Jay Gupta: আসন্ন মরশুমের (ISL 2025-26) কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) মোটামুটিভাবে নিজেদের সংসার গুছিয়ে নিয়েছে। ডিফেন্ডার জয় গুপ্তাকে নিয়ে ইতিমধ্যে তারা এফসি গোয়ার (FC Goa) সঙ্গে চূড়ান্ত চুক্তিপর্ব সেরে ফেলেছে। লাল-হলুদ ব্রিগেডের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে মুখ না খোলা হলেও, এফসি গোয়া কিন্তু ব্যাপারটা ঘোষণা করে দিয়েছে। সবথেকে বড় কথা, রেকর্ড ট্রান্সফার ফি-তে এই ভারতীয় ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।
রেকর্ড ট্রান্সফার ফি
ইতিমধ্যে লাল-হলুদ সমর্থকরা যে আনন্দে আটখানা হয়ে গিয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। বিশেষ করে কত টাকা ট্রান্সফার ফি দিয়ে এই ভারতীয় ডিফেন্ডারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল, তা নিয়ে একরাশ কৌতূহল শুরু হয়েছে। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, জয় গুপ্তাকে সই করানোর জন্য এফসি গোয়ার হাতে তুলে দিতে হয়েছে দেড় কোটি টাকা। এর পাশাপাশি ১০ লাখ টাকা পারফরম্য়ান্স বোনাস হিসেবে যোগ করা হয়েছে।
East Bengal New Footballer: একই দিনে জোড়া সুখবর দিল ইস্টবেঙ্গল, ISL কাঁপানো ফুটবলার এবার লাল-হলুদে
ইতিপূর্বে, এফসি গোয়া কোনও ভারতীয় ফুটবলারের জন্য এমন আকাশছোঁয়া অঙ্কের ট্রান্সফার ফি কখনও পায়নি। আইবানবাহ ডোহলিংয়ের জন্য তারা কেরালা ব্লাস্টার্সের থেকে ১.৪ কোটি টাকা ট্রান্সফার ফি পেয়েছিল। কিন্তু, এবার কেরালাকেও ছাপিয়ে গেল ইস্টবেঙ্গল এফসি।
এছাড়া ২০২০ সালে হুগো বুমোসকে সই করানোর জন্য মুম্বই সিটি এফসি ১.৬ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছিল গোয়াকে।
East Bengal FC: জন্মদিনে শৌভিকের ছোট্ট আবদার! সরাসরি ফেরালেন ইস্টবেঙ্গলের 'নীতুদা', ব্যাপারটা কী?
আবেগঘণ পোস্ট এফসি গোয়ার
যাইহোক, মঙ্গলবার (১৫ জুলাই) জয় গুপ্তাকে আবেগঘণ ফেয়ারওয়েল জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এফসি গোয়া। সেখানে লেখা হয়েছে, 'ডিফেন্ডার জয় গুপ্তার ট্রান্সফার নিয়ে এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল এফসি'র মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। এই ভারতীয় ফুটবলারের জন্য রেকর্ড ট্রান্সফার ফি দেওয়া হয়েছে।' সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'নীল-কমলা ব্রিগেডের হয়ে গত ২ বছর জয় যে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে, সেকারণে আমরা ধন্যবাদ জানাতে চাই। এই যাত্রাপথে আমরা পরপর সেমিফাইনাল ম্য়াচ খেলতে পেরেছি এবং জিততে পেরেছি কলিঙ্গ সুপার কাপ। জয়, তোমার আগামী ভবিষ্যতের জন্য অসংখ্য শুভ কামনা রইল।'
East Bengal FC: নিভে গেল মশালের আগুন, পাঠচক্রের বিরুদ্ধে লজ্জার হার ইস্টবেঙ্গলের
২০২৩ সালে এফসি গোয়ায় যোগ দিয়েছিলেন জয় গুপ্তা। কয়েকদিনের মধ্যেই তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। গোয়ায় তিনি লেফট-ব্যাক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। যদিও সেটা পছন্দ ছিল না, খানিকটা বাধ্য হয়ে ওই পজিশনে খেলতে হয়েছিল। যাইহোক, নিজের প্রতিভার জোর দলের প্রথম একাদশে জায়গা পাকা করেন তিনি। এরপর ইগর স্টিম্য়াচের কোচিংয়ে খুলে গিয়েছিল জাতীয় ফুটবল দলের দরজাও। অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে দৌড় এবং নিখুঁত ক্রসে সকলের হৃদয় জয় করেছিলেন।
Mohun Bagan vs East Bengal: টাকা বাঁচাতেই কল্যাণীতে ডার্বি? বিস্ফোরক অভিযোগ মোহনবাগান কর্তাদের
উল্লেখ্য, এফসি গোয়ার হয়ে এই ভারতীয় ডিফেন্ডার ইন্ডিয়ান সুপার লিগে ৪১ ম্য়াচ খেলেছেন। এর পাশাপাশি গত মরশুমে মানোলো মার্কোয়েজের কোচিংয়ে তিনি কলিঙ্গ সুপার কাপও জয় করেছেন।