Jason Cummings Obscene Gesture: মধ্যমা উঁচিয়ে অশালীন আচরণ, চ্যাপেলের স্মৃতি উসকে দিলেন জেসন কামিন্স

Jason Cummings: মোহনবাগান ফুটবলাররা যখন টিম বাসে উঠছিলেন, সেইসময় লাল-হলুদ সমর্থকরা 'জয় ইস্টবেঙ্গল' বলে গর্জনের পাশাপাশি স্টেইনগান সেলিব্রেশনও করেন। এমন সময় ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে মধ্যমা উঁচিয়ে অশালীন আচরণ করেন জেসন কামিন্স।

Jason Cummings: মোহনবাগান ফুটবলাররা যখন টিম বাসে উঠছিলেন, সেইসময় লাল-হলুদ সমর্থকরা 'জয় ইস্টবেঙ্গল' বলে গর্জনের পাশাপাশি স্টেইনগান সেলিব্রেশনও করেন। এমন সময় ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে মধ্যমা উঁচিয়ে অশালীন আচরণ করেন জেসন কামিন্স।

author-image
Koushik Biswas
New Update
Jason Cummings Mohun Bagan

মোহনবাগান সুপার জায়ান্টের অজি তারকা জেসন কামিন্স

Jason Cummings: চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার ফাইনাল ম্য়াচে ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) বিরুদ্ধে ১-২ গোলে পরাস্ত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই হারের ধাক্কা সামলাতে পারলেন না বাগানের অজি তারকা জেসন কামিন্স। লাল-হলুদ সমর্থকদের উদ্দেশ্যে তিনি মধ্যমা উঁচিয়ে অশালীন আচরণ করে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। ইতিমধ্যে অনেকে আবার এই ঘটনাকে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) সঙ্গে তুলনা করতে শুরু করেছে। ২০০৫ সালে ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্ক্যান্ডালের কথা আজও বাঙালি ক্রিকেট সমর্থকদের হৃদয়ে দগদগে হয়ে রয়েছে। ইডেনের সেই কাটা ঘায়ে এবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নুন ছেটালেন জেসন কামিন্স।

Advertisment

Mohun Bagan vs East Bengal Controversy: ব্যাপক ঝামেলা পেত্রাতোস-চুনুঙ্গার, ধুলোয় মিশল ডার্বির কৌলিন্য

কী হয়েছে ঘটনাটি, এবার সবিস্তারে জেনে নেওয়া যাক। খেলা শেষ হওয়ার পর তখন মোহনবাগান ফুটবলাররা টিম বাসে উঠছিলেন। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই হারের পাশাপাশি ১৮তম ডুরান্ড কাপ জয়ের স্বপ্নও মেরিনার্সদের কাছে অধরাই রয়ে গেল। গত বছরও মোহনবাগান ডুরান্ড জয়ের সুযোগ হাতছাড়া করেছিল। ফাইনালে উঠে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তারা হেরে যায়। যাইহোক, মোহনবাগান ফুটবলাররা যখন টিম বাসে উঠছিলেন, সেইসময় লাল-হলুদ সমর্থকরা 'জয় ইস্টবেঙ্গল'  বলে গর্জনের পাশাপাশি স্টেইনগান সেলিব্রেশনও করেন। এমন সময় ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে মধ্যমা উঁচিয়ে অশালীন আচরণ করেন জেসন কামিন্স। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment

East Bengal FC: ইস্টবেঙ্গলের ডার্বি জয়ে আত্মহারা ব্রাত্য বসু, 'ওহ লাভলি' বললেন মদন মিত্র

২০০৫ সালে এই একই কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন হেড কোচ গ্রেগ চ্যাপেল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চতুর্থ ওয়ানডে ম্য়াচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছিল। তো, সেই ম্য়াচের আগে এমন অশালীন আচরণ করেছিলেন চ্যাপেল সাহেব। টেলিভিশন ফুটেজে স্পষ্ট দেখতে পাওয়া যায়, টিম বাসের মধ্যে থেকে তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের উদ্দেশে মধ্যমা প্রদর্শন করেন। আসলে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার জন্য ফ্যানেরা চ্যাপেলের বিরুদ্ধে গর্জন করছিলেন। তারপরই এই বিতর্কিত মুহূর্তের উৎপত্তি।

দেখুন সেই ছবি:

যাইহোক, রবিবাসরীয় কলকাতা ডার্বির কথায় এবার আসা যাক। এই মরশুমে ইস্টবেঙ্গল এফসি নিজেদের কার্যত বদলে ফেলেছে। মোহনবাগানকে হারিয়ে তারা ইতিমধ্যে চলতি ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। লাল-হলুদ ব্রিগেডের হয়ে জোড়া গোল করলেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।

East Bengal vs Mohun Bagan Highlights: মশালের আগুনের ছারখার সাধের বাগান, ডার্বির রং লাল-হলুদ

১৮ মিনিটে চোট পাওয়ার কারণে মাঠ ছেড়েছিলেন ইস্টবেঙ্গলের মরোক্কান ফরোয়ার্ড হামিদ আহদাদ। আর এই চোটই কার্যত শাপে বর হয়ে গেল। লাল-হলুদের ৩২ বছর বয়সি এই ফুটবলার ম্য়াচের প্রথমার্ধে (৩৮ মিনিট) পেনাল্টি থেকে গোল করে ১-০ গোলে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে তিনিই দলের লিড ডাবল করেন। সেমিফাইনাল ম্য়াচে এবার ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।

East Bengal FC: 'বাজবে প্রতিবাদের রণধ্বনি...', ডার্বি জিতে হুঙ্কার লাল-হলুদ ব্রিগেড

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে কিছুটা হলেও সম্মান পুনরুদ্ধার করেন অনিরুদ্ধ থাপা। ৬৮ মিনিটে দুরপাল্লার একটি শট থেকে ব্যবধান কমান থাপা। কিন্তু, এরপর মেরিনার্সরা আর কোনও গোল করতে পারেনি। শেষপর্যন্ত প্রায় ১৮ মাস পর ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি ম্য়াচে জয়ের মুখ দেখতে পেল।

East Bengal FC Greg Chappell Mohun Bagan Super Giant Jason Cummings Durand Cup 2025