East Bengal FC: অপেক্ষার অবসান, দীর্ঘদিনের দাবি মিটল ইস্টবেঙ্গলের! খুশিতে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

East Bengal FC News: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে আপাতত স্বস্তির হাওয়া বইছে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, লাল-হলুদ ব্রিগেডকে গত মরশুমের CFL চ্যাম্পিয়ন ঘোষণা করা যেতে পারে।

East Bengal FC News: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে আপাতত স্বস্তির হাওয়া বইছে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, লাল-হলুদ ব্রিগেডকে গত মরশুমের CFL চ্যাম্পিয়ন ঘোষণা করা যেতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC (15)

খুশিতে আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা

East Bengal FC: ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) সময়টা আপাতত ভাল যাচ্ছে না। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গলকে হারানোর পর তারা যে মাতামাতি করেছিল, তা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। সম্প্রতি কলকাতা ফুটবল লিগে তারা মশালবাহিনীর কাছে পরাস্ত হয়েছে। তবে এবার আর ফুটবল ময়দানে নয়, আইনি লড়াইয়েও ইস্টবেঙ্গলের কাছে কার্যত পেনাল্টিতে গোল খেল তারা।

Advertisment

East Bengal FC: ইস্টবেঙ্গলে এবার 'জাপানি বোমা', সামুরাই যুদ্ধের হুঙ্কার লাল-হলুদ ব্রিগেডের!

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পক্ষ থেকে একটি বিশেষ রায় ঘোষণা করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, গত সিএফএল মরশুমে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে কোনও বাধা দেওয়া যাবে না। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর কথায়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ইতিপূর্বে জেলা আদালতে আবেদন করেছিল। সেই আবেদন অনুসারে জেলা আদালতও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি কর। কিন্তু, এবার সেটা বাতিল ঘোষণা করা হল।

Advertisment

East Bengal FC: আজকের দিনেই ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল! আপনাদের মনে আছে সেকথা?

কী হয়েছিল ঘটনাটি, আসুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে মাত্র কয়েকদিনের ব্যবধানেই নাকি তাদের কলকাতা ফুটবল লিগ, রিলায়্যান্স ফাউন্ডেশন লিগ ও আই লিগ ২ টুর্নামেন্টের একাধিক ম্যাচ খেলতে হয়েছে। সেকারণে তাদের দলে শারীরিক ফিটনেসের যথেষ্টই অভাব ছিল। এই পরিস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে IFA-র কাছে অনুরোধ করা হয়েছিল, ইস্টবেঙ্গল ম্যাচটি যেন কয়েকটা দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। কিন্তু, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন সেই আবেদনে কর্ণপাত করেনি। অবশেষে ডায়মন্ড হারবার এফসি দাবি করে, ইস্টবেঙ্গলকে অন্যায়ভাবে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন করে দেওয়া হচ্ছে।

East Bengal FC News: কথা রাখল ইস্টবেঙ্গল, সমর্থকদের কথা ভেবে এমন কাজই করল লাল-হলুদ ব্রিগেড!

ইতিপূর্বে, এই মামলাটি আলিপুর জেলা আদালতে উঠেছিল। সেখানে অবশ্য ডায়মন্ড হারবার এফসি-র পক্ষেই রায় দেওয়া হয়। সঙ্গে এও ঘোষণা করে দেওয়া হয়েছিল যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না।

East Bengal FC (16)

কলকাতা হাইকোর্টে আবেদন IFA-র

এই পরিস্থিতিতে ক্রমশ বিতর্কের পারদ চড়তে শুরু করে। অবশেষে আলিপুর জেলা আদালতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা কলকাতা হাইকোর্টে আবেদন করে। কলকাতা হাইকোর্ট অবশেষে জানিয়ে দেয়, কোনও যথাযথ কারণ ছাড়াই জেলা আদালত এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছিল। এই নির্দেশ একেবারেই আইনসম্মত নয়। সুতরাং, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর কোনও বাধা রইল না।

East Bengal FC: ম্লান হল হিরের দ্যুতি, ডুরান্ডের বদলা কলকাতা লিগে নিল ইস্টবেঙ্গল

প্রসঙ্গত, গত মরশুমের কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের ঝুলিতে মোট ৪৭ পয়েন্ট এসেছিল। আই-লিগ ২ ম্য়াচের দোহাই দিয়ে খেলেনি ডায়মন্ড হারবার এফসি। অন্যদিকে, ওয়াকওভার দিয়েছিল ভবানীপুর ফুটবল ক্লাবও। আর সেকারণেই শেষপর্যন্ত ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

Calcutta High Court Diamond Harbour FC East Bengal FC