/indian-express-bangla/media/media_files/2025/10/14/east-bengal-fc-win-2025-10-14-16-37-25.jpg)
শিল্ড ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এফসি
East Bengal FC: ২০২৫ আইএফএ শিল্ডের (IFA Shield 2025) ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এফসি। গ্রুপ পর্বের শেষ ম্য়াচে তারা নামধারী-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ গোলে জয়লাভ করেছে। ম্যাচের প্রথমার্ধেই এসেছিল জোড়া গোল। প্রথম গোলটি করেছিলেন মহম্মদ বিন রশিদ এবং পরে ব্য়বধান বাড়িয়েছিলেন পিভি বিষ্ণু। আগামী ১৮ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হবে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইউনাইটেড এসসি-র মধ্য়ে কোন দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে খেলতে হবে সেটাই আপাতত দেখার।
East Bengal FC Goal Update: আগুন ফর্মে ইস্টবেঙ্গল, গোল করলেন রশিদ-বিষ্ণু
মিগুয়েলের অধরা গোল সম্পূর্ণ করলেন রশিদ
এই ম্য়াচে শুরু থেকেই বিপক্ষের টুঁটি চেপে ধরেছিল ইস্টবেঙ্গল ফুটবলাররা। অবশেষে ১৯ মিনিটে খুলে গেল গোলের দরজা। আরও একবার নিজের জাত চেনালেন মহম্মদ বিন রশিদ। প্যালেস্তাইনের এই মিডফিল্ডার অবিশ্বাস্য একটি গোল করে নিজের ছাপ রেখে গেলেন। মিগুয়েলের একটি নিখুঁত হেডার পোস্টে লেগে ফিরে আসছিল। সেই ফিরতি বলটাই একবারে রশিদের সামনে পড়ে যায়। আর বক্সের ঠিক বাইরে থেকে বিশ্বমানের একটি গোল করলেন রশিদ। এই লিডটা ইস্টবেঙ্গলের কাছে যে যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল, তা বলা যেতে পারে।
বিষ্ণুর সুদর্শনে ছিন্নভিন্ন নামধারী
ম্যাচের ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করলেন পিভি বিষ্ণু। বক্সের মধ্য়ে বিষ্ণুকে বলটা একেবারে সাজিয়ে দিয়েছিলেন ডেভিড লালনসাঙ্গা। বিষ্ণু ডানদিক থেকে বেশ খানিকটা ড্রিফট করে আসেন। অবশেষে বটম লেফট কর্নার দিয়ে কার্যত বিদ্যুৎগতিতে তাঁর শট বিপক্ষের জালে জড়িয়ে যায়।
East Bengal FC News: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, চাঞ্চল্যকর মন্তব্য অস্কার ব্রুজোঁর
সুযোগ হাতছাড়া ইস্টবেঙ্গলের
আশা করা হয়েছিল, ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল হয়ত ব্যবধান বাড়াতে পারবে। সুযোগও এসেছিল ৬০ মিনিটে। বক্সের মধ্য়ে ডেভিডকে একটা লো ক্রস বাড়িয়েছিলেন বিষ্ণু। কিন্তু, বলটা ইস্টবেঙ্গল ফরোয়ার্ডের কাছে যাওয়ার আগেই নামধারীর ডিফেন্সে প্রতিহত হয়। কর্নার পায় ইস্টবেঙ্গল। তবে শেষপর্যন্ত কর্নার কিকের সুযোগও তারা কাজে লাগাতে পারেনি।
East Bengal FC: নামধারী ম্য়াচের আগে হিরোশিকে নিয়ে বড় খবর, আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আইএফএ শিল্ডের সফলতম দল হল ইস্টবেঙ্গল এফসি। এখনও পর্যন্ত তারা মোট ২৯ বার এই টুর্নামেন্টের খেতাব জয় করেছে। এই সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হয় কি না, সেটাই আপাতত দেখার। সম্প্রতি ডুরান্ড কাপে তারা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ২-১ গোলে জয়লাভ করেছিল। আশা করা হচ্ছে, ফাইনাল ম্য়াচে এই জয়ই মশালে আগুনে অক্সিজেন জোগাবে।