/indian-express-bangla/media/media_files/2025/10/06/east-bengal-fc-2025-10-06-15-16-53.jpg)
বদলে গেল আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গলের ভেন্যু
East Bengal FC: হাতে আর একেবারেই বেশি সময় বাকি নেই। আগামী ৮ অক্টোবর থেকে IFA শিল্ড খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। কিন্তু, এই টুর্নামেন্ট শুরুর আগে একটি বড়সড় রদবদল দেখতে পাওয়া গেল। আগে ঠিক ছিল যে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচটা কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামবে। কিন্তু, আচমকাই পরিবর্তন করে দেওয়া হল ভেন্যু। এবার লাল-হলুদ ব্রিগেডকে কিশোর ভারতী স্টেডিয়ামের পরিবর্তে কল্যাণী স্টেডিয়ামে খেলতে হবে। এই খবর প্রকাশ্যে আসতেই লাল-হলুদ সমর্থকদের একাংশ রীতিমতো হতাশ হয়ে পড়েছে।
East Bengal FC: লক্ষ্মী পুজোর আগেই আসছে 'সুখবর'? আনন্দে নাচছেন ইস্টবেঙ্গল সমর্থকরা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল শিবিরে আপাতত স্বস্তির হাওয়া বইছে। গত মরশুমে একের পর এক ব্যর্থতার কারণে দলের মধ্যে যে গুমোট পরিবেশ তৈরি হয়েছিল, এবার সেটা অনেকটাই কেটে গিয়েছে। সম্প্রতি ২০২৫ কলকাতা ফুটবল লিগের খেতাব উঠেছে লাল-হলুদ ব্রিগেডের হাতে। এমনকী, গত CFL মরশুমের ট্রফিও যে ইস্টবেঙ্গলের হাতেই উঠবে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে জোড়া সাফল্য মশালবাহিনীর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
East Bengal FC: ঘরের মাঠে জ্বলল লাল-হলুদ মশাল, কলকাতা লিগের শিরোপা ইস্টবেঙ্গলের মাথায়
প্রসঙ্গত, এবারের আইএফএ শিল্ড (IFA Shield 2025) টুর্নামেন্টে ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্য়াচটা খেলতে নামবে শ্রীনিধি ডেকান এফসি'র বিরুদ্ধে। শ্রীনিধি ডেকান এফসি-ই এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ফলে ম্য়াচটা যে খুব একটা সহজ হবে না, তা বলাই বাহুল্য। সূত্রের খবর, উদ্বোধনী ম্য়াচটি কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজন করার জন্য অনুমতি পাওয়া যায়নি। আর সেকারণেই শেষবেলায় সিদ্ধান্ত বদল করতে হয়েছে।
East Bengal FC: লাগবে না ১ টাকাও! সমর্থকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তাদের
মরশুমের দ্বিতীয় খেতাব জিততে মরিয়া ইস্টবেঙ্গল
এই প্রসঙ্গে মুখ খুললেন IFA সচিব অনির্বাণ দত্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, 'ঢাকের বাদ্যিতে এবারের শিল্ড উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সাংসদ পার্থ ভৌমিক। তাছাড়া, কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচ আয়োজন করার সময় কল্যাণী স্টেডিয়ামে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল। সেকারণে ফের জেলার স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে।'
East Bengal FC CFL Champion: অবশেষে স্বপ্নপূরণ, বাঁধ মানল না চোখের জল! আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
চার বছর পর আবারও বঙ্গ ফুটবলে IFA শিল্ড আয়োজন করা হচ্ছে। শেষবার এই টুর্নামেন্ট ২০২১ সালে আয়োজন করা হয়েছিল। এই উদ্বোধনী ম্য়াচ ছাড়া কলকাতার দুই প্রধান ক্লাবের বাকি খেলাগুলো কিশোরভারতী স্টেডিয়ামেই আয়োজন করা হবে। এবার টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষা। কলকাতা ফুটবল লিগের পর আইএফএ শিল্ডও ইস্টবেঙ্গলের ঝুলিতে আসে কি না, তা দেখার জন্য ১৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতেই হবে।