/indian-express-bangla/media/media_files/2025/10/29/east-bengal-fc-2025-10-29-12-04-53.jpg)
জয়ের পর উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল ফুটবলাররা
East Bengal FC: ২০২৫ সুপার কাপ (Super Cup 2025) ইতিমধ্যে বেশ জমে উঠেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। ব্যাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হয়। প্রতিপক্ষ চেন্নাইন এফসি-কে তারা ৪-০ গোলে পরাস্ত করেছে। জোড়া গোল করেছেন বিপিন সিং। এছাড়া একটি করে গোল করেছেন কেভিন সিবিয়ে এবং হিরোশি ইবুসুকি।
East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল
অস্কারের বড় কথা
এই ম্য়াচ জিতে না জিততেই লাল-হলুদ ব্রিগেডের 'হেড স্যার' অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) বড়সড় একটি মন্তব্য করলেন। সাফ জানিয়ে দিলেন, এই জয়ে অত্যন্ত খুশি তিনি। পাশাপাশি জয়ের যাবতীয় কৃতিত্ব তিনি দলের ফুটবলারদের দিলেন। তবে বড় ব্যবধানে জয়লাভ করলেও, এখনই গা-ছাড়া মনোভাব দেখানোর কোনও জায়গা নেই ইস্টবেঙ্গলের কাছে। কারণ আগামী ম্য়াচেই মহারণ। খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে। আগামী ৩১ অক্টোবর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে।
East Bengal FC Win: গোল তো করলেন, আদৌ 'হিরো' হতে পারলেন হিরোশি?
ডার্বি নিয়ে মন্তব্য অস্কারের
ডার্বি ম্য়াচের জন্য কি আলাদা কোনও প্রস্তুতি গ্রহণ করবে ইস্টবেঙ্গল এফসি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্কার বললেন, 'এখন থেকেই খুব বেশি চাপ গ্রহণ করতে চাইছি না। ম্যাচের আগেই যদি অতিরিক্ত চাপ নিয়ে ফেলি, তাহলে সেই প্রভাবটা খেলার উপরেও পড়বে। আমি বিশ্বাস করি, প্রত্যেকটা ম্য়াচ থেকে ফুটবলাররা অভিজ্ঞতা অর্জন করছে। সেই অভিজ্ঞতায় ভর করে নিজেদের আরও শানিত করার চেষ্টা করছে। গত ম্যাচের ভুলগুলো যদি আগামী ম্য়াচে কম করা যায়, তাহলেই পারফরম্যান্স উন্নত করা সম্ভব হবে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করেছিল। এরপর ম্য়াচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে সবুজ-মেরুন ব্রিগেড ৫-৪ গোলে জয়লাভ করেছিল। আগামী শুক্রবার এই হারের বদলা অবশ্যই নিতে চাইবে ইস্টবেঙ্গল। অন্য়দিকে, গত মঙ্গলবার ইস্টবেঙ্গলের পাশাপাশি খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্টও। ডেম্পো এসসি-র বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করেছে। এই পরিস্থিতিতে আগামী ম্য়াচেও বাগান ব্রিগেড যে যথেষ্ট চাপে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
East Bengal FC Goal: গোয়ায় 'আগুন ঝড়' ইস্টবেঙ্গলের, প্রথমার্ধে জোড়া গোল বিপিনের
এরপরই আসল 'বোমা' ফাটালেন অস্কার। গত ২ ম্য়াচ ইস্টবেঙ্গলকে ব্যাম্বোলিম স্টেডিয়ামে খেলতে হলেও, মোহনবাগান খেলেছে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে। আগামী ডার্বি ম্য়াচও এই মাঠে আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে অনেকেই বলতে শুরু করেছেন, টুর্নামেন্টের কর্মকর্তারা মোহনবাগান সুপার জায়ান্টকে অতিরিক্ত সুবিধা দিচ্ছেন। এই বিষয়ে অস্কারকে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'আমাদের সঙ্গে বরাবরই এমন বিমাতৃসূলভ আচরণ করা হয়। তবে যত এমন আচরণ করা হবে, ততই আমরা আরও শক্তিশালী হয়ে কামব্যাক করব।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us