্রির বিষয়টা উল্লেখ করেন। বিনোর কথায়, 'সমর্থকদের কাছে আমি একটাই অনুরোধ করতে চাই। দয়া করে মাঠে আসুন। আমাদের সাপোর্ট করুন। আগেই জানিয়ে দিচ্ছি, আগামীকাল মাঠে প্রবেশ করার জন্য ১ টাকাও লাগবে না। কলকাতা ফুটবল লিগের শেষ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। আপনারা সকলে আসুন। আমাদের সাপোর্ট করুন। আশা করছি, আমাদের দলের ফুটবলাররা ভালই পারফরম্য়ান্স করবে।'
East Bengal FC: আজকের দিনেই ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল! আপনাদের মনে আছে সেকথা?
সঙ্গে তিনি আরও যোগ করেন, গত বছর ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার খবরটা গোটা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দিলেন, 'এতদিন ধরে গোটা ব্যাপারটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ছিল। শেষপর্যন্ত এই ঘোষণাটা হয়ে খুব ভাল হয়েছে। IFA-র ওই ঘোষণার পর আমরা সকলেই যথেষ্ট খুশি। তবে এই আনন্দের জোয়ারে গা ভাসালে চলবে না। আগামীকাল আমাদের জিততেই হবে।' প্রসঙ্গত, সোমবার দুপুর ২টোয় ক্লাবের হাতে ২০২৪-২৫ কলকাতা ফুটবল লিগের ট্রফি ইস্টবেঙ্গলের হাতে তুলে দেওয়া হবে। এই উপলক্ষ্যে মাঠে আসবেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us