/indian-express-bangla/media/media_files/2025/08/17/east-bengal-3-2025-08-17-15-34-53.jpg)
East Bengal FC: জবি জাস্টিন। কলকাতার ফুটবল সমর্থকদের কাছে এই নামটা একেবারেই অচেনা নয়। ইতিপূর্বে ইস্টবেঙ্গলের জার্সিতে কাঁপিয়েছেন কলকাতা ময়দান। আর এবার ডায়মন্ড হারবার এফসি-র জার্সিতে। চলতি ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি খেলতে নেমেছিল। এই ম্য়াচে জবির গোলেই শেষপর্যন্ত ছিটকে যায় ইস্টবেঙ্গল। কিন্তু, লাল-হলুদ সমর্থকদের প্রতি তাঁর ভালবাসা আজও অমলিন।
East Bengal FC: হারতেই নাকেকান্না ইস্টবেঙ্গলের, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ অস্কার ব্রুজোঁ!
কলকাতার প্রতি ভালবাসার কথা জানালেন জবি জাস্টিন
৩৩ বছর বয়সি এই ফুটবলার বর্তমানে ডায়মন্ড হারবার এফসি দলের অধিনায়ক। কিন্তু, ইস্টবেঙ্গলকে আজও তিনি হৃদয়ের মণিকোঠায় রেখে দিয়েছেন। জবি বললেন, 'কলকাতা আমাকে কখনও হতাশ করেনি। এই শহর এবং এখানকার লোকজন সবসময় আমার সঙ্গে ভাল ব্যবহার করেছে। এমনকী, টোটো-রিকশায় চাপলে আজও আমার থেকে কেউ টাকা নেয় না। যদিও আমি ভাড়া দেওয়ার জন্য জোরাজুরি করি। এই শহর আমাকে এতটাই ভালবাসে, এতটাই যত্ন করে। ফুটবল মাঠেই আমি এই ভালবাসার প্রতিদান দিতে চাই।'
East Bengal FC Loss: 'কোন ক্লাবের জার্সি পরে কী খেলছে...', কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রহিম নবি?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী শনিবার (২৩ অগাস্ট) চলতি ডুরান্ড কাপের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। এই ম্য়াচে খেলতে নামবে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার এই প্রথমবার ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে নেমেছে। এই পরিস্থিতিতে যদি তারা ট্রফি জিততে পারে, তাহলে বাংলা ফুটবলে সেটা এক নয়া ইতিহাস সৃষ্টি হবে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/08/20/east-bengal-fc-vs-diamond-harbour-fc-6-2025-08-20-21-38-01.jpg)
East Bengal FC: 'পচা শামুকে পা কাটল...', ইস্টবেঙ্গলের হার নিয়ে হতাশ গৌতম সরকার
জবি জাস্টিন বললেন, 'এই ক্লাবের থেকে আমাদের দলের মালিক এবং ম্য়ানেজমেন্টের থেকে প্রচুর প্রত্যাশা রয়েছে। ওঁরা একেবারে সঠিক জায়গায় বিনিয়োগ করেছেন। আমাদের দলের মধ্যে যথেষ্ট একতা রয়েছে। সবকিছু আপাতত একেবারে ঠিকঠাক এগোচ্ছে। পাশাপাশি কোচ কিবু ভিকুনা আমাদের থেকে কী চাইছেন, সেটাও একেবারে স্পষ্ট।'
East Bengal FC: লাল-হলুদের প্রাক্তনীর গোলেই পরাস্ত ইস্টবেঙ্গল, চুরমার ফাইনালের স্বপ্ন
উল্লেখ্য, ২০২৩ সালে ডায়মন্ড হারবার এফসি ক্লাবে যোগ দিয়েছেন জবি জাস্টিন। ইতিমধ্যে এই ফুটবল ক্লাবটি আই-লিগ ৩ এবং আই-লিগ ২ টুর্নামেন্টে জয়লাভ করেছে। জবির কথায়, 'আমাদের স্কোয়াডে দুটো দল মিলিয়ে আপাতত ৫০ জন ফুটবলার রয়েছেন। একটা দল সিনিয়র টুর্নামেন্ট খেলছে, আর অন্য দল ক্যালকাটা ফুটবল লিগ। দলের প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায়। যে রাস্তায় আমরা ইতিপূর্বে সাফল্য অর্জন করেছি, এবারও সেই পথেই হাঁটতে চাই।'