East Bengal Transfer Update: ঘর ভাঙল ইস্টবেঙ্গলের, শত্রু শিবিরে যোগ দিলেন তারকা ফুটবলার

East Bengal Transfer News: আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল ইতিমধ্যে দলগঠনের কাজ প্রায় সেরে ফেলেছে। আশা করা হচ্ছে, আসন্ন ডুরান্ড কাপে তারা পূর্ণ শক্তির দল নিয়ে ঝাঁপাতে পারবে।

East Bengal Transfer News: আসন্ন মরশুমের জন্য ইস্টবেঙ্গল ইতিমধ্যে দলগঠনের কাজ প্রায় সেরে ফেলেছে। আশা করা হচ্ছে, আসন্ন ডুরান্ড কাপে তারা পূর্ণ শক্তির দল নিয়ে ঝাঁপাতে পারবে।

author-image
Koushik Biswas
New Update
East Bengal transfer news: এই দলবদল শেষপর্যন্ত সত্যি হলে নতুন মরশুম শুরুর আগেই ধাক্কা খাবে ইস্টবেঙ্গল

East Bengal transfer news: এই দলবদল শেষপর্যন্ত সত্যি হলে নতুন মরশুম শুরুর আগেই ধাক্কা খাবে ইস্টবেঙ্গল

ISL 2025-26: জয়েশ রানের সঙ্গে চুক্তি আগেই সম্পন্ন হয়েছিল। এবার আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal FC) প্রাক্তন ফুল-ব্যাক নিশু কুমারকে (Nishu Kumar) সই করাল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।

Advertisment

এআইএফএফ এলিট অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন নিশু। ২০১৫ সালে তৎকালীন আই-লিগ ক্লাব বেঙ্গালুরুর এফসি'র হয়ে সিনিয়র ডেবিউ করেছিলেন। এরপর নীলবাহিনীর হয়ে তিনি টানা ৫ মরশুম ফুটবল খেলেন। এই দলের হয়ে তিনি চারটে ট্রফি জয় করেন। ইন্ডিয়ান সুপার লিদ, আই-লিগ, ফেডারেশন কাপ এবং সুপার কাপ। এরপর কেরালা ব্লাস্টার্সে যোগ দেন নিশু।

East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলেই সই করলেন তারকা ফুটবলার! আনন্দে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

Advertisment

২০২২ সালে আইএসএল ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন নিশু কুমার। কিন্তু, ২০২৩ সালে তিনি ইস্টবেঙ্গল এফসি-তে যোগদান করেন। এক বছর পরই লাল-হলুদ ব্রিগেডকে সুপার কাপ জেতার। ১২ বছর পর ইস্টবেঙ্গল সর্বভারতীয় স্তরে কোনও খেতাব জয় করেছিল।

East Bengal FC: নিভে গেল মশালের আগুন, পাঠচক্রের বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের

সম্প্রতি নিশু কুমার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, 'অসংখ্য ধন্যবাদ, ইস্টবেঙ্গল এফসি। দেশের এই ঐতিহ্যবাহী ক্লাবে যোগদান করতে পেরে এবং লাল-হলুদ জার্সি পরার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ইস্টবেঙ্গল এফসি দলের কোচ,সতীর্থ ফুটবলার এবং গোটা মরশুম জুড়ে যে সমর্থকরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের আন্তরিক ধন্য়বাদ জানাতে চাই। এখানকার যে ফুটবল সংস্কৃতির সঙ্গে আমি সম্পৃক্ত হতে পেরেছি, তা সত্যিই অনির্বচনীয়। এই প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'

অন্যদিকে, মুম্বই সিটি এফসি আগেই রিলিজ করে দিয়েছিল জয়েশ রানেকে। সেকারণে ফ্রি ট্রান্সফারেই তিনি জামশেদপুরে যোগ দিয়েছেন। ৩২ বছর বয়সি এই ফুটবলার ইতিমধ্যে তিনবার আইএসএল খেতাব জয় করেছেন। ২০১৫ সালে চেন্নাইন এফসি-র হয়ে, ২০১৯-২০ মরশুমে এটিকে-র হয়ে এবং ২০২৩-২৪ মরশুমে মুম্বই সিটির হয়ে জিতেছেন ইন্ডিয়ান সুপার লিগ। এর পাশাপাশি এটিকে-র হয়ে ২০১৬-১৭ মরশুমে আই-লিগ এবং ডুরান্ড কাপও জয় করেছেন তিনি।

Mohun Bagan vs East Bengal: টাকা বাঁচাতেই কল্যাণীতে ডার্বি? বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তাদের

২০২৩-২৪ মরশুমে এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএল সেমিফাইনাল ম্য়াচ খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি। এই ম্য়াচে রানে যথেষ্ট নজর কেড়েছিলেন। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে জোড়া গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি। এই ম্য়াচে ৩-২ গোলে জয়লাভ করে কামব্যাক করেছিল মুম্বই।

East Bengal New Footballer: রেকর্ড ট্রান্সফার ফি-তে ইস্টবেঙ্গলে জয় গুপ্তা, টাকার অঙ্ক জানলে মাথা ঘুরবে!

প্রসঙ্গত, রানে এবং খালিদ জামিল জুটিকে আরও একবার ভারতীয় ফুটবলে দেখতে পাওয়া যাবে। ইতিপূর্বে, এই জুটি আই-লিগ খেতাব জয় করেছিল।

তবে এখানে একটা বিষয় অবশ্যই দেখা উচিত, জামশেদপুর এফসি কিন্তু এই দুজন ফুটবলারকেই স্বল্পমেয়াদি চুক্তিতে সই করিয়েছেন। আইএসএল অনিশ্চয়তার কারণে এখনই তারা দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটতে চাইছে না।

East Bengal FC Jamshedpur FC ISL 2025-26 Nishu Kumar