East Bengal FC: লক্ষ্মী পুজোর আগেই আসছে 'সুখবর'? আনন্দে নাচছেন ইস্টবেঙ্গল সমর্থকরা

East Bengal FC: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে ভাগ্যের চাকা ইতিমধ্যে ঘুরে গিয়েছে। চলতি বছর কলকাতা ফুটবল লিগের খেতাব লাল-হলুদ ব্রিগেডের হাতে উঠেছে। সঙ্গে আবার উপরি পাওনা হিসেবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, গত বছরের খেতাবও তাদেরই প্রাপ্য।

East Bengal FC: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে ভাগ্যের চাকা ইতিমধ্যে ঘুরে গিয়েছে। চলতি বছর কলকাতা ফুটবল লিগের খেতাব লাল-হলুদ ব্রিগেডের হাতে উঠেছে। সঙ্গে আবার উপরি পাওনা হিসেবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, গত বছরের খেতাবও তাদেরই প্রাপ্য।

author-image
IE Bangla Sports Desk
New Update
East Bengal FC (2)

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর অপেক্ষা করছে

East Bengal FC: ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে ভাগ্যের চাকা ইতিমধ্যে ঘুরে গিয়েছে। ইতিপূর্বে, ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠলেও, অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল। তবে ট্রফির খিদে অবশ্য মিটে গিয়েছে কলকাতা ফুটবল লিগে। চলতি বছর কলকাতা ফুটবল লিগের খেতাব লাল-হলুদ ব্রিগেডের হাতে উঠেছে। সঙ্গে আবার উপরি পাওনা হিসেবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, গত বছরের খেতাবও ইস্টবেঙ্গলেরই প্রাপ্য। সবমিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবে যে আপাতত খুশির হাওয়া বইছে, তা বলা যেতেই পারে।

Advertisment

East Bengal FC: ইস্টবেঙ্গলে এবার 'জাপানি বোমা', সামুরাই যুদ্ধের হুঙ্কার লাল-হলুদ ব্রিগেডের!

কবে আসবেন ইবুসুকি?

এবার ইস্টবেঙ্গলের সামনে লক্ষ্য সুপার কাপ। আগামী ২৫ অক্টোবর তারা রিয়াল কাশ্মীর এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে। আর ৩১ তারিখ খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের (East Bengal vs Mohun Bagan) বিরুদ্ধে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন সুপার কাপ (Super Cup 2025) এবং আগামী ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে লাল-হলুদ ব্রিগেড ইতিমধ্যে নিজেদের সংসার গুছিয়ে ফেলেছে। দলে বিদেশি ফুটবলারদের কোটাও কমপ্লিট হয়ে গিয়েছে। বাকি বিদেশিরা ইতিমধ্যে কলকাতায় পা রাখলেও, লাল-হলুদের জাপানি 'বোমা' হিরোশি ইবুসুকির (Hiroshi Ibusuki) জন্য অপেক্ষা করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। শোনা যাচ্ছে, আগামী লক্ষ্মীপুজোর আগেই তিনি মশালবাহিনীতে যোগ দিতে পারেন।

Advertisment

Mohun Bagan vs East Bengal: সুপার কাপে কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান-ইস্টবেঙ্গল? পুজোর আগেই 'বোনাস' সমর্থকদের

উল্লেখ্য, ইস্টবেঙ্গল ক্লাবে চতুর্থ জাপানি ফুটবলার হিসেবে যোগ দিতে চলেছেন হিরোশি ইবুসুকি। ইতিপূর্বে তিনি লা-লিগায় খেলেছেন। আশা করা হচ্ছে, ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে অস্কার ব্রুজোঁর দলকে তিনি আরও শক্তিশালী করতে পারবেন। এবার ইবুসুকির কেরিয়ার গ্রাফে সামান্য চোখ বুলিয়ে নেওয়া যাক। জাপানের কাশিওয়া রেসল ক্লাবের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ইবুসুকি। এরপর ২০০৯ সালে তাঁর ইউরোপিয় যাত্রা শুরু হয়। যোগ দেন স্পেনের জিরোনা এফসি ক্লাবে। এর ঠিক ২ বছর পর সেভিলা এফসিতে যোগ দেন তিনি। এরপর আবারও জাপানে ফিরে আসেন। অ্যালবিরেক্স নিগাতা, জেইএফ ইউনাটেড চিবা, শোনান বেলামারে এবং শিমিজ়ু এস-প্লাস ক্লাবের হয়ে খেলেছেন তিনি। 

East Bengal FC: ঘরের মাঠে জ্বলল লাল-হলুদ মশাল, কলকাতা লিগের শিরোপা ইস্টবেঙ্গলের মাথায়

আপনারা সকলেই জানেন যে লাল-হলুদ ব্রিগেডের আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের (Dimitrios Diamantakos) জায়গায় খেলবেন ইবুসুকি। গত মাসের শুরুতেই দিমিকে ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ৩৪ বছর বয়সি এই জাপানি ফরোয়ার্ড সম্প্রতি ওয়েস্টার্ন ইউনাইট দলের হয়ে এ-লিগে খেলেছিলেন। কিন্তু, ক্লাবটি ভেঙে যাওয়ার পর দলের প্রত্যেক ফুটবলার এবং হেড কোচকে রিলিজ করে দেওয়া হয়েছে।

East Bengal FC: অপেক্ষার অবসান, দীর্ঘদিনের দাবি মিটল ইস্টবেঙ্গলের! খুশিতে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগদান করেই কার্যত হুঙ্কার ছেড়েছিলেন ইবুসুকি। তিনি বলেছিলেন, 'এই ক্লাবের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। পাশাপাশি সমর্থকদের ভালবাসাও অকৃত্রিম। আর সেকারণেই ইস্টবেঙ্গল এশিয়া ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব। এমন একটি সুপ্রসিদ্ধ ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আশা করছি, আগামী টুর্নামেন্টগুলোয় এই ক্লাবকে জেতাতে সাহায্য করব।'

Super Cup 2025 Dimitrios Diamantakos East Bengal vs Mohun Bagan Hiroshi Ibusuki East Bengal FC